আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই, আশা করি সকলে অনেক ভালো আছে।
BDIX speed bypass নিয়ে ৩ দিন আগে একটি পোস্ট করেছি, সেখানের বাইপাস পদ্ধতি অনেকেই ব্যবহার করতে সক্ষম হয়েছে। চাইলে পোস্টটি আপনি ঘুরে দেখতে আসতে পারেন।
BDIX Unlimited Speed Bypass করুন ১০০% Working, আর নয় স্লো স্পিড। এখন ডাউনলোড হবে তুফান এর গতিতে,,
তবে এই পদ্ধতি এটাও সহজ ছিলো না। সেই কথা চিন্তা করে, খুব সহজে কিভাবে bdix bypass করা যায় সেটি দেখাবো।
আজকের Panda VPN দিয়ে BDIX speed bypass করবেন সিটি দেখাবো।
এটা সম্পর্কে অনেকের ধারণা আছে। আবার অনেকে নতুন জানতে পারেছেন।
Giveaway এর শর্ত
Giveway End 1:12 যারা কমেন্ট করেছেন অতিশীগ্রয় মেইল পাবেন।
যাই হোক আসল পোস্টে আসি।
প্রথমে Google Playstore থেকে Mozila Firefox ডাউনলোড করে ইনস্টল করুন।
Step 1: কার্ড মেক
১. প্রথমে Namso Gen এ প্রবেশ করুন।
২. BIN দিয়ে কার্ড তৈরি করুন। BIN: 529099000

৩. এবার Working কার্ড চেক করুন এখান থাকে

৪. Working কার্ড চেক করা হলে, কার্ড গুলো কোথাও সেভ করুন। মানে Notepad এ কপি পেস্ট করুন।
Step 2: Panda VPN Prime Account
১. Mozila firefox ওপেন করে গুগল সার্চ করুন Panda vpn pro
২. সার্চ রেজাল্ট আসার পর আমার দেখানো ওয়েব সাইটে প্রবেশ করুন-

৩. তারপর Get Panda VPN লিখায় ক্লিক করুন-

৪. এবার যে নাম্বারটি পাবেন তা কপি করে notepad এ কোথাও লিখে রাখুন। কারণ এটি কাজে লাগবে। তারপর পাসওয়ার্ড দিন আপনার ইচ্ছা মতো। অবশ্যই পাসওয়ার্ড ও উক্ত নাম্বার কোথাও নোট করে রাখবেন। কারণ এট্ট পরই পাসওয়ার্ড ও উক্ত নাম্বারটি লাগবে।

৫. তারপর নিচে দিকে আসে আমার দেখানো ১মাসের Plan টি সিলেক্ট করুন ও তার পর নিচের বাটনে ক্লিক করুন-

৬. এবার payment option নিয়ে আসবে। এখন কার্ড মেক করে নোট প্যাডে যে working কার্ড নাম্বার সেভ করে রেখেন তা দিয়ে সব ফুল ফিল করেন। আর বাকি গুলো আমার মতো বসিয়ে দিয়ে Subscriber বাটন এ ক্লিক করুন-

৭. পেমেন্ট হয়ে গেলে ঠিক নিচের মতো চিহ্ন হয়ে যাবে

Step 3: Account Setup
১. প্রথমে Google play store থেকে Panda VPN Download করুন
যদি আগে থাকে ডাউনলোড থাকে তাহলে পরের ধাপ অনুসরণ করুন।
২. ডাউনলোড করার পর VPN ওপেন করে My Account এ প্রবেশ করুন

৩. এবার নিচের দেখানো সেটিংস অপশনে ক্লিক করুন

৪. তারপর Switch Account যান।

৫. Step 2 Accout করার সময় যে নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে ছিলেন তা বসিয়ে Sign In দিন

৬. এভার হোমপেজে এসে নিচের দেখানো স্থানে ক্লিক করুন

৭. সার্চ box এ Bangladesh লিখে সার্চ করে বাংলাদেশ এ ক্লিক করুন।

৮. এবার কানেক্টেড করুন, দেখুন জাদু

Note: কানেক্টেড করার পর Bkash ওপেন করে দেখে নিন বাংলাদেশ সার্ভার কিনা।
আমার Wifi এ BDIX সমস্যার জন্য Speed দেখাতে পারছিনা। তারজন্য দুঃখিত। তবে এখান থেকে 2-3MB করে স্পিড পাবেন।
তো সকলে ভালো থাকবেন।
কোন সমস্যা হলে ফেসবুক এ জানাবেন FB লিংক
— ধন্যবাদ
Mail:highpopmankausar@gmail.com
ar payment e dilen VISA Card :3
Lol
Kono restriction ki ache??
MasterCard diye o payment hoy visa diye o hoy.. Amar kache jeta valo mone hoyche tai post e diyechi..
apne post e Bin dilen Mastercard er.
diye checker theke live o ber korlen mastercard er
but payment e giye VISA Card dilen keno..
email diyechi akta account diben vai
Live cc checker way ?
ইমেইলঃ saimun.rassul@gmail.com
696969 diye check dileo charge asve?
And visa diye pay kore master bin diye public ke boka banano keno janar issa
Dorjo doren. Dorjo dorle fol valo paben.. Account disable hoy geche.. Sei jonno late hocce. R kichui na
Do joined for bdix speed bypass vpn
https://t.me/bdixzone
shahinofficial14@gmail.com
amisifatrahman1998@gmail.com
Bhai amake pls 1ta den
এটা আসার কারণ কি…?
rjrony658@gmail.com
sdhin2020@gmail.com
একটা দেন দেখি কেমন চলে