Site icon Trickbd.com

YouTube Vanced এর Alternative ৫ টি App (Ad-Free YouTube এর Best Experience)

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

আজকের এই পোস্টে আমরা দেখবো YouTube Vanced এর মতো ৫ টি Ad-Free YouTube দেখার App। এগুলোতে YouTube Vanced এর মতো Sponsor block setting ও রয়েছে।

শুধু তাই নয়, এগুলোতে আরো অনেক ফিচার রয়েছে। এমন ফিচারও রয়েছে যেগুলো YouTube Vanced এও দেওয়া নেই। প্রতিটি App ই আলাদা আলাদা ভাবে Develop করা হয়েছে।

তাই সবগুলোই যে ভালো লাগবে তার Guarantee আমি দিতে পারবো না। তবে এটা অবশ্যই বলতে পারবো YouTube Vanced যেদিন Globally একেবারে বন্ধ হয়ে যাবে সেদিন এগুলোর একটা হলেও অবশ্যই কাজে দিবে।

আপনারা চাইলে পোস্টটি Save বা Bookmark করে রাখতে পারেন। In Future কাজে লাগতেও পারে। সবার তো আর YouTube Premium কেনার সামর্থ্য নেই।

আর তাছাড়া YouTube Premium ই হোক বা Original YouTube App, দুটোতেই YouTube Vanced এ যেসকল Features রয়েছে তা কখনো Apply করা হবে বলে আমার সন্দেহ আছে।

YouTube Vanced কে এত বছর ধরে Developer রা Develop করতে করতে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল যাকে হার মানানো আমার মতে অন্য কোনো App এর কাছে মুশকিল। তবুও যেহেতু YouTube Vanced বন্ধ হয়ে যাচ্ছে তাই আমাদের একটি হলেও বিকল্প ব্যবস্থা গ্রহন করতে হবে।

তাই এই পোস্টটি দেওয়া। এখনো YouTube Vanced ভালোই চলছে। আমি নিজেও ব্যবহার করি। তার সাথে আমার পরিচিত অনেককেই আমি Install করে দিই YouTube Vanced। কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কারনে বিকল্প ব্যবস্থা গ্রহন যে করতে হবে তা তো আর সবার অজানা নেই।

তাই চলুন শুরু করে দেওয়া যাক আজকের পোস্টটি। প্রতিটি App এরই লিংক আমি দিয়ে দিবো। শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন আগে। তারপর কমেন্ট করবেন মনে চাইলে।

(5) APP NAME : VUETUBE

APP LINK : https://vuetube.app/install/

এটি একটি সাধারন একটি Application। App টি একেবারে নতুন। আস্তে আস্তে Update করা হচ্ছে। ভবিষ্যতে অনেক কিছুই Add করা হবে আশা করা যায়।

App টি অত্যন্ত Lite হওয়ায় আপনার ফোনে ভালোভাবেই চলবে বলে আশা করছি। এখানে App টির Ui খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনি Customize করতে পারবেন এর Theme, Colour গুলো।

এছাড়াও এখানে Ui Tweaker নামে একটি Option আছে যেখানে আপনি এর Navbar, Thumbnail, Fullscreen, Radius, Components ইত্যাদি Customize করতে পারবেন।

এছাড়াও এখানে 2K, 4K, 8K VIDEO PLAYBACK এর Option পেয়ে যাবেন যদি Video টি 2K বা 4K বা 8K তে Play করার Option থাকে। যদি Video টি 2K বা 4K বা 8K Resolution এর হয়ে থাকে তবে অবশ্যই পারবেন Play করতে।

নিচে App টির কিছু Screenshots দিয়ে দিচ্ছিঃ

(4) APP NAME : SKYTUBE

APP LINK : https://skytube-app.com/

এই App টি আগের App টি থেকে অনেকটাই Advanced। এখানে আপনি আরো অনেকগুলো Extra Feature পেয়ে যাবেন যা আগের App এ পাবেন না।

শুরুতেই বলে দিই এখানে ৩ টি Video Player রয়েছে App টির ভেতরে। Default, Legacy (unsupported), Official।

Screen Rotation আছে Auto, Landscape, Portrait, Sensor। এখানে আরো একটি ফিচার আছে এর নিচেই। যার নাম No Video Gestures, এর মাধ্যমে আপনি Volume Control, Brightness Control, Forward/backward এ 2 tap control সবই Disable করে ফেলতে পারবেন।

এরপরের ফিচারটি হলো immersive mode যা আপনার navigation bar কে hide করে দিবে video play করার সময়।

এছাড়াও আপনি Content Location, Switch Volume/Brightness Gesture, Try Newer Video Formats এর Option ও পেয়ে যাবেন।

এছাড়াও এখানে Video Blocker Feature রয়েছে। আরো রয়েছে Channel Filter Mode, Channel Blacklist/Whitelist, Video Language Filter (যার মাধ্যমে যেকোনো ভিডিওতে অশ্লীল ভাষায় গালিগালাজ থাকলে তা বন্ধ করতে পারবেন) ইত্যাদি।

এছাড়াও এখানে Sponsor Block Feature আছে। যার মধ্যে রয়েছে Sponsor, self promotion, interaction reminder, non-stop music section, endcards/credits, preview/recap, filler সবকিছুই বন্ধ করার বা Skip করার Feature।

এগুলোর মাধ্যমে আপনি ডাউনলোড করে ভিডিও দেখে যে মজা পান সেই মজাই পেয়ে যাবেন ডাউনলোড করা ছাড়াই। যা আমার মতে একটি অনেক ভালো উপায়।

এছাড়াও আপনি Import/export করতে পারবেন সেসব Settings গুলো যেগুলো আপনি এই App এ Apply করেছেন Already।

এখানে আবার ৩ টি Privacy Feature ও রয়েছে। তার ভেতরে আছে No search history, No playback status, Clear playback status।

এছাড়াও এখানে Highest Resolution এর Video মানে (2K, 4K, 8K পর্যন্ত) Video Play করার Option রয়েছে।

আরো আছে Download করার Feature তবুও SD CARD এ। জি আপনি এই Application টির মাধ্যমে যেকোনো Video ই আপনার মূল Internal/External SD Card এ Download করতে পারবেন।

Video Quality নিয়ে অনেকগুলো Settings + options পাবেন। আরো আছে এখানে Default Tab Change করার Option। আরো রয়েছে যেকোনো Tab Hide করার Option।

আরো আছে A-Z বা Alphabetically Channel Sort করার Option। বুঝতেই তো পারছেন YouTube Vanced এর মতোই এখানে ফিচারে একদম ভরিয়ে দেওয়া হয়েছে।

আমার কাছে অসম্ভব পরিমানে ভালো লেগেছে App টি। আশা করছি কারো না কারো অবশ্যই ভালো লাগবে App টি।

নিচে App টির কিছু Screenshots দিয়ে দিচ্ছিঃ

(3) APP NAME : LIBRETUBE

APP LINK : https://github.com/libre-tube/LibreTube/releases/tag/v0.4.1

শুরুতেই বলে রাখি এটি একটি Open Source Application। তাই এখানে Hide করার মতো কিছুই নেই। সর্বপ্রথম আমি কথা বলবো এর Ui নিয়ে।

মাখনের মতো Smooth Ui এর। আর Theme টাও দেখতে খুবই সুন্দর। আগের App এর মতো এত এত Feature এ ঠাসা না হলেও এর Simple & Smooth Ui আপনাকে মুগ্ধ করবেই।

আবার এমন যে না এখানে Feature একেবারেই নেই। যদি তাই হতো তবে এটাকে তৃতীয় স্থানে রাখতাম না। এই App টিরও অনেক বিশেষত্ব রয়েছে।
সেগুলো নিয়েই আলোচনা করা যাক।

App টিতে ঢোকার শুরুতেই এর Clean Ui আপনার নজর কেড়ে নিবে। এরপর আপনি যদি Settings Option এ যান তবে আরো অনেক Feature এর দেখা পাবেন।

general settings এ গিয়ে আপনি related content বন্ধ করে দিতে পারবেন। মানে ধরুন আপনি অপূর্বের একটা নাটক দেখলেন। এরপরই আপনি Homepage এ গেলে দেখবেন আপনাকে অপূর্বের আরো নাটক suggest করেই যাচ্ছে।

এটাই YouTube এর Algorithm। যাই হোক, এই Algorithm টাই এই Option এর মাধ্যমে বন্ধ করতে পারবেন।

এরপর আসি এর Appearance বা Ui Customization এর কাছে। এখানে আপনি শুরুতেই Default ভাবে Pinkish একটি Theme দেখতে পারবেন। যা আপনি একেবারে White/Black করে নিতে পারবেন।

এছাড়াও এখানে White/Black ছাড়াও Resting Red, Blissful Blue, Yeeting Yellow, Groovy Green, Pleasurable Purple নামের ৫টি Colour Accents আছে যা আমার কাছে অনেক Cool মনে হয়েছে।

অনেক সুন্দর Vibe দেয় এর Colour Accent। আপনি চাইলে এর Icon গুলোও Change করতে পারবেন।

Default, Lost Legacy, Glib Gradient, Fashionable Fire, Trendy Torch, Silly Shaped, Flying Flame, Boosted Bird নামের মোট ৮ টি Icon রয়েছে।

আপনি চাইলে Default Tab Change করতে পারবেন। Trending Tab Hide করতে পারবেন। Navigation Bar Hide/Lock করা, Grid Columns, Subtitle/Caption Style Change করতে পারবেন।

এবার আসি এর Sponsor Block Settings এ। এখানে অনেক Feature পাবেন।

Sponsor, Notification, Unpaid/Self Promotion, Intercation Reminder (Like, Comment, Subscriber চাওয়া), Intermission/Intro (ভিডিওর শুরুতে ইন্ট্রো),

End Cards/Credits, Filler Tangent/Jokes (কোনো Serious Video তে যদি এমন কিছু থাকে), Music/Non-Music, Preview/Recap এগুলো সব Block/Skip করতে পারবেন বা পাল্টাতেও পারবেন।

এছাড়াও Audio/Video Settings এ Autoplay, Autopause, Seekbar preview, Auto Fullscreen, Preloading ইত্যাদি Change করতে পারবেন।

এছাড়াও Search, Video History Pause/Mute/Delete/Resume/Hide করতে পারবেন। Video Format (MP4/MKV) যেকোনো একটা যা আপনি চান সেটায় set করতে পারবেন।

এখানে Data Saving Mode, Downloader সবই রয়েছে। Downloader এর মাধ্যমে সরাসরি Internal/External Storage এ Download করতে পারবেন Video।

নিচে App টির কিছু Screenshots দিয়ে দিচ্ছিঃ

(2) APP NAME : SONGTUBE

APP LINK : https://github.com/SongTube/SongTube-App/releases/tag/6.4.5+1200

এটা আমার দেখা অন্যান্য App গুলোর মধ্যে সবচেয়ে Smooth, Clean ও Easy একটি Application। এর Clean Ui আপনাকে মুগ্ধ করবেই।

এতটা Clean & Smooth Ui আমি খুব কমই দেখেছি। সত্যিই প্রশংসার দাবিদার এদের Developer রা। এবার আসা যাক এর Main Homepage বা Home Tab গুলোতে।

এখানে আপনি Home Tab এ পাবেন আলাদা আলাদা ৫ টি Tab। যার ভেতরে রয়েছে Home, Channels, Downloads, Music, Library Tab।

এটি একটি All In One Application যার ভেতরে আপনি Download করা Audio + Video তো দেখতে পারবেনই তার সাথে YouTube Video ও দেখতে পারবেন।

এর ভেতরে তেমন বেশি Feature নেই। এর Clean Ui + Easy To Use হওয়ার কারনে এটা Recommended থাকবে। বিশেষ করে তাদের জন্যে যাদের এত Feature এর প্রয়োজন হয়না।

অনেকেই আছেন যারা শুধু Ad Free Youtube এর experience টা চান। তেমন Feature না থাকলেও চলে। তাদের জন্যেই এই App টি।

Basic Feature যেমনঃ Picture In Picture, Autoplay Videos, Text Correction, Enable/Disable Watch History, Theme, Accent Colour, Blur Ui, Download Features গুলো পেয়ে যাবেন।

তবে এর Accent Colour, Theme আপনাকে মুগ্ধ করতে বাধ্য। দেখতে এতটা সুন্দর লাগে যা বলার বাইরে। অনেক সুন্দর Aesthetic Vibe দেয় এর Theme গুলো। ভালো লাগবে আশা করছি।
এটিও একটি Open Source App।

নিচে App টির কিছু Screenshots দিয়ে দিচ্ছিঃ

(1) APP NAME : NEWPIPE

APP LINK : https://github.com/polymorphicshade/NewPipe/releases/tag/v0.23.1_r1

আগের App গুলো না চিনলেও এই App টিকে হয়তোবা অনেকেই চিনে থাকবেন। অনেকেই মনে করেন YouTube Vanced এর সাথে Head To Head Comparison এ এই App টিকে Alternative হিসেবে বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

তাই না? হ্যাঁ, আপনি ভুল কিছু ভাবছেন না অবশ্য। কেননা এখানে YouTube Vanced এ থাকা Feature গুলো তো আছেই তার সাথে এর চেয়েও বেশি অনেক কিছুই আছে।

শুরু করি এর Simple Ui দিয়ে। মাত্র ৩ টি Homepage Tab এর মধ্যে দিয়ে এর Ui শুরু। এরপর বাম দিকে Slide করলে দেখতে পারবেন আরো কিছু Options।

Trending, Subscriptions, What’s New, Bookmark Playlists, Downloads, History, Settings এই Option গুলো পাবেন।

এত কিছুতে না গিয়ে Settings এই চলে যাই। প্রথমেই বলি Video Resolution নিয়ে। 2K, 4k, 8k Video Play করতে পারবেন Best Resolution এ।

এছাড়াও আপনি চাইলে External Video Player এর মাধ্যমে Video Play করতে পারবেন। শুধু Video ই না, Audio ও Play করতে পারবেন External Audio Player এর মাধ্যমে।

App Switch এ Minimize করার সময় Background, popup player এ switch করতে পারবেন। main player Fullscreen এ play করতে পারবেন।

Autoplay করতে পারবেন। resume playing করতে পারবেন। volume/brightness gesture ও রয়েছে। এছাড়াও আরো কিছু video + audio features রয়েছে।

এই Application টির মাধ্যমেও আপনি Internal/External SD Card এ Video Download করতে পারবেন। এর Theme- Appearance ও Change করতে পারবেন।

Watch History Resume/Delete/Stop করতে পারবেন অবশ্যই। এছাড়াও Main Page Content, 18+ Content বন্ধ করা, Comment, Thumbnails বন্ধ করা থেকে শুরু করে অসংখ্য ফিচার রয়েছে।

তাছাড়া Sponsor Block Feature তো আছেই। আরো Extra Feature হিসেবে Local Player, Force Auto Fullscreen, Disable Error Reporting, Show Dislike Count Option ও রয়েছে।

তো Overall এখানে প্রচুর Features রয়েছে। এখন বাকীটা আপনার উপর আপনি যে App ই চান Download করে ব্যবহার করা শুরু করে দিতে পারেন। এটিও একটি Open Source App।

নিচে App টির কিছু Screenshots দিয়ে দিচ্ছিঃ

প্রতিটি App ই Stable + Feature এ ভরা। Similar Features ই বেশি। তবে কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। আশা করছি App গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

ভালো লাগলে অবশ্যই জানাবেন আমাকে। পরবর্তী পোস্টের জন্যে যদি কোনো Recommendations থাকে তবেও জানাতে পারেন।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো পোস্টে।
This is 4HS4N
Logging Out…

Exit mobile version