Site icon Trickbd.com

Android Version এ ব্যবহার করুন Microsoft Office.apk কোনো PC Emulator ছাড়াই !

Unnamed

আসসালামু আলাইকুম !




Trickbd.com এর সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !




আমি সোহাগ আবারো Trickbd.com এ হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !


আগেই বলছি পুরো পোস্ট না পড়লে ঠিকমতো বুঝতে পারবেন না..!




আপনি চাইলেই Microsoft Office এর কাজ করতে পারবেন। মাইক্রোসফট অফিসের এক্সপেরিয়েন্স নিতে পারবেন, MS Word, Excel, PowerPoint, Forms সহ আরো অনেক প্রয়োজনীয় ফিচার উপভোগ করতে পারবেন।

এর জন্য আপনাকে কোনো PC Emulator ব্যবহার করতে হবে না। Microsoft Office.exe সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। আপনি এন্ড্রয়েড ভার্সনে APK ফরম্যাটে মাইক্রোসফট অফিস ব্যবহার করতে পারবেন। এবং অ্যাপের সাইজ ৯০+ এমবি।

অনেকেই আছেন যাদের কম্পিউটার/ল্যাপটপ নাই, কিন্তু কম্পিউটারের মাইক্রোসফট অফিসের কাজ শিখতে চান, শিখে নিয়েছেন কিন্তু কম্পিউটার/ল্যাপটপ না থাকায় কাজ করতে পারছেন না।

যারা মাইক্রোসফট অফিসের কাজ জানেন তারা ভালো বলতে পারবেন যে মাইক্রোসফট অফিস দিয়ে কি কি দরকারী কাজ করা যায়।

যারা Limbo, ExaGear etc. PC Emulator দিয়ে মাইক্রোসফট অফিস ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন। ইমুলেটর দিয়ে ব্যবহার করতে গেলে ভালো এক্সপেরিয়েন্স পাবেন না, যদি আপনার ফোন দুর্বল হয়, ডিসপ্লে সাইজ ছোট হয়, RAM – ROM কম হয় তাহলে কিছুটা হলেও সমস্যায় পড়বেন।

কিন্তু যদি আপনি Android Version ব্যবহার করেন তাহলে আমি বলবো তেমন কোনো সমস্যা পাবেন না। যদি আপনার ফোন দুর্বল হয়, ডিসপ্লে সাইজ ছোট হয়, RAM – ROM কম হয় তাহলেও কোনো সমস্যা হবে না আপনার।

জরুরি কথাঃ Original Microsoft office.exe এবং অ্যান্ড্রয়েড ভার্সনের Microsoft Office.apk এই দুইটার মধ্যে কিছু তফাৎ রয়েছে। EXE মাইক্রোসফট অফিসে যেভাবে দেখায় APK মাইক্রোসফট অফিসে সেভাবে দেখাবে না। এটাতে খানিকটা ফটো এডিটিং অ্যাপের মতো দেখায় কিন্তু কাজ এক‌ই। আবার EXE মাইক্রোসফট অফিসে যেসব সুবিধা দেওয়া নেই সেসব সুবিধা APK মাইক্রোসফট অফিসে দেওয়া আছে। (এমনটা আমার মনে হয়। অন্যদের অন্যকিছু মনে হতে পারে) । এবং কিছু সাধারণ ফিচার যেগুলো EXE মাইক্রোসফট অফিসে আছে সেগুলোর কিছুটা APK ভার্সনে অন্য নামে দেওয়া আছে আবার কোনো টা দেওয়াই নাই। অবশ্যই ভালো এক্সপেরিয়েন্স এর জন্য কিছুটা কাস্টমাইজড করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় সকল ফিচার সহজেই পেয়ে যাবেন।

যেমনটা বললাম যে Microsoft Office.exe তে সেসব ফিচার আছে Microsoft office.apk তে সেসব ফিচারের পাশাপাশি বাড়তি বেশ কিছু ফিচার দেওয়া আছে যা User Experience বলেন User Interface বলেন বেশ ভালো। এর জন্য আপনাকে ৯০-১০০ এমবির কাছাকাছি সাইজের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটা Microsoft Corporation তৈরি করেছে এন্ড্রয়েড ভার্সনে।

অ্যাপের নাম হলোঃ Office (Microsoft 365)

অ্যাপটা আপনাকে সেই Microsoft Office এর অভিজ্ঞতা প্রদান করবে, Linux এর Libree Office এর মতো। এখন এটা আপনিও জানেন যে Microsoft Office.exe এর মতো বড় সাইজের সফটওয়্যার কে পুরোপুরি অ্যান্ড্রয়েড ভার্সনে তৈরি করতে গেলে অ্যাপ সাইজ অনেক বড় হয়ে যাবে, যেমন: EXE যদি ৫০০+ এমবি হয়, তাহলে APK ১ জিবির মতো তো হবেই। এতবড় সাইজের অ্যাপ তো সাধারণ অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা খুব মুশকিল। বিশেষ করে কম দামি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য।

এই জন্য কিছুটা কাস্টমাইজড করে এবং প্রয়োজনীয় বেশ কিছু ফিচার যুক্ত করা হয়েছে। তাই বলা চলে যে Office (Microsoft 365).apk হলো Microsoft Office.exe এর Lite Version. কিন্তু এতে যা যা আছে যথেষ্ট আছে এবং কিছুটা উন্নত করা হয়েছে।

এতকিছু কেন বলা হয়েছে তা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন। এবার মূল বিষয়ে আসা যাক।

এই অ্যাপের ব্যবহার করা কঠিন না, খুবই সহজ। এটাতে আপনি অনেক সুবিধা পাবেন।

আপনি Office (Microsoft 365) এ প্রয়োজনীয় ফিচার সহ কিছু বাড়তি ফিচার‌ও পেয়ে যাবেন।

★ Recent
★ Scan
★ PDF
★ Word
★ Notes
★ Shared
★ Excel
★ PowerPoint
★ Voice
★ Forms, সহ আরো কিছু ফিচার।

উপরে বলা ফিচারগুলো ছাড়াও আপনি আরো কিছু ফিচার পাবেন।

✓ Sign a PDF
✓ Scan a PDF
✓ Pictures to PDF
✓ Document to PDF
✓ PDF to Word
✓ Image to Text
✓ Image to Table
✓ Scan QR Code
✓ Create a Form
✓ Rehearse with Coach (Preview)

এছাড়াও Word এর Home – Insert – Draw – Layout – Review – View সহ আরো অপশন পেয়ে যাবেন।

উদাহরণ হিসেবে নিচে কিছু Screenshot দেওয়া হলোঃ ↓

উপরের কাজগুলো ছাড়াও আপনার প্রয়োজন মতো আরো অন্যান্য কাজ করতে পারবেন। যার যেমন প্রয়োজন আরকি।

আমার করা কিছু কাজের Screenshot নিচে দেওয়া হলো। ↓

এটাই ছিলো মাইক্রোসফট অফিসের অ্যান্ড্রয়েড ভার্সন নিয়ে আমার ছোট পোস্ট।

নিচের ছবিতে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করুন। ↓↓↓

ডাউনলোড করতে উপরের ছবিতে ক্লিক করুন। ↑↑↑



এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে Trickbd.com এ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d




Exit mobile version