আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। 

আজকে আপনাদের সামনে হাজির হলাম অ্যাপস মোড নিয়ে। আজকে টপিক হলো reface কিভাবে মোড করবেন। Reface একটা premium অ্যাপস আর এটি যদি ব্যবহার করতে চান আপনাকে অবশ্যই ৩০০০+ টাকা ঘনতে হবে। যেটা কিনার সবার পক্ষে সামর্থ থাকে না । আজ দেখাবো কিভাবে ৩০০০+ টাকা ছাড়া ব্যবহার করতে হয়।

Reface কি?

আচ্ছা একটা উদাহরণ দেওয়া যাক :

আমরা সবাই কম বেশি Hollywood, Bollywood মুভি গুলো দেখে থাকি। তাদের কিছু ছিন আমাদের ভালো লাগে এবং  কিছু গানের কলি আমাদের ভালো লাগে ।এখন কথা হচ্ছে এই যে ভালো লাগার ছিন টুকু অবশ্যই কোন নাইকা করেছে তাই না। কেমন হয় যদি ওই নাইকার জায়গায় আপনার ফেইজ দেওয়া হয়। একটা ফ্যানি হয়ে যায় ঠিক না। মোট কথা হচ্ছে অন্য জনের ছিনে নিজের ছবি বসনোটাই reface ।lতো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক।

যা যা লাগবে : 

১) MT manager

২) NP manager 

অ্যাপস গুলো টেলিগ্রামে পেয়ে যাবেন।

 

দেখতেই পাচ্ছেন আমাদের থেকে ৩,৯০০ টাকা চাচ্ছে লাইফটাইমের জন্য। এখন আমরা এইটা বাইপাস এবং মোড করবো।

প্রথমে আমরা MT manager চলে যাবো।

তারপর আমরা থ্রী ডটে ক্লিক করবো।

তারপর extract apk তে ক্লিক করবো।

এখন আমরা reface সিলেক্ট করে extract ক্লিক করবো।

দেখতে পাচ্ছেন আমরা extract হয়ে গেছে।

এখন আমরা চলে যাবো NP manager তারপর extract করা অ্যাপসটি খুজে বের করবো এবং এই apks টা আমরা apk মোডে কনভার্ট করবো। তাই convert to apk ক্লিক করবো।

 

এখন আমরা আবার MT manager চলে যাবো এবং এখন যে NP manager দিয়ে apk মোড করলাম সেটার উপরে ক্লিক করবো এবং  view তে চলে যাবো।

এখন আমি যেই ফাইল গুলো রাখছি আপনি সেম রাখবেন এবং বাকি সবগুলো ফাইল ডিলিট করে দিবেন।

এখন আমরা যেকোন একটা classes ফাইলের উপর ক্লিক করবো এবং Dex editor plus দিয়ে ওপেন করবো।

 

এখন আমরা সবগুলো classes ফাইল সিলেক্ট করে ওকে তে ক্লিক করবো।

তারপর আমরা চলে যাবো search এ তারপর start a new search ক্লিক করবো।

 

সার্চ বক্সে getpropurchased লিখে এবং method name সিলেক্ট করে ইন্টার করবো।

১৩ নং ছবির মতো আসবে আপনি প্রথমতায় ক্লিক করবো।

 

তারপর 75 নং const/4 v2, 0x0 কে রিনেম করবো। const/4 v2, 0x1 করবো।

তারপর ৭৭ এবং 83 নং লাইনে if-nez করে দিবো।

 

 

এখন ২১৫ const/4 v2, 0x1 করে দিবো।

তারপর ২৯৯ নং Rename করে const/4 v2, 0x1 করে দিবো।

 

তারপর বেক ক্লিক করবো এবং save and exit ক্লিক করবো।

তারপর auto sing মার্ক করে ওকে ক্লিক করুন আপনার কাজ শেষ। এখন আপনি অ্যাপসটি ইনস্টল করে এবং বন্ধুদের সাথে মজা নেন।

তো আজ এই পর্যন্ত থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন । ভিডিও আকারে পেইজ এব টেলিগ্রামে পেয়ে যাবেন।

Facebook

YouTube

Page

Telegram

দুঃখিত পোস্টের জন্য। স্কিনসর্ট আগে করা ছিলো যার জন্য ফন্ট পরিবর্তন করা হয়নি

23 thoughts on "[Hot Post ] ( পর্ব ৭) Reface কে নিজে মোড করে বন্ধুকে বানিয়ে ফেলুন নায়ক।"

  1. Sohag21 Author says:
    বন্ধুরা কেন আমাদের কি নায়ক হওয়ার যোগ্যতা নাই আর একি ভাই এবার আর এন্টিসপ্লিট এর প্রয়োজন হবে না ? কিন্তু পোস্ট খুব সুন্দর হয়েছে। ?
    1. abir Author Post Creator says:
      ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া অবশ্যই আপনার নায়ক হবার যোগ্যতা আছে।
  2. Sohag21 Author says:
    ধন্যবাদ। কিন্তু এবার আর Anti Split অ্যাপ এর ব্যবহার করলেন না যে। গতবার এই Anti Split এর কারণেই মাঝরাস্তায় এসে Picsart Mod করতে পারিনি। ?
    1. abrno34 Author Post Creator says:
      accha android version koto apnar
  3. Rajib Contributor says:
    ভাই যে কোন অ্যাপ মোড করতে পারব এরকম নিয়ে টিউটোরিয়াল করেন।
    1. abir Author Post Creator says:
      Asbe vai
  4. Md Abdus Sabur Legend Author says:
    Mod করার পর ওই অ্যাপস টা ও পোস্ট দিয়ে দিবেন। তাহলে ভাল হয়। আপনার আপস টা ইন্সটল হয়েছে বা এটা যে কাজ করছে সেরকম কোনো প্রুভ নাই পোস্টে এভাবে পোস্ট না করাই ভালো।

    অনেক সময় এমটি ম্যানেজার দিয়ে কাজ করার আপস Open হয়না বা কাজ করেনা প্রিমিয়াম হয়ছে কি না এগুলো প্রমাণসহ দেখানো ভালো।

    কষ্ট করে পোস্ট করার জন্য ধন্যবাদ।

    1. abir Author Post Creator says:
      ভাইয়া সব পোস্ট প্রমাণ দেই যেহেতু আগে সস দেওয়া ছিলো তাদের ভিতরে পাইনি তাই দেওয়া হয়নি। আজ পর্যন্ত এমন কোন পোস্ট নাই যে ট্রিকটা কাজ করেনি টেলিগ্রামে অ্যাপসটি দেওয়া আছে চাইলে দেখতে পারেন।
  5. MD Musabbir Kabir Ovi Author says:
    ভেবেছিলাম আমি পোস্ট করবো??

    যায় হোক করেছেন,,, অনেক ধন্যবাদ

    1. abir Author Post Creator says:
      আগে বলতেন ভাই ।ধন্যবাদ
  6. rayhanriad24 Contributor says:
    faceapp mod nia ekta post koren please ?
  7. abir Author Post Creator says:
    আসবে ভাইয়া ।
  8. Md. Sohag Sarkar Contributor says:
    Imo,Telegram, infinite Disiner, painter, এই অ্যাপস গুলো এবং প্রতিদিন ব্যাবহৃত অ্যাপ গুলো আগে দেওয়ার চেষ্টা করেন ভাই
  9. TECH_PAGLA Contributor says:
    ধন্যবাদ ভাই❤️এরকম আ্যপ মুডিংয়ের পোস্ট আরাও চাই part by part সিরিজ দিয়েন।
    আর একটি পোস্ট দিয়েন কিভাবে সকল সকল আ্যপ মূড করতে পারবো।
    জানি এক মেতডে সকল মুড করা যায় না।কিন্ত যেগুলা হয় হালকা একটু ধারনা দিয়েন।
    1. abir Author Post Creator says:
      Asbe vaiya
  10. monir01318 Contributor says:
    Vai mod apps ta ki deya Jabe?
    1. abir Author Post Creator says:
      Telegram a ase
  11. Rakib Author says:
    ধন্যবাদ। আমার শালিকার ফটো ইডিট করে নায়িকা বানিয়ে দিছি অনেক খুশি হয়েছে
    1. abir Author Post Creator says:
      Accha. GD
  12. Shakib Expert Author says:
    Thanks again For amazing Content ?
  13. Tahasan Tanvir Contributor says:
    mod apps ar link ta diben
    1. abir Author Post Creator says:
      Telegram a deoya ase
  14. abir Author Post Creator says:
    wlc

Leave a Reply