- আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।
ইমো ব্যাবহার করেন না এমন লোক আসলে খুজে পাওয়া যাবে না। কম বেশি সকলে ইমো ব্যাবহার করে থাকেন। আগের ইমো আপডেট করে নতুন নতুন ফিচার যুক্ত করে অনেক সুন্দর করা হয়েছে।
আজকে আপনাদের মাঝে ইমোর নতুন একটি আপডেট ফিচার শেয়ার করতে যাচ্ছি।
আশা করি সম্পন্ন আর্টিক্যালটি মনোযোগ দিয়ে পড়বেন। আগের সময় ইমোতে নাম্বার ব্যাবহার করে খুজতে হতো পরিচিত কাউকে।
এখন ইমো আপডেট করে এমন সিস্টেম করা হয়েছে,যে নাম্বার ছাড়াই লোকদের খুজে পাওয়া সম্ভব। কথাটা শুনতে অন্য রকম হলেও, এমন আপডেট ইমো এনেছে।
অনেকের জন্য এটি অনেক উপকারি। কারন ইমো আইডি পেতে নাম্বার লেগেছে আগে,তাছাড়া কারো ইমো আইডি খুজে পাওয়া যেত না।
২০২৩ সালে ইমো এমন একটি আপডেট এনেছে।আপনি আপনার ইমোতে ইউজার আইডি সেট করে সে আইডি যাকে দিবেন বা বলবেন সে সহজে আপনাকে খুজে বের করতে পারবে।
কথা না বাড়িয়ে শুরু করা যাক, যেভাবে আপনি আপনার ইমো ইউজার আইডি সেট করবেন দেখে নিনঃ-
তার আগে সকলের ইমো প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিবেন।
তারপর ইমো ওপেন করুন
তারপর সেটিংস এ গিয়ে এখানে ক্লিক করুন
তারপর এখানে
তারপর ইমো আইডি তে ক্লিক করুন
তারপর এখনে ইচ্ছামতো ইমো আইডি দিবেন তার পর সেভ করে দিবেন, আমি দিয়েছে তাই আমারটা আর দেয়া যাচ্ছে না।
একবার ইমো আইডি দিলে, ১ বছর পর পরিবর্তন করতে পারবেন,তার আগে পারবেন না।
এবার সার্চ অপশনে গিয়ে দেখেন নাম্বার এর জায়গায় অপর পাশে ইমো আইডি দেয়া আছে।
ওখানে ইমো আইডি দিয়ে সার্চ করলে খুজে পাবেন পরিচিত লোকদের
আমস্র ইমো আইডি দিয়ে সার্চ দিলাম
দেখেন চলে এসেছে আমার ইমো প্রফাইল
ইমোর আপডেট টি কেমন লেগেছে? কমেন্ট করে জানাবেন।
আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
- যেকোন প্রয়োজনে,
- ফেসবুকে আমিঃ-
- ধন্যবাদ।
I mean যাদের স্বামী প্রবাসে , তাদের জন্য উপকারী । যেহেতু আমি স্টুডেন্ট তাই ইউজ করিনা ।