আসসালামু আলাইকুম।
আসা করি সবাই ভালো আছেন।
আজকে LMC 8.4 R9 এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো৷ এইটা কোন ফোনে সাপোর্ট করবে আর কোনটা করবে না ঠিক বলতে পারছিনা। আসা করছি এটা সবার মোবাইল এ সাপোর্ট করবে। পোস্টের নিচে Download লিংক দেওয়া আছে।
প্রথমে LMC App টি Install করুন।
Install করার পর App টি Open করেন। আপনার Storage Permission দিন।
এরপর Done বাটনে ক্লিক করুন।
XML Setup:
ক্যামেরা ওপেন করে। উপরের তীর চিহ্নিত আইকনে ক্লিক করুন৷
আরপর More Settings বাটনে ক্লিক করুন।
এখানে উপর থেকে ৫ নাম্বারে Config Settings অপশনে ক্লিক করুন।
এবার এখানে Save settings অপশনে ক্লিক করেন।
এখানে যেকোনো কিছু টাইপ করে Save বাটনে ক্লিক করুন।
এখন আপনার ফাইল ম্যানেজার ওপেন করলে LMC 8.4 নামে একটা ফোল্ডার দেখতে পাবেন।
এই ফল্ডারের ভেতর XML ফাইলটি পেস্ট করে দিন।
এবার LMC Cam ওপেন করেন। এবং ক্যামেরা সাটার বাটনের বাম অথবা ডান পাশে দুইবার ডাবল ক্লিক করুন।
তাহলে আপনার ফোনে থাকা XML ফাইলটি দেখতে পাবেন। XML ফাইল সিলেক্ট করে Import বাটনে ক্লিক করুন।
প্রত্যেকটা ভার্সই ভালো এবং প্রতিটা ভার্সনে না না ধরনের Xml ফাইল আছে,যার মাধ্যমে অনেক সুন্দর ছবি তোলা যায়।
আর এই ক্যামেরা কাদের ফোনে চলবে MediaTek নাকি SnapDragon প্রসেসর লাগবে তা উল্লেখ করেন নাই।
আর যেই Xml ফাইলটা দিছেন ওইটা যে আপনার তৈরি তার প্রমান কি?
তাহলে অন্য গুলোতেও চলার কথা।
ডিভাইস Samsung Galaxy A50
Kono question korle, Sob question er ans Video te dewa ase.
Tahole tutorial dewar ki dorkar silo????