হ্যালো ট্রিকবিডির দর্শকেরা কেমন আছেন সকলে?

আজ অনেকদিন পর আপনাদের মাঝে একটা এ্যাপ নিয়ে হাজির হলাম।আশা রাখছি অনেক বেশি ভালো আছেন।আর যারা ভালো নেই তারাও এই পোস্ট দেখে ভালো হয়ে যাবেন ইন শাহ আল্লাহ। আজকের পোস্টটাই এমন।বেশি ফালতু বক বক না করে চলুন শুরু করি কাজের কথা।

টাইটেলে তো নিশ্চ্য়ই আপনারা দেখেছেন আজকের পোস্ট টি কি বিষয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করবো এমন একটি এ্যাপ যার মাধ্যমে আপনারা চাকরির পরীক্ষার আপডেট,এনজিও চাকরি,ডিফেন্স চাকরি,বেসরকারি চাকরি, ব্যাংক জব,সরকারি চাকরি ও সাপ্তাহিক চাকরির খবর জানতে পারবেন।আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

[ যাই হোক আমি তাদের জন্য পোস্ট লিখি না যারা আলতু ফালতু মন্তব্য করে।আমার পোস্ট দেখে উপকৃত হয়ে লাইক করে আর সুন্দর কমেন্ট করে তাদের জন্য মূলত পোস্টটি বানানো।আশা করি সকলেই একটি করে ‘Like’ করবেন ইনশাল্লাহ ]

প্রথমেই দিয়ে দিচ্ছি App লিংক:

App link:
এখানে ক্লিক করুন

এ্যাপ টি কেন ব্যবহার করবো!:
বর্তমানে অনেক এ্যাপ পাওয়া যায় তবে এই এ্যাপটিই আমরা কেন ব্যবহার করবো। তার কারণ এ্যাপ টির আরো একটি সুবিধা হচ্ছে অন্যান্য সব এ্যাপ এর থেকে সবার আগে সব ধরণের job circular ও job সম্পর্কিত খবর পাওয়া যায়।

যেভাবে এ্যাপ টি থেকে চাকরি বিষয়ক নিত্যনতুন আপডেট পাবেন :

প্রথমে এ্যাপ টি ওপেন করলে এমন interface দেখতে পাবেন।যেখানে রয়েছে HOME, CATEGORY এবং FAVORITE অপসন।

Catagory তে গিয়ে যেকোনো একটি নির্দিষ্ট বিষয়ের সম্পর্কে জানতে পারবেন।(যেমন :শুধু সরকারি চাকরির খবর বা শুধু বেসরকারি চাকরির খবর ইত্যাদি।)

Three dot মেনু তে আরো বেশ কিছু অপসন রয়েছে। আপনি চাইলে detailed search এ গিয়ে যেকোনো specific বিষয়ের post খুঁজে বের করতে পারবেন।যেমন আমি জেলা দিয়ে search দিলে জেলা সংক্রান্ত সকল post চলে আসবে।


আশা করি পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে। এতো কষ্ট করে আপনাদের জন্য পোস্ট লিখি। একটা লাইক আশা রাখছি। পোস্টটি ধৈর্যসহকরে পড়ার জন্য ধন্যবাদ।

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। শীঘ্রই আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে হাজির হবো ইন শা আল্লাহ, আল্লাহ যদি তাওফিক দান করেন।

প্রযুক্তি এবং আরো নিত্যনতুন বিষয় সম্মদ্ধে আপডেট পেতে ট্রিকবিডির সাথে থাকুন।

…………..আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।…………..

ফেসবুকে আমি:For any problem

অথবা যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হতে পারেন:
Telegram Channel

8 thoughts on "দৈনন্দিন সকল ধরণের চাকরির খবর পাওয়ার সেরা এ্যাপ।"

  1. Avatar photo Sk Shipon Author says:
    উপকারে আসবে।
    1. Avatar photo Muhammud P.M. Jihad Author Post Creator says:
      Dhonnobad
  2. এটার থেকে করমো জব অনেক ভালো
  3. Avatar photo MD Shakib Hasan Author says:
    অনেক ভালো একটি আর্টিকেল। এই অ্যাপের মাধ্যমে সব চাকরির খবর পাওয়া যাবে এখন থেকে আর চাকরি খবর নামে পেপার ক্রয় করতে হবে না। ধন্যবাদ
    1. Avatar photo Muhammud P.M. Jihad Author Post Creator says:
      My pleasure
  4. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    অ্যাড বেশি আসে ভাই আমি একবার try করেছিলাম
    1. Avatar photo Muhammud P.M. Jihad Author Post Creator says:
      Thanks a lot

Leave a Reply