আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

বরাবরের মতো আবার ও হাজির হলাম মোড নিয়ে।  আজকে টপিকটা হচ্ছে poster maker মোড নিয়ে। আমরা সবাই কম বেশি YouTuber,  blogger আমাদের পোস্টার লাগে thumbnail সেট করার জন্য।thumbnail যত ভালো হবে মানুষের দেখার ইচ্ছে তত বেড়ে যাবে।

Poster maker কি?

Poster maker কে আর একটা নাম দেওয়া যায় সেটা হচ্ছে thumbnail maker। একটা thumbnail maker apps এর মতো কাজ করে তাই বেশি কথা না বলে কাজে চলে আছি। মোট কথা হচ্ছে এই অ্যাপসটি ব্যবহার করতে হলে আপনাকে তাদের আছে মোটামুটা একটা amount দিতে হবে। কিন্তু আমারে আজ শিখবো কিভাবে সেই মোটা অংকের টাকা না দিয়ে ব্যবহার করা যায়। চলুন শুরু করা যাক।

যা যা লাগবে :

1) MT Manager

2) NP Manager

 

 

১)দেখতেই পাচ্ছেন কি পরিমাণ টাকা চাচ্ছে।

২) প্রথমে আমরা চলে যাবো MT manager এবং থ্রী ডটে ক্লিক করবো।

৩) তারপর extract apk চলে যাবো।

৪) তারপর poster maker অ্যাপসটি সিলেক্ট করে extract apk ক্লিক করবো।

৫ ) extract হয়ে গেলে আমরা চলে আসবো NP manager এ ।তারপর extract করা অ্যাপসটি সিলেক্ট করে convert to apk ক্লিক করবো।

৬) apps টি   convert হয়ে গেলে আমরা আবার MT manager চলে যাবো। এবং convert করা অ্যাপসটির উপর একটা ক্লিক করবো এবং view চমেক যাবো।

৭ ) এখন কথা হচ্ছে আমি যেই ফাইল গুলো রাখছি আপনিও সেই ফাইল গুলো রাখবেন এবং বাকি সব ডিলিট করে দিবেন।

৮) তারপর দুইটা classes ফাইল থেকে যেকোন একটার উপর ক্লিক করেন এবং Dex editor plus দিয়ে ওপেন করেন।

৯)তারপর classes দুইটা সিলেক্ট করে ওকে ক্লিক করবো।

১০) তারপর search. > start a new search চলে যাবো।

১১) আমার দেওয়া টেক্স গুলো কপি করে সার্চ বক্সে পেস্ট করবেন এবং  search type>  class name রাখবেন ।

com.thmobile.postermaker.activity.PurchaseActivity

 

১২) তারপর প্রথমটায় চলে যাবো

১৩) তারপর থ্রী ডটে ক্লিক করে search এ চলে যাবো।

১৪) এখন সার্চ বক্সে লিখবো ()z তারপর next click ক্লিক করবো এবং g()z খুজে বের করে goto চলে যাবো।

১৫) তারপর .cond 11 খুজে বের করে তার নিচের লাইন রিনেম করে const/4 v0, 0x0 থাকবে আপনি const/4 v0, 0x1দিয়ে তারপর সেইভ ক্লিক করবেন।

১৬) তারপর দিবেন এবং save and exit ক্লিক করবেন।

তারপর auto sign মার্ক করে ওকে ক্লিক করবো এবং আমাদের অ্যাপসটি ইনস্টল করবো।

দেখতে পাচ্ছেন আমাকে premium করে দিছে এখন আর মোটা অংকের টাকা লাগবে না। তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

বি:দ্র : অ্যাপস এবং ভিডিও দুইটাই YouTube এবং টেলিগ্রাম এবং পেইজে পেয়ে যাবেন। 

Facebook

YouTube

Telegram

Page

19 thoughts on "[Hot Post](পর্ব ১১) অন্য জনের মোড ব্যবহারের দিন শেষ এখন নিজেই মোড করে নিন Poster maker অ্যাপস"

  1. TAHER Author says:
    সুন্দর পোস্ট ❤️
    1. abir Author Post Creator says:
      Tnq
    1. abir Author Post Creator says:
      Tnq
    1. abir Author Post Creator says:
      Tnq
    2. Levi Author says:
      wlc.
  2. shamiulahamed Contributor says:
    Faceapp ki mod kora jay na?
    1. abir Author Post Creator says:
      Ok
  3. Arif2021 Contributor says:
    Evabe ki Kono vpn premium kora jabe
  4. N.A.Khan Contributor says:
    খুবই হেল্প ফুল পোস্ট
    thanks brother
    1. abir Author Post Creator says:
      Wlc
  5. Nazmul Islam Author says:
    একেক এপ মড করতে একেক রকম সিস্টেম।নিউ গুলা কিভাবে করবো।আপনি যা সিখাচ্ছেন সেটাই কেবল করতে পারবো আর বাবি গুলা কিভাবে করবো সেটা শিখান
    1. abir Author Post Creator says:
      ধৈর্য্য ধরেন আসবে।
  6. 4HS4N Author says:
    Joss vai ??
    Thanks a lot for this one!
  7. Minhaj sakib Expert Author says:
    osthir again??
  8. Prince? ?? Contributor says:
    ভাই imo mod নিয়ে পোস্ট দিতে বলেছিলাম? হয়তো আপনি ব্যর্থ!
    1. abir Author Post Creator says:
      আমি ব্যর্থ সে আপনি কিভাবে জানেন ভাই । কয়টা মোড লাগবে আপনার। আর মাত্র এতটা পোস্ট হতে পারে মোড নিয়ে আর হবে না আর সেটা হয়তো telegram নিয়ে। তা না হলে আপনার IMO নিয়েও করতাম ।
    2. Prince? ?? Contributor says:
      ধন্যবাদ ভাই।
      বুঝতে পেরেছি বেপারটা

Leave a Reply