আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
অনেক দিন আবার আপনাদের সামনে হাজির হলাম মোড ।আজকে মোড টা খুব ইস্টারেস্টিং হতে চলেছে। আজকের টপিক হলো telegram মোড নিয়ে। তো চলুন শুরু করা যাক।
Telegram কি?
একটা উদাহরণ দেওয়া যাক , আমরা সবাই কম বেশি ভার্চুয়াল মানে social account করে থাকে। এখন আবার কথা হচ্ছে social account কি? আমরা যে Facebook, instragram, linked etc যে সাইট গুলো ব্যবহার করে থাকি সেইগুলো social account। আর তারপর ভিতরে আমরা messenger ব্যবহার করি মনের কথা আদান প্রধান এর জন্য। messenger মতো telegram কিন্তু messenger থেকে telegram এ একটু বেশি সুযোগ সুবিধা আছে। telegram এ অনেক কিছু করা যায় আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন। এখন মেইন কথায় আসি telegram update হওয়ার সাথে সাথে নতুন নতুন future আনে। এবং কিছু future তারা premium করে রাখছে ।সেই গুলো ব্যবহার করতে হলে তাদেরকে অবশ্যই payment করতে হবে। আজকে দেখাবো কিভাবে payment করা ছাড়া ব্যবহার করা যায় সেই premium future গুলো।
Telegram Mod সুবিধা ?
- আপনি নরমালি group and channel 500 পাবেন। মোড করার পর তা 1000 হবে।
- Pin chat নরমাল ৫ টা পাবেন। মোড করার পর ১০ পাবেন।
- Public link নরমাল ১০ টা। মোড করার পর ২০ পাবেন।
- Saved Gifts নরমাল পাবেন ২০০ ।মোড করার পর ৪০০ পাবেন।
- Favorite sticker যেখানে ৫ টা রাখতে পারেন আর মোড করার পর ১০ টা রাখতে পারবেন।
ছাড়াও আরো কিছু সুযোগ সুবিধা পাবেন।
Telegram মোড অসুবিধা?
- প্রথম কথা হচ্ছে আমি যেই মোড ট্রিক শেয়ার করছি সেটায় আপনি কয়েক টা future ব্যবহার করতে পারবেন না। তার ভিতরে আমার চোখে পরেছে ১) Premium sticker সেড হয় না। ২) 500 উপরে channel জয়েন করা যায় না ।
যা যা লাগবে :
- MT manager
- NP manager
- Antisplit
তো এখন শুরু করা যাক ।
১) প্রথমে আমরা MT manager এ চলে যাবো।
২) তারপর থ্রী ডটে ক্লিক করবো।
৩) তারপর extract apk ক্লিক করবো।
৪) তারপর telegram সিলেক্ট করে extract apk ক্লিক করবো।
৫) Extract হয়ে গেলে আমরা telegram এর উপরে একটা ক্লিক করবো তারপর view তে চলে যাবো।
৬) তারপর base.apk টাকে ট্যাপ করে দরে রাখবো এবং extract ক্লিক করবো।
৭) এখন আমরা NP manager চলে যাবো।
৮) তারপর base.apk খুজে বের করে তার উপরে একটা ক্লিক করবো এবং function চলে যাবো।
৯) তারপর আমরা removed signature verification ক্লিক করবো।
১০) তারপর kill signature verification ++2.0 চলে যাবো।
১১) তারপর simple apk ক্লিক করবো।একটু সময় লাগবে signature হতে।
১২) Signature হয়ে গেলে আমরা আবার MT manager চলে যাবো। এবং যেই base.apk টা extract করছি সেটা ডিলিট করে দিবো ।
১৩) একটু আগে যে base.apk কে signature removed করছি সেটার উপর ট্যাপ করে ধরে রাখবো এবং add ক্লিক করবো।এবং রিনেম করে base.apk করে দিবো।
১৪) এখন আমরা চলে যাবো Antisplit এ
১৫) এখন আমরা telegram extract করা সেটা সিলেক্ট করে দিবো এবং marge ক্লিক করবো।
১৬ )আমাদের marge হয়ে গেলে আমার টেলিগ্রামের উপর একটা ক্লিক করবো এবং view তে চলে যাবো।
১৭) তারপর যেকোন একটা classes ফাইলের উপর ক্লিক করবো।
১৮) তারপর সবগুলো সিলেক্ট করে ok ক্লিক করবো।
১৯) তারপর search চলে যাবো এবং start a new search ক্লিক করবো।
২০) তারপর সার্চ করবো userconfig এবং search type থাকবে class name তারপর ok ক্লিক করবো।
২১) এখন usercofig ক্লিক করবো।
২২) তারপর compass মতো আইকন চলে যাবো।
২৩) তারপর ispremium খুজে বের করে তারপর উপর ক্লিক করবো।
২৪) এবং এখানে যা যা বলা হইছে সেটাই করবো।
২৫) Move-result p1 পরিবর্তন করে const/4 p1, 0x1 করে দিবো।
const/4 v1, 0x0 পরিবর্তন করে const/4 v1, 0x1
এবং ১৮৩৫ নং লাইনে const/4 v1, 0x1 এটা অ্যাড করে দিবো। তারপর সেইভ ক্লিক করবো।
২৬) এখন বেক দিবো এবং savw and exit ক্লিক করবো।
২৭) এখন auto sign মার্ক করে ওকে ক্লিক করবো।
২৮) তারপর আমি যেই ফাইল গুলো রেখেছি আপনি ও সেই ফাইল গুলো রেখে বাকি গুলো ডিলিট করে দিবেন।
এখন কাজ শেষ আমরা Telegram app টা ইনস্টল দিবো।
দেখতে পাচ্ছেন আমার account premium subscribe হয়ে গেছে । তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
বি:দ্র : আমি ১ সপ্তাহের বেশি সময় ধরে ব্যবহার করছি কোন account ban হয় নাই ।যদি কারো account ban হয়ে যায় তার জন্য আমি এবং trickbd দায়ী থাকবো না। এটা আপনার ইচ্ছে হলে ব্যবহার করতে পারেন না হলে নাই।
অ্যাপস এবং ভিডিও টেলিগ্রাম এবং YouTube or page এ পেয়ে যাবেন ।
কোন উপায় থাকলে বইলেন ?
jdi all feature kaj korar moto way pan amak o janayen ?
আপনি কি আর এই ধরনের টিউটোরিয়াল দিবেন না?