বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর অশেষ রহমতে তোমাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হলাম। পোষ্ট টি পড়ার অনুরোধ রইল
প্রথমে বলে নেই সবাই ভাল করে পোষ্ট টি পড়বেন। আজকের পোষ্টের বিষয় হচ্ছে কিভাবে আমরা নতুন অ্যান্ড্রয়েড আপডেট ফোনগুলাতে greenify মত অ্যাপ ব্যবহার করবেন। আমরা সবাই জানি greenify একটি পপুলার অ্যাপস যার ব্যবহার জানেন না এমন মানুষ খুবই কম। greenify আমরা অনেকেই ব্যবহার করতাম ব্যাটারি বেকা আপ ও ব্যাকরাউন্ডে থাকা সব অ্যাপ অফ করা
অ্যাপস ফরেষ্ট অফ করার জন্য ফোন কে সুপার ফাষ্ট করে রাখে তবে greenify অ্যাপ টি নতুন ভার্শন অ্যান্ড্রয়েড কাজ করে না তাই সবাই এই greenify ব্যবহার করতে পারচ্ছেন না। তাই আমি তার একটি বিকল্প অ্যাপস নিয়ে হাজির হলাম আপনাদের কাছে এই অ্যাপ টি greenify মত ভাল কাজ করে অ্যাপ টি নাম হল appkiller প্লে স্টোর এই অ্যাপ টি পেয়ে যাবেন।

তাহলে দেখে নেওয়া যাক কিভাবে কাজ করবেন



প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন তারপর পরবর্তী ধাপ অনুসরণ করুন।


get started ক্লিক করে অ্যাপ ওপেন করুন তারপর পরবর্তী ধাপ অনুসরণ করুন।

এখানে Grant ক্লিক তারপর পরবর্তী ধাপ অনুসরণ করুন।

এখানে ক্লিক করে পারমিশন দিয়ে দিন।

অ্যাপ টি ওপেন করার পর পারমিশন চাইবে এখান থেকে ক্লিক করে পারমিশন দিয়ে দিন।

এখানে Kill ক্লিক দিলে কাজ শুরু হয়ে যাবে greenify মত কাজ হবে ব্যস কাজ শেষ।

আমার ওয়েবসাইট সাইটটি একটু ঘরে আসবেন সবাই
Technical Alim

আজকের মত এখানে শেষ দেখা হবে পরবর্তী কোন পোষ্টে

3 thoughts on "Appkiller battery super fast করুন নতুন অ্যাপ দিয়ে greenify মত।"

  1. Avatar photo Md Abdus Sabur Legend Author says:
    ডাউনলোড লিংক এমন কেন লিংকে ক্লিক দিলে অন্য সাইটে সেম পোস্ট দেখাই।
  2. Avatar photo Naim+Khan Contributor says:
    ভাইয়া আপনার টেলিগ্রাম চ্যানেল নাই…?
    1. Avatar photo Mohammad Alim Uddin Author Post Creator says:
      ache

Leave a Reply