আসসালামু আলাইকুম
অনেক দিন পর লিখতে বসলাম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন।
১০০ তম পোস্টি স্পেশাল রাখতে চায়েও পারি নাই।
কিন্তু আজকের পোস্ট টা কিছুটা হলেও স্পেশাল। শুধু তাদের জন্য যারা YouTube এর বিজ্ঞান বিরতিতে বিরক্ত তাদের জন্য।

কয়েক মাস আগে YouTube Vanced অফিসিয়াল ভাবে তাদের apps বন্ধ করে দেওয়ার নোটিশ দিয়েছে। কারণ গুগল থেকে তারা একটি লিগ্যাল চিঠি পেয়েছিলো। যাই হোক এত গভীরে না যাওয়াই উত্তম।

সেই সাথে ম্যাজিস্ক ও বারটা বাজাইছে।

এখন কাজের কথায় আসি। Original YouTube Prime এর মজা এখনো যদি নিতে চান। তো YouTube Vanced এর বিকল্প নেই। কারণ এটার মত আর কোনো apps দারে কাছে নাই।

যাই হোক বন্ধ হওয়ার পর আমরা অনেক কষ্ট পাইছি। কি আর করার।
কিন্তু আমাদের মত পাগলাদের জন্য YouTube Vanced এর বিকল্প চলে এসেছে বাজারে।

এটির নাম হচ্ছে Vanced Extended
অনেকে হয়তো যাবেন। আবার অনেকে আবার নতুন লাগতে পারে।
আমি বেশ কিছু দিন ব্যবহার করেছি।
শুরুতে আমার কাছে কিছুটা slow মনে হইছে কিন্তু সব ঠিক আছে। হয়তো সামনের আপডেট এ সব কিছু, ঠিক করে ফেলবে।
এটায় অনেক নতুন ফিচার যুক্ত করেছে।
এই apps এর ভিতর ইন্টানাল ডাউনলোড ম্যানাজার add করা আছে।
যার জন্য আর আপনাকে Vitmat, Tubemat, snaptube ব্যাবহার করতে হবে না।
উপরের স্কিশর্ট দেখেই হয়তো বুঝে গিয়েছেন।
এর মধ্যে রয়েছে অন্ধকার মোড (Dark Mod)
Picture in Picture মদে

মানে হইছে কি ভিডিও ব্যাকগ্রাউন্ড এ প্লে করে আরামছে ফেসবুক স্কোলিং, ম্যাসেনঞ্জারে চ্যাটিং সহ ফোনের যাবতীয় আসবার পত্র নাড়াচাড়া করতে পারবেন।
এর পর গান প্লে করে ফোন লক করে,, পকেট এ ডুকিয়ে রাখলেও গান প্লে হতেই থাকবে।
তো এখনো কি দেরি করবেন। চট পট ডাউনলোড করে ফেলুন। লিংক দিচ্ছি।
এর জন্য টেলিগ্রাম লাগবে Link
এট্টু জগা খিচুরি টাইপের পোস্ট করলাম।
এটার ফিচার সম্পর্কে পূর্ন ধারণা পেতে এই পোস্ট এ ঘুরে আসুন
এই পোস্ট এ ফোনে সেট আপ করার সকল প্রসেস দেওয়া আছে।

12 thoughts on "চলে আসলো YouTube Vanced এর বিকল্প YouTube Vanced Extended, Ads কে গুডবাই।"

  1. Avatar photo Fardin Ibteda Asad Contributor says:
    link ঠিক করেন
  2. Avatar photo Jem Subscriber says:
    ios a ki komo way ase vai
  3. Avatar photo Saimun Rassul Contributor says:
    Download option nai?
  4. NazmulNahid Contributor says:
    আগেই ব্যবহার করি।।
  5. Avatar photo Ifran Ahamed Contributor says:
    pc er jonne amon apps ki ache
    1. Md. Omar Faruk Author Post Creator says:
      adsblock use করেন
  6. Avatar photo Md Sojib Hossain Contributor says:
    কই আমার তো YouTube Vanced দিব্যি চলছে! কিছু দিন আগে ইনস্টল করে চালাচ্ছি।
    1. Md. Omar Faruk Author Post Creator says:
      এখানে YouTube Vanced Extended এর কথা বলা হইছে, যাতে YouTube Vanced এর থেকেও বেশি ফিচার আছে।
    2. MiniShuvo Contributor says:
      Vi link ta dewa Jabe YouTube vanced er
    3. Avatar photo Md Sojib Hossain Contributor says:
      যাদের Youtube Vanced লাগবে এখান থেকে ডাউলোড করে নেন। https://youtubevanced.com/
  7. Avatar photo mehedi_shuvo Author says:
    এরকম ডাওনলোড অপশন তো আসছে না। আর আগে ভিডিও তে প্রমোশনাল পার্টটুকু অটোমেটিক স্কিপ হত। সেই অপশনও পাচ্ছি না। ?

Leave a Reply