আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজকের টপিক কি সেটা অবশ্যই টাইটেল দেখে বুঝতে পারছেন তো বেশি কথা না বলে কাজে আশা যাক।
Microsoft Team Vs Zoom কি ?
মাইক্রোসফ্ট টিম এবং জুম হল দুটি জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং ওয়েবসাইট বা অ্যাপস বলতে পারেন। আমরা সবাই কম বেশি গ্রুপে কথা বলে থাকি না দরকার হয় তখন আমরা Zoom বা Microsoft Team ব্যবহার করে থাকি। এই দুইটার ভিতরে কি কি পার্থক্য এবং কার কত capacity আছে কার security কেমন শক্তিশালী এবং কারে কত সময় ধরে মিটিং করা যাবে যাবতীয় বিষয় আজকে তুলে ধরবো।
Microsoft Team Vs Zoom পার্থক্য?
Microsoft Team
- বিনামূল্যে পরিকল্পনা পাওয়া যায়।
- প্রদত্ত পরিকল্পনা পরিসীমা প্রতি মাসে প্রতি ব্যবহারকারী জন্য $0-$20 ।
- অংশগ্রহণকারী ক্ষমতা হলো ৩০০ জন পর্যন্ত।
সুবিধা :
- কম মূল্যে পাওয়া যায়।
- প্রদত্ত পরিকল্পনার জন্য ৩০ দিনের বিনামূল্যের ট্রায়াল পাওয়া যায়।
- নিরাপত্তা জন্য শক্তিশালী খ্যাতি লাভ করেছে।
অসুবিধা :
- বাষিক সাবস্ক্রিপশন প্রয়োজন।
- গ্লিচি হতে পারে।
- Non-Microsoft অ্যাপস ইন্টিগ্রেশন সীমিত ।
Zoom
- বিনামূল্যে পরিকল্পনা পাওয়া যায়।
- প্রদত্ত পরিকল্পনা পরিসীমা প্রতি মাসে প্রতি ব্যবহারকারী জন্য $14-$20 ।
- অংশগ্রহণকারী ক্ষমতা হলো ১০০০ জন পর্যন্ত।
সুবিধা :
- চমৎকার ভিডিও ও অডিও মান পাওয়া যায় ।
- সেট-আপ এবং ব্যবহার করা সহজ।
- ১০০০ অ্যাপস ইন্টিগ্রেশন উপলব্ধ।
অসুবিধা :
- প্রদত্ত পরিকল্পনাগুলো অনেক দামী।
- নিরাপত্তা বিষয় দুর্বলতা।
- বিনামূল্যে ৪০ মিনিট মিটিং সীমাবদ্ধ।
মাইক্রোসফট টিম এবং জুম স্ট্যাক আপ
এখন দেখা কাকে কত মানুষ ব্যবহার করছে।
Microsoft Team
- Microsoft Team ব্যবহারকারি মানুষের সারা পৃথিবীতে আছে ।কিন্তু সেটা বাংলাদেশে না বাহিরের দেশে ।
- Microsoft Team 4.6* এবং 5M Review নিয়ে আগিয়ে আছে।
- Rated For 3+
- Microsoft Team কে 100M+ মানুষ ডাউনলোড করেছে।
Zoom
- Zoom ব্যবহার কারির মানুষ সারা পৃথিবীতে আছে আমার মতামতে বাংলাদেশের মানুষ Microsoft team থেকে zoom বেশি ব্যবহার করে থাকে।
- Zoom 4.3* এবং 3M Review নিয়ে পিছিয়ে আছে।
- Rated for 12+
- Zoom অ্যাপস কে 500M+ মানুষ ডাউনলোড করেছে।
নিরাপত্তা
নিরাপত্তা দিক দিয়ে বিবেচনা করলে Microsoft team আগিয়ে থাকবে তাদের security অনেক শক্তিশালী। তাদের ডাটা হ্যাক হওয়ার সম্ভবনা অনেক কম।অন্য দিকে zoom এর security দুর্বল তাদের ডাটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু zoom তাদের security strong করার জন্য কাজ করে যাচ্ছে।
তো আপনার মতামত কি কোনটা ভালো Microsoft team নাকি Zoom কমেন্ট বক্সে অবশ্যই যানাবেন। আমার মতে Microsoft Team best।