আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। 

আজকে আপনাদের সামনে হাজির হলাম একটা ব্রাউজার নিয়ে ।এটাকে আবার vpn এবং file transfer অ্যাপস ও বলতে পারেন। আচ্ছা একটা কি ভাবেছেন ?  অ্যাপস যেহেতু তিনটি নাম দেওয়া যায় সেহেতু একটা প্রিমিয়ার লেভের অ্যাপস হবে ।হ্যাঁ আসলেই অ্যাপসটি প্রিমিয়ার লেভের। অ্যাপস নাম তো বলো হলো না…  নাম হলো Aloha browser +private Vpn.

 

Aloha Browser + Private Vpn কি?  

Aloha browser হলো একটা ফাস্ট ব্রাউজিং অ্যাপস এবং সাথে থাকছে vpn যেখানে আপনি ৬০+ দেশের সার্ভার পাচ্ছে এবং  সাথে পাচ্ছে ওয়াইফাই ফাইল ট্রান্সফার। আমরা সবাই vpn ব্যবহার করি তার জন্য আলাদা অ্যাপস লাগে কিন্তু এই ব্রাউজারের ভিতরে আপনি সেই সুবিধাটা পেয়ে যাচ্ছেন। এবং ওয়াইফাই ফাইল ট্রান্সফারের জন্য তো আলাদা অ্যাপস লাগে সেটাও আপনি এই অ্যাপসে পেয়ে যাচ্ছেন।

এখন মূল কথায় আসি  এই অ্যাপসটির  ভিতরে যে extra future গুলো আছে সেগুলো premium মানে টাকা দিয়ে ব্যবহার করতে হবে। কিন্তু টাকা না নিয়ে কিভাবে ব্যবহার করা যায় এবং সেটা মোড করা যায় সেটা আজ দেখাবো। চলুন শুরু করা যাক।

যা যা লাগবে  :

MT manager

NP manager

দেখতে পাচ্ছেন কি পরিমাণ টাকা চাচ্ছে ।

প্রথমে আমরা MT manager এ চলে যাবো ।

তারপর থ্রী ডটে ক্লিক করবো এবং তারপর extract apk তে ক্লিক করবো।

তারপর আমরা aloha browser টার উপর একটা ক্লিক করবো এবং extract apk তে ক্লিক করবো।

তারপর দেখতেই পাচ্ছে আমার অ্যাপস extract হইছে কিন্তুু সেটা apk mode নাই তাই তাকে apk করতে হবে।

এখন আমরা NP manager চলে এবং ওই extract করা ফাইলটিকে apk তে কনভার্ট করবো।

আমাদের apk মোড হয়ে গেলে আমরা আবার MT mamanager চলে আসবো এবং  convert করা apk তে ক্লিক করে view তে চলে যাবো।

এখন আমরা অনেক গুলো classes ফাইল দেখতে পাবো সেখান যেকোন একটির উপর ক্লিক করবো এবং Dex editor plus ক্লিক করবো।

এখন সব গুলো classes ফাইল মার্ক করে ওকে তে ক্লিক করবো।

এখন strings চলে যাবো এবং filter চলে যাবো।

Filter লিখবো premiumuser তারপর ওকে তে ক্লিক করবো ।

এখন আমরা ispremiumuser একটি ক্লিক করবো।

Ispremiumuser উপর ক্লিক করলে এই রকম সার্চ অপশন আসবে আমরা যেটা লেখা থাকবে সেটাই সার্চ করবো।

এখন a63 ফাইলের ভিতরে মার্ক করা ক্লিক করবো।

এখন থ্রী ডটে ক্লিক করবো এবং search চলে যাবো।

এখন নিচে সার্চ অপশন পাবেন সেখানে আপনি )Z লিখে next ক্লিক করবেন।

তারপর Move-result v0 এই লেখা দেখতে পাবেন। যত জায়গায় এই লেখাটা থাকবে তত জায়গায় এই লেখা টা edit করে const/4 v0, 0x1 করে দিবেন ।

 

মোটামুটি ছয়টার মতো পাবেন সব গুলো পরিবর্তন করে দিবেন।

এখন উপরে সেইভ অপশন পাবেন সেইভ করে নিবেন তারপর বেক চলে আসবো।

এখন save and exit ক্লিক করবো।

Auto sing মার্ক করে ওকে ক্লিক করবো এখন আমাদের কাজ শেষ এখন আমরা অ্যাপসটি ইনস্টল করবো।

দেখতে পাচ্ছেন এখন আমি premium মোডে আছি

দেখতে পাচ্ছেন আমি premium সার্ভার গুলো ব্যবহার করতে পারছি। আশা করি সবাই বুঝতে পারছি পরীক্ষা চলছে যার জন্য পোস্ট করা হচ্ছে আশা করি পরবর্তী পোস্টে ভালো কিছু পাবেন। তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।

বিঃদ্র : আমি দুঃখিত আমার মনে ছিলো না ফন্ট পরিবর্তন করতে যখন ছবি edit করছি তখন মনে পরছে ।

এই অ্যাপসটি এবং ভিডিও দুইটাই টেলিগ্রাম এবং পেইজে পেয়ে যাবেন।

Facebook

Page

Telegram

YouTube

26 thoughts on "[Hot Post ]( পর্ব ৬) Aloha Browser কে কিভাবে নিজে মোড করবেন এবং তার গুরুত্বপূর্ণ টুলস গুলো কি তা দেখে আসি।"

  1. Sohag21 Author says:
    অনেক বড় উপকার করলেন। ? আসলেই এটার দরকার ছিলো। অনেক ধন্যবাদ আপনাকে ?
    1. abir Author Post Creator says:
      Wlc
  2. Md Sazzad Contributor says:
    Bd server acea vpn?
    1. abir Author Post Creator says:
      Na vaiya
    2. না ভাইয়া।
  3. Abdullah Junayet Contributor says:
    Opera browser er moto kono app nai ? jetay vpn symbol show korena
    1. abir Author Post Creator says:
      Opera not best bro …….আপনি যেটা ব্যবহার করেন সেটা আপনার ব্যক্তিগত ভাবে ভালো থাকে কিন্তু সেটা যে বেস্ট এমন না। opera অনেক ভালো ভালো ব্রাউজার আছে।
    2. SN Jiku Author says:
      আপনি Puffin Browser ব্যবহার করতে পারেন। এখানে বিল্ট-ইন VPN আছে যা show করবে না। আপনি এটি ব্যবহার করে দেখতে পারেন।
    3. অপেরা ওতো ভালো না।
  4. Abdullah Junayet Contributor says:
    best bolinai ami ,apnar kache jante caichi ache kina .
    1. abir Author Post Creator says:
      aami prothom pera setai mone korcilam. Ase
    2. Abdullah Junayet Contributor says:
      share koiren tahole.
    3. ভালো কমেন্ট করেছেন।
    1. abir Author Post Creator says:
      Tnq
    1. abir Author Post Creator says:
      Tnq
  5. Robiul Contributor says:
    Puffin browser kren bhai. Telegram a diyen
    1. abir Author Post Creator says:
      Asbe vai
    2. আসবে তো।
  6. Shakib Expert Author says:
    Really Loved The Way you Post ⚡
  7. Nur_Tarikul_Islam Contributor says:
    vai Lightroom mod post ta ki apni korechilen??? khoje paccina
    1. না এটা এনি করেন নি।
  8. অনেক ভালো এখন থেকে এটা ব্যবহার করবো।
    1. abir Author Post Creator says:
      Good ok
    2. জি ধন্যবাদ।

Leave a Reply