Site icon Trickbd.com

[HOT POST ] Picsart Premium account এর দিন শেষ Picsart কে কিভাবে নিজে Mod করবেন চলুন দেখে আশা যাক ।

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। 

আজকে আপনাদের সামনে হাজির হলাম Picsart নিয়ে। আপনি নিজে কিভাবে Picsart কে মডিফাই করবেন এবং সেটাকে মোড করবেন সেটা নিয়ে  আজ বিস্তারিত বলা হবে।

Picsart কি?

Picsart হলো ছবি ইডিটিং করার জনপ্রিয় একটি অ্যাপস। আমরা সবাই কমবেশি ছবি ইডিটিং করতে ভালোবাসি । আমাদের পছন্দের মতো ছবি তোলে সেটাকে ভালো সুন্দর করার জন্য আমরা ইডিটিং করি। যদি ভালো একটি Editing অ্যাপস পাওয়া যায় তাহলে ভালো ইডিটিং করে যাকানাকা করা যাবে ছবিটাকে। ছবিকে যাকানাকা করার জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হলো picsart।আমরা নরমালি পিসি জন্য adobe কানেকশন নিয়ে চলে কিন্তু ফোনে র জন্য তো ভালো একটি অ্যাপস দরকার হয় ।picsart আমাদের মোটামুটি চাহিদা পূর্ণ করে। এখানে ছবি চাহিদার কথা বলে হয়েছে আপনি আবার ওই দিকে যাইয়েন না।

Picsart নিয়ে কিছু কথা :

Picsart যখন প্রথমে রিলিজ হয় তখন তেমন কিছু ছিলো না।  আস্তে আস্তে আপডেট হতে থাকে এবং নতুন নতুন টুলস ব্যবহার করে। আগে আমরা ফ্রীতেই সব টুলস ব্যবহার করতে পারতাম,  কিন্তু এখন অনেক আপডেট হয়েছে অনেক নতুন টুলস ব্যবহার করছে।  যার ফলে এখন ও পাওয়ারফুল টুলস গুলো ব্যবহার করার জন্য তাদের কাছে টাকা দিতে হয় ।মানে একটা চুক্তি করে চালাতে হয়। দিন দিন আরো আপডেট হবে আরো নতুন নতুন টুলস যোগ হবে।

এখন কথা হচ্ছে আমরা সবাই চাই যাকানাক ছবি। কিন্তু কথা হচ্ছে যে যাকানাকা ছবির জন্য যে টুলসটি ব্যবহার করবো সেটা প্রিমিয়ার করে দিতে। মানে তাদেরকে টাকা দিয়ে ওই টুলস ব্যবহার করতে হবে। কিন্তু সবার তো সাধ্য নাই ওই টুলস কেনার কারণ অধিকাংশ আমরা ছাত্র। এতো টাকা কোথায় পাবো। তাই বলে কি আমরা ওই টুলস ব্যবহার করতে পারবো না। হ্যাঁ অবশ্যই পারবেন আর সেটা কেমনে পারেন সেটা আজকে দেখানো হবে। চলুন আর কথা না বলে কাজে নামা যান।

 

 

আমি প্লে স্টোর থেকে picsart ডাউনলোড করলাম ।

 

Antisplit

MT manager

NP manager

দেখেন আমার ছবিকে যাকানাকা করার জন্য আমার থেকে ১৬৯০ টাকা চাচ্ছে যা কিনা আমাকে বিক্রি করলেও হবে না…. মজা করলাম।

আমার দেওয়া লিংক থেকে তিনটি অ্যাপস ডাউনলোড করে নিবেন এবং ইনস্টল করবেন।

প্রথমে আমরা MT manager অ্যাপসটি ওপেন করবো।

কিছু পারমিশন চাইলে দিয়ে নিবেন।

এখন আমরা থ্রী ডটে ক্লিক করবো।

Extract Apk ক্লিক করবো।

যেহেতু আমরা picsart নিয়ে কাজ সেহেতু picsart এর উপরে ক্লিক করবো এবং  extract apk ক্লিক করবো।

দেখতে পাচ্ছেন আমার picsart phone মেমোরিতে চলে আসচ্ছে।

এখন আমরা picsart এর উপরে একটি ক্লিক করবো তখন আমরা view নামে একটি অপশন পেয়ে যাবো সেখানে  ক্লিক করবো।

View ক্লিক করার পর এই রকম চারটি অ্যাপস দেখতে পাবো আমরা base. Apk উপরে ট্যাপ করে ধরে রাখবো তারপর Extract ক্লিক করবো।

এখন আমরা NP manager চলে যাবো।

একটু আগে যেটা extract করলাম সেটার উপরে একটি ক্লিক করবো এবং function ক্লিক করবো।

এখন আমরা remove signature verification ক্লিক করবো।

এখন kill signature verification ++2.0 তে ক্লিক করবো।

এখন simple apk ক্লিক করবো।

দেখতে পাচ্ছেন base_kill2.apk আর একটি অ্যাপস চলে আচ্ছে।

আমরা আবার MT manager এ চলে আসবো। এবং আগে যে অ্যাপসটি কে আমরা extract করলাম base.apk সেই অ্যাপসটি এখন আমরা ডিলিট করে দিবো।

এখন আমাদের একটি অ্যাপস Add করতে হবে। মানে একটু আগে NT manager দিয়ে যেই অ্যাপসটি kill করলাম সেই অ্যাপসটি base.apk যে ডিলিট করলাম সেখানে অ্যাড করে দিবো।

আমরা base_kill2.apk কে রিমেন করবো base.apk দিবো।

আমরা চলে যাবো তৃতীয় নাম্বার অ্যাপসটিতে ।যার নাম antisplit । আমরা এখন antisplit ওপেন করবো।

একটু আগে যে base_kill2.apk রিনেম করলাম সেটা তো picsart অ্যাপস এর ভিতরে ডুকে করছি।  আমরা সেই picsart অ্যাপটিকে সিলেক্ট করে দিবো এবং merge ক্লিক করবো।

দেখতে পাচ্ছেন আমার merge করা শেষ।

আবার MT manager ওপেন করবো এবং একটু আগে যে merge করছি সেই অ্যাপসটির উপরে একটি ক্লিক করবো।

এখন আমরা view তে চলে যাবো।

এখন কথা হচ্ছে যে class যতগুলো ফাইল আছে তার নিচ থেকে সব ফাইল সিলেক্ট করবো এবং উপরের কিছু ফাইল সিলেক্ট করবো।

 

 

এখানে দেখেন আমি যেগুলো রাখছি আপনি ঠিক সেই গুলো রাখবেন এবং বাকি গুলো ডিলিট করে দিবেন।

ডিলিট করা শেষ হলে আমরা যেকোন একটি class ক্লিক করবো এবং Dex editor plus ক্লিক করবো।

এখানে সব গুলো classes কে সিলেক্ট করে ওকে তে ক্লিক করবো।

তারপর search এ ক্লিক করবো এবং পরে start a new search ক্লিক করবো।

এখানে search লিখবো subscriptionh

এবং search type দিবো method name তার search subdirectories মার্ক করে দিবো এবং exao.. match আনমার্ক করে দিবো। তারপর ওকে ক্লিক করবো।

তারপর একটু রেজাল্ট আসবে তার উপরে ক্লিক করবো।

 

তারপর। ১৯৩ লাইন খুজে বের করবেন এবং আমি যেখানে পয়েন্ট রাখছি সেই জায়গায় রেখে goto তে ক্লিক করবেন।

আগের মতো এইটাও সেম কাজটা করবেন ৩১৫৫ টা খুজে বের করে goto তে ক্লিক করবেন।

এখন আমরা const/4 v0,0x0 এইটা খুজে বের করবো এবং  ,0x0 এখানে 0x1 করে সেইভে ক্লিক করবো।

সেইভ করা হলে back ক্লিক করলে এই রকম পপ আসবে আপনি save and exit ক্লিক করবেন।

আবার ও back দিলে এইরকম পপ পাবেন এখানে auto sing মার্ক করে ওকে তে ক্লিক করবেন।

আমাদের কাজ শেষ এখন আমরা picsart কে ইনস্টল করবো ।

দেখতে পাচ্ছেন আমি যাকানাকা টুলসটি ব্যবহার করতে পারছি ।তাকে কোন টাকা দিতে হয় না।

এখন আপনি সকল টুলস ব্যবহার করতে পারবেন কোন ঝামেলা করবে না। তো আজ এই পর্যন্তই থাক পরে না হয় অন্য কিছু নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

বি:দ্র : সবাইকে বলছি স্কিনসর্ট দিয়ে তো মনে কথা বলা যায় না তাই কষ্ট করে যদি সব লেখা পড়েন আশা করি আপনি বুঝতে পারবেন। যদি না পারেন আমি তো আছি আপনাদের পাশে।

Facebook

Telegram

YouTube