Site icon Trickbd.com

সহজেই ছবির মধ্যে যেকোন text হাইড করুন ।Android

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি দেখাবো কিভাবে একটি ছবির মধ্যে ডাটা হাইড করা যায়। মানে একটি মধ্যে যেকোন text লিখে রাখতে পারবেন। কেউ বুঝতেই পারবে না যে এই ছবির ভিতরে তথ্য আছে । আমরা যেই ছবি মধ্যে তথ্য লুকিয়ে রাখবো সেটা নরমাল ছবি মতো থাকবে ।

এই পদ্ধতি মূলত হ্যাকারা ব্যবহার করে থাকে। তো চলুন একটু দেখে আশি কিভাবে একটি ছবি মধ্যে ডাটা লুকিয়ে রাখা যায়।

প্রথমে আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো। App Download 

প্রথমে আমরা অ্যাপসটির ভিতরে প্রবেশ করবো।

এখন আমরা encode text ক্লিক করবো।

এখন আমরা gallery তে ক্লিক করবো। এবং যেই ছবিতে ডাটা হাইড রাখতে চাই সেই ছবিটি সিলেক্ট করে দিবো।

আমি একটি ছবি সিলেক্ট করে নিলাম।

এখন আমরা text এ ভিতরে চলে যাবো।

আমি কিছু একটা লিখলাম ।

এখন আমরা Review তে ক্লিক করবো ।

এখন আমরা ফাইটির নাম দিবেন। এবং চাইলে আপনি পাসওয়ার্ড ও সেট করে নিতে পারবেন।

এখন আমরা Encode ক্লিক করবো ।

দেখতেই পাচ্ছেন নরমাল ছবি। কিন্তু আপনার সামনেই তো text লিখলাম এবং সেটা bind করা রাখলাম।  নরমাল ভাবে কেউ দেখতে এবং বুঝতে পারবে না।

এখন আমরা ছবিটি decode করবো।

এখন আমরা decode চলে যাবো।

একটু আগে যেই ছবিতে text হাইড করলাম সেই ছবিটি সিলেক্ট করে দিবো ।

এবং Decode ক্লিক করবো। যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে পাসওয়ার্ড চাইবে।

দেখতেই পাচ্ছেন আমি যা লিখছিলাম সেটা চলে আসচ্ছে। সো এইভাবে আপনি গুরুত্বপূর্ণ ডাটা হাইড করে রাখতে পারেন এবং অন্য কোন ব্যক্তিকে দিতে পারেন। তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।