Site icon Trickbd.com

Photo দিয়ে কিভাবে Facebook, Messenger, Telegram, Whatsapp ইত্যাদি তে স্টিকার, GIF, স্টাইলিশ এবং রং করা লেখা পাঠাবেন ?

Unnamed

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমি সোহাগ আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !

Facebook, Messenger, Telegram, Whatsapp ইত্যাদি Social Media অ্যাপ তো অবশ্যই ব্যবহার করেন আপনি। করাটাই স্বাভাবিক এখন তো এসব‌ই জনপ্রিয়। অনেক সময় আপনার কোনো বন্ধু আপনাকে এমন এমন মেসেজ, স্টিকার, GIF পাঠায় যে কিছু সময়ের জন্য তো আপনি অবাক হয়ে যান এবং জিজ্ঞাসা করেন যে এরকমটা কিভাবে করলে তুমি ?

তখন সেই বন্ধু ভাব নিয়ে বলে যে এটা সবাইকে বলা যাবে না, এটা করা এত সহজ না ইত্যাদি। ? বাদ দিন এসব কথা !

★ এখন থেকে আপনি নিজেই নিজের ইচ্ছে মতো নিজের ছবি বা অন্য কারো ছবি দিয়ে হাস্যকর, রোমান্টিক, উক্তি, শায়েরি ইত্যাদি বিষয়ে Stickers এবং GIF তৈরি করে যে কাউকে Facebook, Messenger, Telegram, Whatsapp ইত্যাদি তে পাঠাতে পারবেন।

★ আপনি যে মেসেজ পাঠাবেন সেটা আলাদা আলাদা রং এবং ধরণে পাঠাতে পারবেন।

★ Facebook, Instagram, Twitter ইত্যাদি তে পোস্ট করতে পারবেন।

★ আপনি মেসেজের লেখার স্টাইল পরিবর্তন করতে পারবেন। যেমনঃ Italic, tiny, CUDDLE, Typewriter etc. আরো অনেক ফিচার ব্যবহার করতে পারবেন। বলতে গেলে অনেক বলা যাবে কিন্তু বেশি বলবো না, যেন আপনারা বিরক্ত না হন।

তো এসব কারণে পারবেন যার মাধ্যমে সেটা হলো একটি কিবোর্ড। আর এই কিবোর্ড আপনি প্লে স্টোরে সহজেই পেয়ে যাবেন। নামঃ Bobble AI Keyboard

AI মানে তো নিশ্চয়ই জানেন যে এই কিবোর্ড Artificial Intelligence (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করবে। কিবোর্ড আপডেট করে নতুন অনেক ফিচার যুক্ত করা হয়েছে তাই User Interface ভালো পাবেন। এই কিবোর্ড এ আপনি যেভাবে চ্যাট করতে পারবেন তার ছোট একটা উদাহরণ হিসেবে কিছু স্ক্রীনশর্ট দেওয়া হলো নিচে। ↓↓↓

এছাড়াও আরো সুবিধা পাবেন। এবার দেখে নিন কিভাবে এই অ্যাপ ব্যবহার করবেন।

ব্যবহারবিধিঃ

কিবোর্ড চালু করে ডিভাইস সার্চ এর জন্য Allow করে দিন।

এরকম আপনি যে কয়টা ভাষা সিলেক্ট করতে চান সেটা বেছে নিন।

কিবোর্ড ব্যবহার উপযোগী করার জন্য ENABLE BOBBLE AI KEYBOARD লেখায় ক্লিক করুন।

এবার + আইকনে ক্লিক করে Input Language বাছাই করে NEXT করুন।

আপনার ভাষা বেছে নিয়ে আবার + আইকনে ক্লিক করুন।

এখন আপনার সুবিধামত ভাষার লেআউট বাছাই করে ADD করুন।

আপনার লেখা মেসেজ কেমন হবে তার একটা টেস্ট নিন। (Optional)

এবার আসল কাজ ! যে কাউকে নিজের বা অন্য কারো ছবি দিয়ে স্টিকার এবং GIF তৈরি করে সেন্ট করতে চাইলে নিচের দেখানো স্টিকার আইকনে ক্লিক করুন। (শুধুমাত্র প্রথমবার তৈরি করা লাগবে, পরেরবার থেকে আর তৈরি করতে হবে না।)

এবার নিচে দেখানো ক্যামেরা আইকনে ক্লিক করুন।

এখন ক্যামেরা ব্যবহার করে ছবি তুলুন অথবা গ্যালারি থেকে পছন্দ মতো ছবি বেছে নিন।

ছবি কোন পজিশনে রাখতে চান সেটা ঠিক করে তীর চিহৃ তে ক্লিক করুন।

পুরুষ না মহিলা সেটা ঠিক করে নিন।

যার ছবি দিয়েছেন সেটা আপনি নাকি অন্যকেউ সেটা বেছে নিন। কারণ আপনি নিজে হলে অন‌্য ক্যাটাগরির স্টিকার এবং GIF পাবেন আর যদি সেটা আপনার পরিবারের কোনো সদস্য হয় বা কোনো বন্ধু হয় তাহলে সেখানে অন্য ক্যাটাগরির স্টিকার এবং GIF পাবেন, যার সাথে যেমন আরকি ! এখানে AI ব্যবহার করা হবে।

বয়স বেছে নিন। নিজের বা যার ফটো দিয়েছেন তার।

অবশ্যই এসব করার জন্য ইন্টারনেট কানেকশন দরকার হবে এবং কোনো প্রকার VPN ব্যবহার করলে কাজ হবে না, Server Failed বলবে। আবারো বলছি এই প্রসেস শুধুমাত্র একবার‌ই করতে হবে। কাজ হয়ে গেলে তখন ভিপিএন ব্যবহার করতে পারবেন।

দেখুন আমার মাথা তৈরি হয়ে গেছে মানে মানে আমার স্টিকারের মাথা। ?

এখন Messenger, Telegram, Whatsapp ইত্যাদি যেখানে মেসেজ করতে চান সেখানে ইনবক্সে গিয়ে কিবোর্ড এর স্টিকার আইকনে ক্লিক করুন।

এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন এবং প্রতিদিন নতুন নতুন স্টিকার এবং GIF নিজে থেকেই চলে আসবে।

যদি কোনো লেখা কে কালার করে এবং স্টাইলিশ করে পাঠাতে চান তাহলে আগে লিখে তারপর সাজেশন বার থেকে পছন্দ মতো লেখায় ক্লিক করলেই সেন্ট হয়ে যাবে।

যদি কিবোর্ড এর লেখার স্টাইল পরিবর্তন করতে চান তাহলে নিচের দেখানো A আইকনে ক্লিক করুন।

অনেক Font Style পেয়ে যাবেন। যেটা ইচ্ছা সিলেক্ট করুন।

এই অ্যাপ ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে। কিন্তু একটা বিষয় খারাপ লেগেছে সেটা হলো এই অ্যাপের Watermark ! এই ওয়াটার মার্ক সরানোর কোনো অপশন খুঁজে পাই নি। তবে Mod ভার্সন ব্যবহার করলে এই ওয়াটার মার্ক থাকবে না যথা সম্ভব। কিন্তু আমি বলবো মোড ভার্সন ব্যবহার না করাই ভালো, অন্তত এই অ্যাপে।

অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।

Bobble AI Keyboard

এই ছিলো আজকের পোস্টের মূল বিষয়বস্ত‌। যতটুকু পেরেছি খুঁটিনাটি বিষয় জানানোর চেষ্টা করেছি।

আরও পড়ুনঃ মোবাইল দিয়ে নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করুন – ২০২২

আরও পড়ুনঃ Facebook status in Bangla

এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার Facebook I’d