আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন সবাই।
এই পোস্টে আমরা কথা বলবো এমন কিছু VPN নিয়ে যেগুলোর মাধ্যমে আপনি Android TV তে VPN ব্যবহার করতে পারবেন।
আমি এখানে VPN কি, VPN কেন এসব নিয়ে কোনো কথা বলবো না।
কারন এখন সবাই জানেন VPN কি এবং কোন কাজে ব্যবহার করা হয়। Android TV তে অনেক VPN আপনি পেয়ে Playstore এ। যেগুলো আজ Suggest করবো এগুলোর ভিতরে Paid + Free দুই ধরনের VPN ই আপনি পেয়ে যাবেন।
তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের টপিক। শুরুতেই Paid VPN গুলো নিয়ে কথা বলে নিই।
(1) PAID VPN NAME : Express VPN
Developer : ExpressVPN
App size : 26 MB
Released Date : 6 Jan 2012
Downloads : 50 Million+
Playstore Rating : 3.7 ★
Playstore Reviews : 288K+
এই VPN টি সম্পর্কে প্রায় সবাই জানেন। এটি যদিও একটি Paid VPN কিন্তু আপনি Mobile + TV এই দুটি Platform এই ব্যবহার করার জন্যে এর চেয়ে ভালো VPN খুব কমই পাবেন।
কেননা এই vpn এর মাধ্যমে আপনি মোট ৯৪ টি দেশের Ip তে Connect করতে পারবেন। এছাড়াও এই VPN টি যেসকল Protocol Support করে তা হচ্ছেঃ Lightway UDP, Lightway TCP, OpenVPN UDP, OpenVPN TCP।
Express VPN এর Server গুলো অনেক ভালো। খুবই Fast Connection আপনি পাবেন এই VPN টির মাধ্যমে।
(2) PAID VPN NAME : Nord Vpn
Developer : Nord Security
App size : 39 MB
Released Date : 16 May 2016
Downloads : 50 Million+
Playstore Rating : 4.3★
Playstore Reviews : 623K+
Paid Vpn এর ভিতরে এই Vpn টিও খুবই ভালো কাজ করে। অনেকেই হয়তোবা এই VPN সম্পর্কেও জানেন। Premium Server এর জন্যে এই VPN টিও সেরা।
VPN টি যেসব Protocol Support করে তা হচ্ছেঃ OpenVPN, NordLynx based on WireGuard। এখানে আপনি ৫৪০০+ Servers এর high speed collection পেয়ে যাবেন।
একটি Account দিয়ে আপনি সর্বোচ্চ মোট ৬ টি device ব্যবহার করতে পারবেন। এখানে আপনি Auto Connect Feature ও পেয়ে যাবেন।
এছাড়াও এখানে আছে Split tunneling, Custom DNS, TCP and UDP protocols, special optimized servers etc।
3) VPN NAME : Proton VPN
Developer : Proton AG
App size : 31 MB
Released Date : 30 Dec 2019
Downloads : 10 Million+
Playstore Rating : 4.0 ★
Playstore Reviews : 78K+
এটি আমার দেখা one of the best vpn android Tv এর জন্যে। এর প্রচুর Features আছে। যা আমি explain করবো কিন্তু তার আগে কিভাবে VPN টি আপনার Android তে চালাবেন সে পদ্ধতি সম্পর্কে বলে নিই।
(১) প্রথমে VPN টি Playstore থেকে আপনার Android TV তে install করুন।
(২) app টি open করুন।
(৩) ঢোকার পর আপনি চাইলে sign in বা sign up দুটিই করতে পারবেন।
(৪) Sign In করার জন্যে Sign In button এ ক্লিক করুন।
(৫) এরপর আপনার মোবাইলের যেকোনো Browser এ ঢুকুন এবং সেখানে গিয়ে protonvpn.com/tv লিখে search করুন।
(৬) সেখানে গেলে আপনি একটি নতুন account create করুন এবং TV তে একটি কোড পাবেন সেই Code টি দিয়ে submit করুন।
(৭) ব্যাস আপনার Account খোলাও শেষ এবং TV তে দেখুন automatic Sign in হয়ে গিয়েছে।
এবার আপনি যেকোনো Country তে Connect করুন যেগুলো free আছে। premium ব্যবহার করতে হলে যেকোনো mod apk install করে নিতে পারেন কিংবা টাকা থাকলে কিনে নিতে পারেন ?।
এবার আসি আপনি কোন কোন Features এর ভিতরে পাবেনঃ
(১) VPN accelerator – এর মাধ্যমে আপনার VPN এর speed ৪০০% বাড়িয়ে নিতে পারবেন।
(২) Unlimited data কোনো speed এবং bandwith এর উপর restrictions নেই।
(৩) কোনো Strictly logs নেই।
(৪) Always-on VPN/kill switch আছে।
(৫) Split tunneling সাপোর্ট করে।
(৬) DNS leak protection রয়েছে।
(৭) Bypass geo-restrictions পেয়ে যাবেন।
(৮) Premium Feature এর মধ্যে আছে ১৪০০+ সার্ভার এবং ৬০+ দেশ।
(৯) Upto 10 Gbps+ High Speed Connection আছে।
(১০) এই VPN এ আপনি মোট ১০টি ডিভাইস কানেক্ট করতে পারবেন।
(১১) Netflix, hulu, Amazon Prime Video, Disney+ সহ অনেক ধরনের streaming platform এর server রয়েছে।
(১২) file sharing & p2p support রয়েছে।
(১৩) Adblocker রয়েছে netshield এর।
(১৪) এখানে আপনি Tor ও ব্যবহার করতে পারবেন যা সত্যিই অসাধারন একটি ব্যাপার।
আরো অনেক কিছুই রয়েছে এই VPN এ যা আপনি নিজে নিজে explore করলে বুঝতে পারবেন। এখানে আপনার কোনো personal data চাওয়া হবে না sign up করার সময়। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের Data security রয়েছে যা আপনার তথ্যকে secure রাখতে সহায়তা করবে।
4) VPN NAME : Vpn Unlimited
Developer : Keepsolid Inc
App size : 26 MB
Released Date : 16 July, 2014
Downloads : 1 Million+
Playstore Rating : 4.3 ★
Playstore Reviews : 48K+
এই VPN টিও আপনি Mobile + TV দুই জায়গাতেই পেয়ে যাবেন। অনেকেই এই VPN সম্পর্কে জানেন। free vpn গুলোর মধ্যে এই Vpn টি প্রায় অনেকেই ব্যবহার করে।
এই VPN টিতে আপনি বিভিন্ন ধরনের torrent server, streaming platform server সহ আরো অনেক কিছুই পেয়ে যাবেন।
এখানে আপনি 3000+ virtual servers পাবেন। 80+ locations পাবেন। মোট ৫ টি ডিভাইস কানেক্ট করতে পারবেন। DNS Firewall option পাবেন।
এখানে আপনি যেসকল Protocol পাবেন তা হচ্ছেঃ OpenVPN, IKEv2, KeepSolid Wise, WireGuard। এছাড়াও আরো আছে Optimal Server, Secure Protocols, DNS FIREWALL, Kill Switch, Trusted Networks সহ আরো অনেক কিছু।
5) VPN NAME : X-VPN
Developer : Free Connected Limited.
App size : 19 MB
Released Date : 29 June 2017
Downloads : 10 Million+
Playstore Rating : 4.1 ★
Playstore Reviews : 509K+
এই VPN টিতে আপনি পাচ্ছেন মোট ১২ টি প্রটোকল। এই VPN টিতে আপনি মোট ৫ টি ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন।
এখানে ৮০০০+ সার্ভার আছে এবং ৫০+ দেশ রয়েছে। Kill Switch Support করে VPN টি।
Video streaming এবং gaming এর জন্যে আলাদা server রয়েছে। App এর ভিতরে আপনি আলাদা একটি Private Browser পেয়ে যাবেন। PUBG, BGMI, ROBLOX, LEAGUE OF LEGENDS (WILD RIFT) এগুলোর জন্যেও রয়েছে আলাদা server।
LEAGUE OF LEGENDS (WILD RIFT) এর জন্যেই আছে ৩২ টি সার্ভার। এখানে Bangladesh Server ও রয়েছে।
6) VPN NAME : Speedify
Developer : Connectify Inc.
App size : 6 MB
Released Date : 4 January 2016
Downloads : 10 Million+
Playstore Rating : 4.2 ★
Playstore Reviews : 45K+
এই VPN টিও একটি অসাধারন VPN। এর কার্যক্রম খুবই সহজ রকমের। এই vpn এ শুরুতেই Install করার পর একটি Simple interface পেয়ে যাবেন।
সেখানে উপরের ডান দিকে দেখতে পাবেন Connect করার Option। আপনি সেখানে ক্লিক করলে Vpn টি automatic একটি high speed server এ connect করে নিবে নিজে নিজেই।
High speed বলার কারন হচ্ছে vpn টির speed আমি অনেক ভালো পেয়েছি। আমি ookla speed test এ প্রায় 40 Mbps+ upload speed ই পেয়েছি। ডাউনলোড স্পিড নিয়ে আর না ই বা বললাম।
যাই হোক, সবার এক স্পিড পাবে না। আপনার wifi/data connection যত ভালো হবে তত ভালোই speed পাবেন। আমার যদিও wifi bdix connected তাই আমি এমনিতেই upto 50 Mbps+ Speed (Upload+Download) পেয়ে থাকি। তাই এটা শুধু আমি উদাহারনের জন্যে বললাম।
যাই হোক, আমি অবশ্যই এই Vpn টি recommend করবো আপনাকে ব্যবহারের জন্যে। এই VPN টি এবং proton vpn এই দুটি Vpn আমার খুবই ভালো লেগেছে।
7) VPN NAME : F-Secure Freedome VPN
Developer : F-Secure Corporation
App size :
Released Date : 15 September 2014
Downloads : 5 Million+
Playstore Rating : 4.2★
Playstore Reviews : 53K+
এই VPN টির Interface কিছুই অদ্ভুত রকমের। অদ্ভুত কেন বলছি তা আপনি নিজে দেখলেই বুঝে যাবেন।
গোলাকৃতির ভিতরে সবগুলো Setting অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে VPN টিতে যা দেখতে ভালোই লাগে।
এখানে আপনি যা যা পাচ্ছেনঃ
(১) Tracking Protection
(২) Browing Protection
(৩) Connection Protection
(৪) Automatic Wi-Fi Protection
(৫) Automatic Kill Switch
(৬) ২৮ টির মতো লোকেশনসহ আরো অনেক কিছু।
আশা করছি VPN গুলো আপনাদের কাছে ভালোই লেগেছে। যদি ভালো লেগেই থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন।
পরের পোস্টটি কোন টপিকে করা যায় সেটাও জানাতে ভুলবেন না। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম
THIS IS 4HS4N
LOGGING OUT….