Site icon Trickbd.com

১ এমবির‌ও কম সাইজে প্রয়োজনীয় দুইটি Android App. যা আপনার কাজে লাগবে।

Unnamed

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

এই পোস্টে আমি আপনাদের এমন দুইটি অ্যাপের কথা বলবো যেগুলো Useful , প্রয়োজনীয় কিন্তু এই অ্যাপগুলোর সাইজ ১ এমবির‌ও কম।

App – 1

এটা মূলত একটা ব্রাউজার, যেটাতে Incognito মোড রয়েছে, সাথে আরো কিছু ফিচার।

যারা এখনো Incognito মোড সম্পর্কে জানেন না তারা আসলেই নরমাল ইউজার।

যদি আপনার Chrome, Firefox, Opera এসব ব্রাউজার খুব একটা পছন্দ না। আপনি খুব‌ই লাইট ওয়েট ব্রাউজার পছন্দ করেন, আর সাথে আপনি ব্রাউজারে যা কিছু Search করেন, যা কিছু দ্যাখেন, ঐসব History যেন ব্রাউজার Save না করে। তাহলে এরজন্য রয়েছে,

Dolphin Zero Incognito Browser

মাত্র ৫০০ কেবি। এটা খুব‌ই লাইট ওয়েট অ্যাপ যেটা বেসিক্যালি অটোমেটিক ডিলিট করে আপনার Browsing History, Phone Data, Password, Web Cookies, Cach & Data

আর একটার গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্রাউজার Duck Duck Go সার্চ ইঞ্জিন ব্যাবহার করে। এটা এমন একটা সার্চ ইঞ্জিন যেটা আপনার History, আপনি কি সার্চ করেন, ইন্টারনেটে কি দ্যাখেন, এসব Track করে না। যার ফলে মানে এই ব্রাউজার খুব Useful এবং Safe একটি ব্রাউজার।

App – 2

বর্তমানে সবচেয়ে বড় Social Media App হলো Facebook ।

ফেসবুক অফিশিয়াল যে অ্যাপ রয়েছে সেটা অনেক বড় সাইজের, ইন্সটল করার পর অ্যাপের সাইজ আরো বেড়ে যায়, অনেক বেশি মোবাইল ডেটাও ব্যবহার করে।

যদি আপনার ফোনে স্টোরেজ কম থাকে, এমবি বেশি খরচ হয়, তাহলে এই অ্যাপ আপনার জন্য‌। যার নাম হলো :

Slim Social

এই অ্যাপ আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, আর এই অ্যাপের যে সাইজ তা মাত্র ৪০০ কেবি। এত কম সাইজে এই অ্যাপ আপনাকে ফেসবুক অফিশিয়াল যে অ্যাপ রয়েছে তা পুরো সেম অভিজ্ঞতা পাবেন।

মানে যে অভিজ্ঞতা ফেসবুক অফিশিয়াল অ্যাপ আপনাকে দেয় সেম সেই এক‌ই অভিজ্ঞতা এই অ্যাপ আপনাকে দেবে, এবং এটা ফাস্ট কাজ করে, 2G নেটওয়ার্কেও ব্যবহার করতে পারবেন।

ফোনে জায়গা কম থাকলে এটা ব্যবহারযোগ্য, ফোনের এমবি খরচ কম হবে।

এছাড়াও আপনি আপনি এতে কাস্টমাইজ করার সুবিধা পাবেন। যা খুবই হেল্পফুল হবে আপনার জন্য। এতে এমন কিছু ফিচার পাবেন যা ফেসবুক অফিশিয়াল অ্যাপেও নেই।

যদি আপনি অ্যাপগুলো ব্যবহার করতে চান তাহলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

Dolphin Zero Incognito Browser

Slim Social

Extra Tips : ডার্ক ওয়েব কি ? ডার্ক ওয়েবে কি কি কাজ হয় ? জানতে নিচের নীল লেখায় ক্লিক করুন।

ডার্ক ওয়েব কি ?

এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ?

Exit mobile version