আসসালামু আলাইকুম !




ট্রিকবিডির সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !




আমি সোহাগ আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !


তাড়াতাড়ি করে পোস্টের কিছু অংশ পড়লে আপনার খুব একটা উপকার হবে না !




স্মার্টফোনের ব্যবহার তো অনেকেই অনেকভাবে করেন। কিন্তু প্রসঙ্গ যখন স্মার্টফোনে পড়ালেখা করার তখন আমরা বরাবরের মতোই সহজ এবং শর্টকাট পদ্ধতি খুঁজি। আর খুঁজবোই না কেন ? শখের স্মার্টফোন তো আর এমনি কেনা হয়নি যদি সেটাতে আমার কোনো উপকার না হয়।

এমন অনেক ছোট বড় কাজ আছে যা আমরা হাতের ফোন দিয়ে করতে পারছি, কিন্তু তারপরেই এই ফোনের ব্যবহার সম্পর্কে কতটুকুই বা আমরা জানি এবং ব্যবহার করি ??

যেমন আপনার ফোনে কাগজের কোনো হাতের লেখার ছবি তুলে সেই হাতের লেখাকে ফোনের লেখায় পরিবর্তন করা যায়, সেই লেখাকে অন্য ভাষায় বদলানো যায়, কোনো পণ্য বা বস্তু সম্পর্কে না জানলে সেটার ছবির মাধ্যমে তার খুঁটিনাটি বিষয় জানা যায়, ইত্যাদি।

তো যদি এসব আপনি না জানেন তাহলে তো এই কাজগুলো বিকল্প পদ্ধতি তে করতে আপনার একটু হলেও ঝামেলা হবেই। কিন্তু যদি এগুলো জানেন তখন একটু হলেও আপনার সুবিধা হবে।

ধরে নিন আপনার সামনের সপ্তাহে পরীক্ষা আর আপনি কোনো কারণে স্কুল/কলেজে উপস্থিত হতে পারেননি যেদিন স্যার দরকারি নোট বলে দিয়েছে। এখন সেটা আপনার কোনো বন্ধু লিখে নিয়েছে। এখন আপনার বন্ধু যদি আপনাকে সেই লেখার ছবি তুলে আপনাকে দেয়, এবং যদি আপনার বন্ধুর লেখা বুঝতে অসুবিধা হয় তখন কি করবেন?

এরকম অবস্থায় আপনি চাইলেই সেই হাতের লেখাগুলো ফোনের লেখায় বা Actual Text এ কনভার্ট করতে পারবেন, অন্য ভাষায় অনুবাদ করতে পারবেন। আবার ইচ্ছা করলে ফোনের কোনো লেখা বা ব‌ইয়ের কোনো লেখার ছবি তুলে সেটার লেখাকে কপি, ট্রান্সলেট করতে পারবেন।

এরজন্য আপনি বেশকিছু ওয়েবসাইট এবং অ্যাপস পেয়ে যাবেন। কিন্তু সম্ভাবনা আছে যে ওয়েবসাইটের ক্ষেত্রে Premium Subscription, Limitations, Ads ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে পারেন।

আর যদি অ্যাপের কথা বলা হয় তাহলেও VIP Membership, Ads, Limitations সহ কাজ করতে গেলে অ্যাডস দেখা লাগতে পারে। তো এইসব ঝামেলা তো আপনি করতে চাইবেন না। আমি, আপনি চাইবো যে কিভাবে খুব সহজে, তাড়াতাড়ি ঝামেলামুক্ত হয়ে উক্ত কাজ করতে।

এরজন্য একটা অ্যাপ আপনার উপকারে আসবে। এমনিতেই তো এই অ্যাপের অনেক কাজ রয়েছে কিন্তু আমি আজকে শুধু ৪ টা কাজ সম্পর্কেই বলবো। এই অ্যাপের ব্যপারে জানে না এরকম মানুষ কম‌ই আছে। এই অনেকের ফোনেই দেওয়া থাকে আবার অনেকের ফোনে এটার লাইট ভার্শন দেওয়া থাকে।

তো যাদের ফোনে এই অ্যাপ আছে এবং এর কাজ সম্পর্কে বেশি কিছু জানেন না তারা জেনে নিন, যাদের ফোনে লাইট ভার্শন দেওয়া আছে তারা মেইন অ্যাপ ডাউনলোড করে নিন। আর এই অ্যাপের নাম হলো Google

এবার এর দরকারি ৪ টি কাজ জেনে নিন।

1. Text


যেমনটা আগেই বলেছি যে আপনি হাতের লেখা আছে এরকম ছবির লেখাকে মোবাইলের লেখায় বদলাতে পারবেন, অন্য ভাষায় অনুবাদ করতে পারবেন, কপি করতে পারবেন, এবং আপনার যদি পড়ার সেটা আপনাকে মোবাইল নিজে পড়ে শোনাবে।

প্রথমে Google অ্যাপ চালু করুন। (হ্যাঁ ঠিক ধরেছেন, ফোনে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে সাথে এমবিও ?)

এরপর আপনার ইচ্ছা হলে অ্যাপের সেটিংস এ প্রয়োজন মতো কাজ করে নিন। তারপর একাধিক রঙের ক্যামেরা আইকনে ক্লিক করুন।

এখন আপনি হাতের লেখা আছে এরকম কোনো ফটো সিলেক্ট করুন, অথবা কোনো Screenshot, ব‌ইয়ের লেখা আছে এরকম ফটো বাছাই করুন সেটা আপনার ইচ্ছা।

উদাহরণ হিসেবে আমি আমার হাতের লেখার একটা ছবি দিয়ে দেখাচ্ছি আপনাদের। ↓

উদাহরণঃ ↓↓↓


 

এখন আপনার কাঙ্খিত ছবি বাছাই করে Text এ ক্লিক করলে ফটোর ওপর তারা লাফালাফি করবে কয়েক সেকেন্ড, তারপর সব লেখার ব্যাকগ্ৰাউন্ড হাইলাইট হয়ে যাবে।

তখন আপনি সেই লেখাগুলো কপি করে নোটপ্যাড এ সেভ বা কাউকে পাঠাতে পারবেন। আবার একটু অলস প্রকৃতির হলে না পড়েই Listen এ ক্লিক করে লেখাগুলো শুনতে পারবেন।

2. Translate ↓↓↓




এছাড়াও যদি আপনি চান যে বাংলা লেখাগুলো অন্য ভাষায় পরিবর্তন করি, তাহলে সেটাও Translate এ ক্লিক করে করতে পারবেন।

আর ট্রান্সলেট করা হয়ে গেলে বেশ কিছু অপশন পেয়ে যাবেন আপনার যেটা দরকার হবে সেটা করে নিন।

3. Search ↓↓↓




ধরুন আপনি এমন কোনো পণ্য, জায়গা, ইত্যাদি দেখলেন যার সম্পর্কে আপনি বিশেষ কিছু জানেন না। এমন কিছু আছে আপনার কাছে যার দাম, নাম, বিবরণ ইত্যাদি জানেন না।

এখন যদি আপনি সেটার নাম না জানেন তাহলে সেই বিষয়ে জানবেন কিভাবে? এর জন্য আপনি সেই জিনিসটার একটা ফটো নিন আর সেটা গুগল অ্যাপে সিলেক্ট করে Search এ ক্লিক করুন। যদি সেই বিষয়ে গুগলে তথ্য থাকে তাহলে সেটা পেয়ে যাবেন। এক্ষেত্রে যদি ছবিতে ২ বা তার বেশি সাদা বৃত্ত দেখায় তাহলে আপনি যে বৃত্তে ক্লিক করবেন গুগল আপনাকে সেটার বিবরণ দিবে।

4. Voice Command ↓↓↓




মনে করুন আপনি গুগল ম্যাপ করে কোথাও যাচ্ছেন এবং আপনি যদি তখন বলেন যে Ok Google বা Hey Google ! What’s my next turn? তখন আপনার ফোন সেটার উত্তর কথা বলে দেবে। যদি আপনি অফলাইনে ম্যাপ ব্যবহার করেন তাহলেও। অবশ্যই এর জন্য Google অ্যাপে ভাষা ডাউনলোড করতে হবে (৫১ এমবির মতো) এবং অফলাইনে ব্যবহার করার জন্য অফলাইন ম্যাপ ডাউনলোড করতে হবে।

এছাড়াও আপনি যদি চান যে মুখের কথায় কাউকে কল করতে তাহলে Ok Google/Hey Google ! Call Wife ? বললে কল চলে যাবে।

যদি চান মুখের কথায় কোনো কাজ করাতে তাহলে সেটাও পারবেন। এমনিতেই ফোনের যেকোনো স্থান থেকে যেমন ফেসবুক ব্যবহার, ইউটিউব ভিডিও দেখা, ইত্যাদি করার সময় Ok Google এবং Hey Google বললেই আপনার কথা শুনবে।

কিন্তু যদি না শোনে তাহলে সিম্পলি ফোনের হোম বাটনে ১ সেকেন্ড ট্যাপ করে ধরে রেখে ছেড়ে দিন, তাহলেই কাজ হবে।

এইগুলো ছাড়াও আরো অনেক ফিচার পাবেন গুগল অ্যাপে। এতকিছু বলছি না আপনারা নিজেরাই ব্যবহার করে দেখে নিন, নিচে অ্যাপের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে।

আরো পড়ুনঃ Ps cc 2019 for Android

Download Google


এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d




23 thoughts on "একটা অ্যাপেই করে নিন আপনার প্রয়োজনীয় কাজ ঝামেলাবিহীন এবং সহজে !"

  1. Rakib Author says:
    উপকার করলেন
    1. Sohag21 Author Post Creator says:
      Ok ?
  2. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    খুব উপকার হইলো?
    1. Sohag21 Author Post Creator says:
      Ok ?
  3. Shamim Author says:
    এরক পোস্ট মানুষের উপকারে আসে ৷ এটা অনেকেই জানেনা তাদের জন্য সব থেকে ভালো ৷
    1. Sohag21 Author Post Creator says:
      ধন্যবাদ ?
  4. Ashraful Author says:
    Shob ei pray jana ache. But onekei jane nah. Nice.
    1. Sohag21 Author Post Creator says:
      হুম, নতুনদের জন্য উপকার হবে।
  5. Sharif Contributor says:
    Photo to text অপশন টা নিয়মিত ব্যবহার করি।

    এগুলো অনেকেই জানে না।।

    1. Sohag21 Author Post Creator says:
      আমিও ব্যবহার করি। ?
  6. alamin7876 Contributor says:
    Age thekei jani…. Tao valo
    1. Sohag21 Author Post Creator says:
      Thank you brother
    2. Ashraful Author says:
      Prai shobai jane eiguli
  7. সিম্পল ট্রিক, এগুলো সবাই জানে। যাই হোক পোস্টটা অনেক ভালো হয়েছে।
    1. Sohag21 Author Post Creator says:
      অনেক ধন্যবাদ আপনাকে ?
    2. Ashraful Author says:
      Ekmot bhai
  8. MD Musabbir Kabir Ovi Author says:
    বহু পরে পোস্ট পেলাম বন্ধু এতদিন কই ছিলি?
    1. Sadik Hossain Contributor says:
      TrickBD er pray shob post ei apnar eirokom personal commnent dekhi. Apni ki prashonggik comment korte paren na? Eishob personal comment korben onar inbox e giye, public place e na 🙂
    2. Sohag21 Author Post Creator says:
      পরীক্ষা চলছে আমার, তাই সময় পাই না পোস্ট করার
    3. MD Musabbir Kabir Ovi Author says:
      এটা ভুল বললেন আমি সব পোস্ট এ পোস্ট সম্পর্কিত কমেন্ট করি, তবে sohag21 যেটা আমার বেস্ট ফ্রেন্ড এর লেখা শুধু ওর পোস্ট এ লিখি আশা করি বুঝতে পেরেছেন
    4. Sohag21 Author Post Creator says:
      Hmm
  9. mdrishad Contributor says:
    ki korbo vai title thik koren ….aktu clear vabe title deyar try korben

Leave a Reply