মুসলিম ভাইদের আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের পোস্ট টি শুরু করছি। হ্যালো ট্রিকবিডির দর্শকেরা কেমন আছেন সকলে?

আশা রাখছি অনেক বেশি ভালো আছেন। আর যারা ভালো নেই তারাও এই পোস্ট দেখে ভালো হয়ে যাবেন ইন শা আল্লাহ। আজকের পোস্টটাই এমন। বেশি ফালতু বক বক না করে চলুন শুরু করি কাজের কথা।

টাইটেলে তো নিশ্চয়ই আপনারা দেখেছেন আজকের পোস্ট টি কি বিষয়ে। আজ আপনাদের মাঝে এমন একটি এ্যাপ শেয়ার করবো যা ব্যবহার করে আপনারা আপনাদের programing language এর practice করতে পারবেন।

[ যাই হোক আমি তাদের জন্য পোস্ট লিখি না যারা আলতু ফালতু মন্তব্য করে। আমার পোস্ট দেখে উপকৃত হয়ে লাইক করে আর সুন্দর কমেন্ট করে তাদের জন্য মূলত পোস্টটি বানানো। আশা করি সকলেই একটি করে ‘Like’ করবেন ইন শা আল্লাহ ]

প্রথমেই দিয়ে দিচ্ছি এ্যাপ টির ডাউনলোড লিংক:

ডাউনলোড লিংক

এ্যাপটি ডাউনলোড হয়ে গেলে এ্যাপটি ওপেন করে নিন। কিছুটা এমন interface দেখতে পাবেন।

আপনারা এখন থেকে শিখতে পারবেন। অথবা practice করতে পারবেন। এখানে যেসকল language রয়েছে নিচে তালিকা দেওয়া হলো।

আপনারা এর মধ্যে যেকোনো select করতে পারবেন। আমি simply HTML select করে দেখাচ্ছি।

যেই icon দেখতে পাচ্ছেন এখানে press করলে কাঙ্ক্ষিত ভাষার সকল tag দেখতে পাবেন।

আর output এ চাপ দিলে ফলাফল দেখতে পাবেন। যে আপনার কোড গুলোর দ্বারা তৈরী রেজাল্ট কি।

এবার আসি গেম এ। এখানে আপনারা ভাষার tag গুলো চর্চা করতে পারবেন। আপাতত এখানে শুধু দুটি ভাষা অ্যাড করা আছে। ভবিষ্যতে আরো হবে আশা রাখছি।

আশা করি পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে। এতো কষ্ট করে আপনাদের জন্য পোস্ট লিখি। একটা লাইক আশা রাখছি। পোস্টটি ধৈর্যসহকরে পড়ার জন্য ধন্যবাদ।

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। শীঘ্রই আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে হাজির হবো ইন শা আল্লাহ, আল্লাহ যদি তাওফিক দান করেন।

প্রযুক্তি এবং আরো নিত্যনতুন বিষয় সম্মদ্ধে আপডেট পেতে ট্রিকবিডির সাথে থাকুন।

…………..আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।…………..

ফেসবুকে আমি:For any problem

অথবা যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হতে পারেন:
Telegram Channel

2 thoughts on "নিজের প্রোগ্রামিং skill কে আরো improve করুন। প্রোগ্রামিং practice করার সেরা এ্যাপ"

  1. Fahad Khan Rakib Contributor says:
    Khub ee shundor post vai ?
    1. Abdullah Author Post Creator says:
      Onek dhonnobad ?

Leave a Reply