আসসালামু আলাইকুম !




Trickbd.com এর সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !




আমি সোহাগ আবারো Trickbd.com এ হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !


আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো কিভাবে আপনি আপনার ফোন সহজেই হাত তালি বাজিয়ে, শিষ বাজিয়ে, হুইসেল বাজিয়ে, পকেট থেকে ফোন বের করার সময়, ফোন চার্জ থেকে বের করার সময় ইত্যাদি ভাবে আপনার ফোন খুজে পাবেন।

যেমন ধরুন যে, আপনি আপনার ফোন কোথাও রেখে কোনো কাজ করছিলেন এবং পরে এসে দেখলেন যে আপনার ফোন সেখানে নাই।

তখন যদি ফোন আপনার আশেপাশে থাকে তাহলে আপনি তালি বাজালেই আপনার ফোন এ আ্যলার্ম বেজে উঠবে।

যদি আপনি ফোন চার্জ এ দিয়ে কোনো কাজ করেন আর ওই সময় যদি কেউ আপনার ফোন বের করে তাহলে আপনার ফোন এ আ্যলার্ম বেজে উঠবে।

যদি আপনি শিষ বাজান তাহলে আপনার ফোন আশেপাশে থাকলে আ্যলার্ম বেজে উঠবে।

যদি আপনি হেডফোন দিয়ে গান শোনার সময় যদি কেউ যদি জ্যাক খুলে ফেলে তাহলে আপনার ফোন এ আ্যলার্ম বেজে উঠবে।

যদি অন্য কেউ আপনার ফোন টাচ করে বা আপনার ফোন নিজের জায়গা থেকে সরে যায় তাহলে আপনার ফোনে এলার্ম বেজে উঠবে।

আপনার ফোন অন্য কেউ নিয়ে ভুল আনলক পিন দিয়ে ফোন আনলক করার চেষ্টা করে তাহলে আপনার ফোনে তার ছবি উঠে যাবে।
এছাড়াও আরো সুবিধা পাবেন।

এরজন্য আপনাকে ছোট একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। যার নাম: iAntitheft :Clap to Find Phone

এই অ্যাপ ব্যবহার করা অনেক সহজ। প্রথমে অ্যাপ চালু করে Camera, Record Audio, System Alert Window, Do Not Disturb এই পারমিশনগুলো দিয়ে দিন।

তারপর আপনি আপনার ফোনের নিরাপত্তার জন্য: Clapping→Whistle→Touch→Pocket→Charging→Whistle Sound→Handsfree→Intruder Selfie অপশন পাবেন।

এই অপশনগুলোর মধ্যে সবগুলো একসাথে ব্যবহার করতে পারবেন না। যখন যেটা দরকার তখন সেটা ব্যবহার করতে পারবেন।

যেকোনো একটা সিলেক্ট করে চালু করুন।

অ্যাপে পিন সেট করতে Intruder Selfie মোড চালু করতে হবে।

একবার এলার্ম বেজে উঠলে অন্য কেউ যত‌ই সাউন্ড কমানোর চেষ্টা করুক, হোম, সেটিংস এ যাওয়ার চেষ্টা করুক সঠিক পিন না দেওয়া পর্যন্ত কাজ হবে না।

এই ছিলো আজকের ছোট পোস্ট। ট্রায়াল করার জন্য হলেও আপনার একবার এই অ্যাপ ব্যবহার করে দেখা উচিত।


নিচের ছবিতে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করুন। ↓↓↓

উপরের ছবিতে ক্লিক করুন। ↑↑↑



এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে Trickbd.com এ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d




12 thoughts on "ফোনের নিরাপত্তার জন্য মজাদার এবং ব্যবহার উপযোগী অ্যাপ !"

    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      আমি বাধ্য হয়েছি ?
    2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
      ওহ আচ্ছা
  1. mrfarhanisrak Levi Author says:
    ততটাও কাজের না।
    1. mrfarhanisrak Levi Author says:
      জ্বী।তবে আপনি রিপ্লাই দিচ্ছেন কেনো?
  2. Sahin885 Contributor says:
    ফালতু
  3. Avatar photo TAHER Author says:
    ফোনের নিরাপত্তা নিয়ে চিন্তা করা যায় না ?
    সবকিছুই ত গুগল মিয়া নিয়ে নিচ্ছে
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
      একমত ভাই
    2. Avatar photo TAHER Author says:
      Hmm setai vai

Leave a Reply