Site icon Trickbd.com

এশিয়া কাপ এর সবগুলো ম্যাচ দেখুন ফ্রিতে,,

Unnamed

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই। আজ থেকে শুরু হওয়া এশিয়াকাপ এর ম্যাচ গুলো আপনার ফোনে ফ্রিতে যে ভাবে দেখবেন,  সেই নিয়ে একটি apps শেয়ার করবো। Apps টি নতুন। তবে ডিজাইন খুব ইউনিক ও সুন্দর। যার ফলে যে কোন ফোনে সহজে চলবে, এবং যারা low version এর Android use করেন তাদের ফোনে ও চলবে। এই সাথে ওয়েবসাইট এ কিভাবে দেখবেন তাও জানাবো।

আজকে ২৭ আগষ্ট,  এশিয়া কাপ এর প্রথম ম্যাচ শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান এর ম্যাচ দিয়ে শুরু হবে।
বাংলাদেশ এর প্রথম ম্যাচ ৩০ আগষ্ট যা এই আফগানিস্তান এর বিপক্ষেই। ম্যাচ শুরু হবে রাত ৮টায়।
এবং ১১ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।

যাইহোক অ্যাপস এর কথায় আসি। apps এর নাম PikuTV
apps টি প্রথমে

এই লিংক থেকে

ডাউনলোড করুন। মাত্র ৬MB

এরপর apps ওপেন করলে ঠিক এমন আসবে
এখানে প্রতিদিনকার লাইভ খেলা গুলো সিরিয়াল অনুযায়ী পাবেন schedule সহ।

যে কোন একটার উপর ক্লিক করলে মাল্টিপল লিংক পাবেন। মানে যদি অনেক গুলো লিংক যুক্ত থাকে তাহলে লিংক দেখাবে,
তারপর লিংক এ ক্লিক করলে ভিডিও প্লে হতে থাকবে। কোন প্রকার ব্রাফার ছাড়াই

তারপর উপরে দেখানো স্থানে ক্লিক করে, কোয়ালিটি চেঞ্জ করে নিতে পারবেন।

তারপর আরো একটি ইন্টারেস্টিং ফিচার নিয়ে কথা বলবো।
সেই ফিচারটি হচ্ছে Network Streaming এটা যেই সেই নেটওয়ার্ক স্টিমিং নয়।
ধরেন কোন ওয়েব সাইটে খেলা দেখতেছেন।  কিন্তু সেই ওয়েবসাইট অনেক Ads যার জন্য খেলা দেখতে অসুবিধা হচ্ছে। এমন হলে শুরু অই ওয়েবসাইট এর খেলার পেজ এর url টা কপি করুন।
ধরেন লিংক Google.com এবার গুগল https://google.com এর শেষ এ (?type=web) বসাবেন, মানে https://google.com/?type=web তাহলে যে কোন ওয়েবসাইট এর লিংক প্লে হয়ে যাবে।
এমন না করে ও কিছু লিংক প্লে হয়ে যাবে। না হলে link এর শেষ এ (?type=web)। লিখে ট্রাই করবেন।
না বুঝলে ভিডিও টি দেখুন

এটা পাওয়ার জন্য সাইডার থেকে Network Streaming এ যাবেন
তারপর এই বক্স এ লিংক বসাবেন

এছাড়া Channels Option ও অনেক চ্যানেল পাবেন। এখন নেই তবে আস্তে আস্তে সব add করে দেওয়া হবে
খেলা শেষ হলে Highlighted সেকশন এ খেলার হাইলাইট পাবেন।

এই হচ্ছে apps এর ফিচার।

এখন আসি ওয়েবসাইট সাইট এর কথায়। ওয়েবসাইট এ খেলা দেখার জন্য সিম্পল আপনার ফোন থেকে Google এ Durbinlive লিখে সার্চ করুন
বা এই লিংকে প্রবেশ করুন।
তাহলে নিশ্চিত খেলা দেখতে পারবেন।
এছাড়া apps এ কোন সমস্যা হলে টেলিগ্রামে জানাতে পারবেন৷ Telegram