Site icon Trickbd.com

Puffin Browser – ওয়েবসাইট থেকে ফাইল সেভ করুন সরাসরি Google Drive এ [Stable-MOD]

Unnamed

Puffin Browser মুলত জনপ্রিয়তা পায় এর প্রক্সি ম্যানেজমেন্ট ও ওয়েব গেমিং ফিচার এর জন্য।

অনেকে হয়তো ওয়েব গেম চিনবেন না।
২০১৫ তে মুলত “ক্ল্যাশ অব ক্ল্যান” গেম আসার পূর্বে গেমার রা এন্ড্রয়েডে অনলাইন গেম বলতে ওয়েব গেম ই খেলতো।
ওয়েব গেম হলো সেই অনলাইন গেম যেগুলা ওয়েবসাইটে প্রোগ্রাম করা থাকতো এবং ডাটা সেখানেই সেভ করে রাখা হতো। “সুপার মারিও কার্ট রেসিং” গেম গুলার মতো পিসি গেম খেলার মজা বিনামূল্যে ওয়েব-গেমিং এর মাধ্যমে এন্ড্রয়েডে নিতে পারতো।
এটা খেলার জন্য ফ্ল্যাশ প্রোগ্রাম রান করার প্রয়োজন পড়তো, কিন্তু Puffin Browser আমাদের কোনো এক্সট্রা প্রোগ্রাম ছাড়াই ঐ গেম রান করার ফিচার দিয়েছিল এবং সাথে টাচ স্ক্রীন জয়স্টিকও দিয়েছিল।

যাইহোক, এরপর ২০১৬ তে Puffin তার ওয়েব ব্রাউজারে “Save to Cloud” নামক ফিচার যুক্ত করে। অনেকেই এটা ব্যবহার করেন হয়তো আবার অনেকেই জানেন না। এ বিষয়ে পোস্ট দেখলাম না, তাই পোস্ট করলাম এবং সাথে Puffin ব্রাউজারের মোড ভার্শন নিয়ে এলাম।

প্রথমে নিচ থেকে এটা ডাউনলোড করুন।

Size: 72 MB

Password: 12345

Link: Google Drive

Modder: APKDONE

সুবিধাঃ
গুগল ড্রাইভে এই পদ্ধতিতে সেভ করার সময় আপনার সিমের কোনো এম্বি কাটবে না। অর্থাৎ আপনি এভাবে ২জিবির একটা ফাইল গুগল ড্রাইভে আপলোড দিলে আপনার কোনো এম্বি কাটবে না এমনকি ফোন স্টোরেজেও কোনো জায়গা দখল করবে না।

বিঃদ্রঃ এটা Puffin Browser এর প্রিমিয়াম ভার্শনের মোড নয়, প্রিমিয়াম ভার্শনের মোড এখন করা যায় না বা পাওয়া যায় না, কারণ ডেভেলপার রা ইন্টারনেট এক্সেস ব্লক করে দেয়। এই মোড টা যেটা দিয়েছি, এটা পাফিন এর রেগুলার ভার্শনের ই Ad-free মোড।

যাইহোক, নিচের মতো করে আনজিপ করে ইন্সটল করুন।


এবার পাফিন ব্রাউজার ওপেন করুন, যে ফাইল ডাউনলোড করতে চান, সেই ওয়েবসাইটে যান।
ধরুন আমি একটা App ডাউনলোড করবো, তাই আমার কাংখিত সাইটে গিয়ে ডাউনলোড অপশনে গেলাম।
আপনি চাইলে Dropbox এও ডাউনলোড করতে পারেন। গুগল দেয়ার পর লগিন পেজ আসবে, যেহেতু কোনো একাউন্ট লগিন কতা নেই তাই। লগিন শেষে আপনাকে কিছু পার্মিশন দিতে হবে। এই পার্মশনগুলো শুধু প্রথমবার ই চাইবে, এরপর থেকে ডাউনলোড করতে গেলে সরাসরি ডাউনলোড শুরু হবে।




এখন গুগল ড্রাইভে গেলে দেখতে পাবো যে “puffin” নামক একটি ফোল্ডার তৈরি হয়েছে। এতে গেলে আমাদের ঐ ফাইল টি পাবো দেখুন।

ব্যাস এ পর্যন্তই।

আরেকটা কথা। সর্বোচ্চ ২ জিবির ফাইল ডাউনলোড করতে পারবেন। এর চেয়ে বড় ফাইল ডাউনলোড করতে অক্ষম।