আসসালামু আলাইকুম !




Trickbd.com এর সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !




আমি সোহাগ আবারো Trickbd.com এ হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !


আজকে আর বেশি কথা না বলে পোস্টের বিষয়ে কথা বলবো।

আজকে দেখাবো কিভাবে আপনি সেকেন্ডের মধ্যে Text Repeat করতে পারবেন 10K Word পর্যন্ত, Stylish Text, Blank Text অফলাইনে। কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই।

আমাদের অনেক সময় টেক্সট রিপিট করার দরকার হয়, হতে পারে সেটা বন্ধুর জন্মদিনে বা অন্য কিছুতে। কিন্তু যে লেখাটা রিপিট করবেন সেটা আগে লিখে কপি করে তারপর পেস্ট করা, আবার পেস্ট করা এটা বেশ বিরক্তিকর আর সময়ের ব্যাপার।

আবার আমার মতো অনেকেই আছেন যারা বন্ধুদের সাথে মজা করতে পছন্দ করেন। যেমন ২০ বা ৩০ টা অক্ষরের ব্ল্যাঙ্ক বা খালি স্পেস পাঠিয়ে দিলেন আর বললেন এখানে কি লেখা আছে ?

আপনার বন্ধু তো লেখা পাবে না কারণ সেখানে লেখাই নেই। ? আর আপনি যদি ম্যানুয়ালি স্পেস তৈরি করে সেন্ট করার চেষ্টা করেন তাহলে আপনি সেটা পারবেন না।

এছাড়াও আপনি চাইলে বিভিন্ন স্টাইলে টেক্সট রিপিট করতে পারবেন। ২-৩ সেকেন্ডের মধ্যে।
আর এটা তাদের জন্য বেশি উপযোগী যারা মেসেঞ্জারে সংসার করে। (এটা অ্যাপের আইকন দেখলেই বুঝতে পারবেন, তাই বেশি বললাম না ?)

এবার দেখা যাক কিভাবে আপনি ইচ্ছামতো টেক্সট রিপিট করবেন। এর জন্য ছোট একটা অ্যাপস দরকার হবে যার নাম : Text Repeater: Repeat Text 10K

এই অ্যাপের ব্যবহার খুবই সহজ। প্রথমে অ্যাপে ঢুকে যে লেখা রিপিট করতে চান সেটা লিখবেন, তারপর কতবার রিপিট করতে চান সেটা লিখবেন এবং শেষে Repeat Text অপশনে ক্লিক করবেন।

এছাড়াও আপনি Stylish Text আর Blank Text এর অপশন তো পাবেনই।

টেক্সট রিপিট করার জন্য একাধিক Font Style পেয়ে যাবেন।

পছন্দ মতো ফন্ট স্টাইলের লেখা কপি করে সেটা পেস্ট করে সহজেই সেটার রিপিট করতে পারবেন।

আবার ব্ল্যাঙ্ক বা খালি লেখা তৈরি করে বন্ধুদের সাথে ফান করতে করতে পারবেন।

রিপিট করা টেক্সট বা ব্ল্যাঙ্ক করা টেক্সট আপনি যেকোনো মেসেজিং অ্যাপে পাঠাতে পারবেন ইত্যাদি অন্য জায়গাতেও।

উদাহরণ হিসেবে আমি ২০ অক্ষরের ব্ল্যাঙ্ক টেক্সট করে WhatsApp এ আমার বন্ধু কে সেন্ট করেছি। ?

এভাবেই আপনি টেক্সট রিপিট করে আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন।


নিচের ছবিতে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করুন। ↓↓↓


উপরের ছবিতে ক্লিক করুন। ↑↑↑


এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে Trickbd.com এ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d




11 thoughts on "ইচ্ছামতো Stylish, Blank Text Repeat করুন অফলাইনে !"

    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      ট্রায়াল করার জন্য ধন্যবাদ
    2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
      আপনাকেও অসংখ্য ধন্যবাদ পোস্ট করার জন্য
  1. Avatar photo MD Shakib Hasan Author says:
    অসাধারণ ব্রো
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে
  2. mrfarhanisrak Levi Author says:
    Text repeater ব্যবহার করেছিলাম।তবে একটা একটু বেশি অ্যাডভান্সড।
  3. emon kono apps ase? zeta same multiple keyword ke single keyword banabe?

    example: post e facebook,com onekbar ase. kintu ami cai ei likha just ekbar hobe/Merge Hobe.

    1. ekta ekta kore khuje remove, cut , delete kora jhamela
    2. Avatar photo Sohag21 Author Post Creator says:
      Arokom app er bisoy e amar jana nai, sorry
    3. ok bro. pele janiyen. onek dorkar silo.
  4. Avatar photo TAHER Author says:
    পুরাতন পোস্ট সম্ভবত।

Leave a Reply