Site icon Trickbd.com

Android এর জন্য ৫ টি আজব ও বেকার অ্যাপ (টেস্ট রিভিউ ও ডাউনলোড)

Unnamed

আজকের পর্বে আমি ৫ টি আজব ও বেকার অ্যাপ টেস্ট করবো। কোনো ব্যাখ্যা-ট্যাখ্যা দিবো না, সোজা কাজে লেগে পড়ি।


1. SMTH


এটি একটি গেম মুলত। এর পূর্ণরুপ হলো Send Me to Heaven ?। নাম যেমন আজব, কাজও তেমন ই।
এই গেম এ ঢুকলে যা যা চায় সব দিয়ে দিবেন, তারপর আপনাকে বলা হবে ফোন উপর থেকে ফেলতে। একটি ফোন যতো উপর থেকে ফেলবেন, তার একটি পরিমাপ করা হবে মিটার আকারে। যে যতো মিটার উপর থেকে ফেলতে পারবে লিডারবোর্ডে তার নাম উপরে থাকবে। নিচের স্ক্রীনশট গুলো দেখুন।




আমার ফোন আমার বউ এর মতো, তাই 0.06m করেছি, এর বেশী করার ইচ্ছা নেই। ?
আপনার কী মনে হয়? আমাদের দেশে কি এমন গেম খেলা পাবলিক আছে? লিডার বোর্ড দেখি চলুন।

কী বুঝলেন? ? ইফতেখার নামের একজন লিডারবোর্ড ১ এ এবং সে 5.43m স্কোর করেছে।

Warning: আমি আপনাকে একবারও বলিনি এই অ্যাপ ডাউনলোড করতে, আমি শুধু তথ্য জানিয়েছি। তাই, এটা খেলে আপনার ফোন ড্যামেজ হলে সেটার দায়ভাড় কেউ নিবে না।


2. Poop map


নাম দেখেই হয়তো বুঝছেন এইটার কাজ কী। এই অ্যাপ আপনার লোকেশন অনুযায়ী ম্যাপ প্রদান করবে এবং সেখানে আপনি কোথায় কোথায় মলত্যাগ করেছেন সেটা মার্ক করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো আপনি এই অ্যাপ এ লগিন করলে সোশালে আপনার মলত্যাগের জায়গা গুলো শেয়ার করতে পারবেন এবং আপনার বন্ধুদের জায়গাগুলোও দেখতে পাবেন।



আপনার মলত্যাগ শুভ হোক। ?


3. Useless Calculator


নাম দেখেই কাজ বুঝে গেছেন হয়তো। হ্যা, এটা একমাত্র ক্যালকুলেটর যেটা ক্যালকুলেট ই করে না। ?
আপনি কোনো সংখ্যা লিখে +,-,*,/ চিহ্ন তে ক্লিক করার সাথে সাথে ক্যালকুলেটর এর সব বাটন এলোমেলো হয়ে যাবে, যতোবার চাপবেন ততোবার এলোমেলো হবে। আর সবশেষে যখন = তে ক্লিক করবেন, রেজাল্ট কী দিবে তা নিজেই দেখে নিন।




বন্ধুর ফোনে এটা রেখে প্রাংক করা যেতে পারে।
সবচেয়ে ভালো হবে যদি পরীক্ষার হলে কোনোমতে এই ক্যালকুলেটর ঢুকিয়ে দেয়া যেতো। ?


4. Virtual Hug


নাম দেখেই বুঝা যাচ্ছে যে এটা ভার্চুয়ালি হাগ করবে আমাদের। কিন্তু কীভাবে? এটা কি আদৌ সম্ভব?
আগে দেখি অ্যাপ এর মধ্যে কী ঘটে…


কী বুঝলেন? প্রথমে একটি মহিলা মানুষকে দেখা যাচ্ছে যে জড়িয়ে ধরার জন্য হাত ছড়িয়েছে। হাগ নেয়ার বাটনে ক্লিক করলেই তার চেহারা সে পজিশনে চলে আসছে যে পজিশনটা তখন দেখা যায় যখন কাউকে জড়িয়ে ধরা হয়। ?


5. Insult-O-matic


এই অ্যাপটার কাজ হলো আপনাকে অপমান করা। ?
প্রথমে অ্যাপটি ওপেন করে উপরে নিজের নাম দিবেন এবং”Go” তে ক্লিক করবেন।

প্রত্যেকবার ক্লিক করলে আলাদা আলাদা ভাবে আপনাকে রোস্ট করবে। ? (ইংরেজি তে বলবে গুগল ভয়েসে)
সত্যি বলতে মাঝে মাঝে আসলেই আঘাত লাগে এই অ্যাপ এর অপমান শুনে। ?

এ পর্যন্তই।

বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম লিখবো এ নিয়ে, আজ ফ্রী হলাম তাই লিখে ফেললাম। আসলে উপরের অ্যাপ গুলোর মতো এই পোস্ট টিও বেকার পোস্ট। ??