যারা এই অ্যাপ সম্পর্কে জানেন না, তাদের জন্য সংক্ষেপে বলিঃ
Kuku FM একটি অডিও বুক অ্যাপ। অর্থাৎ এখানে আপনি বিভিন্ন বুক ও পডকাস্ট শুনতে পারবেন। কষ্ট করে পড়ার ঝামেলা নেই।
Pocket Radio, Google Podcast সহ আরো অনেক অ্যাপ আছে, কিন্তু সেগুলোতেই বাংলা ভাষার বই কম বা নেই বললেই চলে। সবচেয়ে বেশী বাংলা বই আছে Pratilipi ও Kuku অ্যাপ এ এবং দুটোই ইন্ডিয়ান ডেভেলপার এর বানানো।
দুটো অ্যাপ এই প্রিমিয়াম প্লান আছে। এর মাধ্যমে বিশেষ কিছু প্রিমিয়াম অডিও শুনতে ও ডাউনলোড করার অপশন পাওয়া যায়। সে জন্যই প্রিমিয়াম মোড নিয়ে আসা।
যাইহোক, Pratilipi এর প্রিমিয়াম মোড ঠিক মতো কাজ করে না। কিন্তু Kuku FM এর প্রিমিয়াম মোড অনেক স্মুথ কাজ করে, তাই এটাই দিলাম।
ক্রেডিটঃ GooTechy™ (non-sponsored)
File Name: Kuku-FM-Premium-2.1.zip
Size: 55 MB
Password: 12345
Link: Google Drive
ইন্সটল করার পরের ধাপ ও প্রমাণঃ
এ পর্যন্তই।
যাদের ফোনে ইন্সটল হয় না বা ওপেন হয় না বা কোনো ইরোর মেসেজ শো করে, তারা এই পুরাতন ভার্সন এর মোড টা ট্রাই করতে পারেন।
Link: Unknown Drive
এটা ডাউনলোডের জন্য Opera Mini ব্যবহার করুন বা যেকোনো ভিপিএন।
ভালো থাকবেন।
Cholle janayen …
এখন আপনার টায় না চললে, দুর্ভাগ্য।
তবে আপনি কি ২য় ভার্সন টা ট্রাই করেছেন? ওটা ট্রাই করে দেখুন চলে কিনা।
mane onk audio book pawa jay naki?
অথচ আমার দুইটা ফোনেই ঠিক মতো চলতেছে। একটা itel vision 1 আরেকটা infinix hot 11.