হ্যালো ট্রিকবিডির দর্শকেরা কেমন আছেন সকলে?
আশা রাখছি অনেক বেশি ভালো আছেন।আর যারা ভালো নেই তারাও এই পোস্ট দেখে ভালো হয়ে যাবেন ইন শাহ আল্লাহ। আজকের পোস্টটাই এমন।বেশি ফালতু বক বক না করে চলুন শুরু করি কাজের কথা।
টাইটেলে তো নিশ্চ্য়ই আপনারা দেখেছেন আজকের পোস্ট টি কি বিষয়ে। আজ আপনাদের মাঝে এমন একটি এ্যাপ শেয়ার করবো যেই app ব্যবহার করে আপনাদের ফোনে যে সকল এ্যাপ আছে সকল এ্যাপ এর force stop করতে পারবেন। এক ক্লিকের মাধ্যমে।[ যাই হোক আমি তাদের জন্য পোস্ট লিখি না যারা আলতু ফালতু মন্তব্য করে।আমার পোস্ট দেখে উপকৃত হয়ে লাইক করে আর সুন্দর কমেন্ট করে তাদের জন্য মূলত পোস্টটি বানানো।আশা করি সকলেই একটি করে ‘Like’ করবেন ইনশাল্লাহ ]
প্রথমেই দিয়ে দিচ্ছি এ্যাপ টির ডাউনলোড লিংক:
এখানে ক্লিক করে সরাসরি play store থেকে ডাউনলোড করে নিন।
এ্যাপটি ডাউনলোড হয়ে গেলে এ্যাপটি ওপেন করে নিন।যা যা permission চাইবে allow করে দিন।
আমাদের ফোনে এখন মোট ২৮ টি এ্যাপ রান করছে। যা আপনার ফোনকে স্লো করে দিচ্ছে আবার। ফোনের ব্যাটারি drain করছে। আপনি use না করলেও।আপনার এ্যাপ গুলোর force stop করলে আপনার ফোনে অনেকটা ফাস্ট হয়ে যাবে, গরম কম হবে আর ব্যাটারি drain কম হবে। মানে চার্জ অনেক কম খরচ হবে।
Kill লেখা এই option এ ক্লিক করুন।
Accessibility তে নিয়ে যাবে এখন থেকে এ্যাপ টি select করে permission allow করে দিন।
তারপর back button এ press করলে আপনাকে আবার কংক্ষিত এ্যাপ এ নিয়ে আসবে। আবার kill এ press করুন।
এখন অটোমেটিক যত এ্যাপ আপনার ফোনের run হচ্ছে সব এ্যাপ এর force stop হয়ে যাবে।
সব এ্যাপ কিল হওয়ার পর এখন দেখুন আমাদের ফোনে কয়টি এ্যাপ run করছে।মানে কোনো এ্যাপ রান করছে না এখন। ব্যাটারি ও খরচ হবে না এভাবে ফোনে রেখে দিলে।
আশা করি পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে। এতো কষ্ট করে আপনাদের জন্য পোস্ট লিখি। একটা লাইক আশা রাখছি। পোস্টটি ধৈর্যসহকরে পড়ার জন্য ধন্যবাদ।
সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। শীঘ্রই আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তাওফিক দান করেন।
প্রযুক্তি এবং আরো নিত্যনতুন বিষয় সম্মদ্ধে আপডেট পেতে ট্রিকবিডির সাথে থাকুন।
…………..আল্লাহ হাফেজ।ফি আমানিল্লাহ।…………..
ফেসবুকে আমি:For any problem
অথবা যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হতে পারেন:
Telegram Channel
Eta sob app ke freezee kore fole onek beshi bettary save hobe