আসসালামু আলাইকুম !




Trickbd.com এর সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !




আমি সোহাগ আবারো Trickbd.com এ হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !



আমাদের অনেক সময় দরকার হয় ঝাঁপসা ছবি ঠিক করার। ছবির কালার ইনহ্যান্স করার দরকার হয়। এর জন্য অনেক অ্যাপ এবং ওয়েবসাইট আছে।

যদি অ্যাপের কথা বলি তাহলে Remini অনেক জনপ্রিয় অ্যাপ। এটাতে Face Enhance, Color Enhance সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় ফিচার আছে।

আর যদি ওয়েবসাইটের কথা বলি, তাহলে অতটাও ভালো Enhance করা যায় না। কিছু ওয়েবসাইট দিয়ে ভালো মানের Enhance করতে গেলে টাকা দেওয়া লাগে। আবার কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে ফ্রিতে ভালো মানের Enhance করা গেলেও ডাউনলোড করার সময় টাকা লাগে।

কিন্তু রেমিনি দিয়ে এডিট করার পর যখন ছবি জুম করে দেখবেন তখন স্পষ্ট দেখতে পাবেন যে ছবির মধ্যে অস্পষ্ট চারকোণার মতো ছোট ছোট দাগ যুক্ত হয়েছে। কিন্তু রেমিনি যথেষ্ট কাজ করে।

কিন্তু আজকে আমি রেমিনি অ্যাপের বিষয়ে বলবো না। আজকে আমি SnapEdit – AI photo editor অ্যাপের বিষয়ে বলবো।

এই অ্যাপ দিয়ে আপনি কম রেজ্যুলেশনের ছবি ঠিক করতে পারবেন, ছবির অপ্রয়োজনীয় অবজেক্ট মুছে ফেলতে পারবেন, এবং AI এর সাহায্যে ছবিকে Anime তে বদলাতে পারবেন, Video Effect তৈরি করতে পারবেন ইত্যাদি।

কিছু কথাঃ → যদি অ্যাপনি SnapEdit প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করেন, তাহলে আপনি কিছু ফিচার এর সুবিধা পাবেন না। SnapEdit এর Free Version এ আপনি Untra (Pro) Enhancer, Super AI Best looking – up to 20 seconds সহ আরো কিছু দরকারি ফিচার ব্যবহার করতে পারবেন না। তাই আমি SnapEdit Mod Version নিয়ে আজকে বিস্তারিত বলবো।

এবার অ্যাপের ব্যবহারের বিষয়ে বলি..!

প্রথমেই আপনি হয় মোড ভার্শন ডাউনলোড করুন অথবা প্লে স্টোর ভার্শন। যেটা আপনার ভালো লাগবে।

এরপর অ্যাপ ওপেন করুন, ৩ টা অপশন দেখতে পাবেন। Remover, Enhance, Anime AI

For example, আমি একটা ছবি দিয়ে এডিট করে দেখাচ্ছি।

এবার Ultra দিয়ে দেখাবো। Result 1/2/3 ব্যবহার করতে পারবেন।

ছবি Enhanced করা হয়ে গেলে আপনি ছবি Save করে সেটাকে Remove Object, Generate Anime AI করতে পারবেন। অথবা অন্য ছবি নতুন করে ব্যবহার করতে পারবেন।

Anime AI এ যেটা ভালো লাগে সিলেক্ট করুন।

Anime তৈরির কাজ শুরু হয়ে যাবে।

প্রথমে যে রেজাল্ট আসবে সেটা ভালো না লাগলে, ওপরের Recycle ( ♻️ ) অপশনে ক্লিক করুন। তাহলে নতুন করে আরেকটা Anime তৈরি হয়ে যাবে।

Anime তৈরি হয়ে গেলে সেটার Video Effect তৈরি করতে পারবেন।

ফটোর Object Remove করার জন্য Auto AI, Brush সহ আরো কিছু অপশন পেয়ে যাবেন।

এডিট করার আগেঃ ↓ এডিট করার পরঃ ↓

এই অ্যাপ সম্পর্কে আজ এটুকুই বললাম। আশা করি অ্যাপটা আপনাদের একটু হলেও কাজে লাগবে।


আরো পড়ুনঃ ↓

Make Your Exam

App Download Link :



এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে Trickbd.com এ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d




22 thoughts on "Photo Enhance, AI Anime Generate, Object Remove সহ আরো ফিচার দিয়ে ছবিকে এডিট করুন।"

  1. Nahid_1225 Contributor says:
    পোস্ট টা সত্যিই কাজের ছিলো?
    1. Sohag21 Author Post Creator says:
      Thank you
  2. MD Musabbir Kabir Ovi Author says:
    পোস্টটা ভালো লেগেছে বেশ কার্যকরী পোস্ট
    1. Sohag21 Author Post Creator says:
      তোকে ধন্যবাদ দোস্ত,
  3. Asif Contributor says:
    ফটো এডিট করার আগে আপনার পোস্টটা দেখে নিবো
    1. Sohag21 Author Post Creator says:
      আপনার যেটা ভালো লাগবে, সেটাই করবেন।
    2. Asif Contributor says:
      এডিট করা নিয়ে আপনার থেকে আরও পোস্ট চাই ।
    3. Sohag21 Author Post Creator says:
      ইনশাআল্লাহ, চেষ্টা করবো।
    4. Asif Contributor says:
      ইনশাআল্লাহ
  4. Tech Notepad Author says:
    অসাধারণ।
    1. Sohag21 Author Post Creator says:
      খুশি হলাম ?
    1. Sohag21 Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে
    2. MD Hasan Xhmed Author says:
      ওয়েলকাম।
  5. Md Abdus Sabur Legend Author says:
    ভাই পোস্টে এভাবে পরিবারের মেয়েদের ফটো না দেয়া ভাল।
    1. MD Musabbir Kabir Ovi Author says:
      ভাই এটা অনুমতি নিয়ে ছাড়া হয়েছে,, আসা করি নেক্সট টাইম থেকে এমন করবে না সোহাগ
    2. Sohag21 Author Post Creator says:
      ধন্যবাদ, বিষয়টা খেয়াল রাখবো।
  6. Md Esa Mujahid Contributor says:
    ডাউনলোড লিংক দেন,মুড ভার্সনের
    1. Sohag21 Author Post Creator says:
      পোস্টে দেওয়াই আছে।
  7. Md Esa Mujahid Contributor says:
    পোস্টে দেওয়া আছে but ক্লিক করলে তো কাজ হয় না
    1. Sohag21 Author Post Creator says:
      লিংক এ ক্লিক করে একটু নিচে থামলেই পেয়ে যাবেন, মোড ভার্শনের একেবারে সরাসরি ডাউনলোড লিঙ্ক দেওয়া যাবে না।

Leave a Reply