আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমাদের দেশে শিক্ষিত মানুষ এর সংখ্যা অনেক বেশি,, বলা যায় বাংলাদেশে শিক্ষার হার প্রায় ৯২ শতাংশ এর মত।

কিন্তু দেখা যায় বাংলাদেশের পড়াশোনা শেষ করেও অনেক শিক্ষিত বেকার হয়ে থাকেন।

তারা তাদের মন মত চাকরি পান না, এই জন্য তারা সমাজের কাছে এবং পরিবারের কাছে বোঝা হয়ে পড়ে। যার জন্য হিনসম্মতা এর শিকার হতে হয়।

এই জন্য অনেকেই আছেন চাকরি খুঁজেন,,,আজকে আমি আপনাদের সুবিধা এর জন্য এমন এক অ্যাপ শেয়ার করবো যার মাধ্যমে ঘরে বসেই চাকরি খুঁজতে পারবেন।

অ্যাপটির নাম Job carcular বা চাকরির খবর।

অ্যাপটি গুগল প্লে স্টোরে পাবেন অথবা চাইলে এই লিংক থেকে ডাউনলোড করতে পারেন।

অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

প্রায় ১মিলিয়ন এর ওপর এই অ্যাপ ডাউনলোড হয়েছে এবং অ্যাপ টি যথেষ্ট ট্রাস্টেড একটি অ্যাপ,,

প্রায় প্রতিদিন চাকরির জন্য বিভিন্ন বিজ্ঞপ্তি আসে এই অ্যাপসে। তাই কষ্ট করে কোথাও যাওয়া লাগবে না চাকরি খুঁজতে।

এই অ্যাপ এ আপনি ক্যাটাগরি পেয়ে যাবেন চাকরি এর জন্য,, কোন ক্যাটাগরি এর চাকরি করবেন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন।

তাহলে আপনার পছন্দ মত চাকরির বিজ্ঞাপন গুলো এইখানে শো করবে,,

এছাড়াও আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন,, যার ফলে আপনার কোনো সমস্যা ছাড়াই আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়ে যাবেন।

আবেদন করতে পারবেন ঘরে বসেই চাকরির পত্রিকা না কিনে অল্প কিছু ইন্টারনেট খরচ করেই সব ধরনের চাকরির খবর পাবেন এক অ্যাপেই।

তাই আর দেরি না করে এখনি ডাউনলোড করুন এবং আপনার পছন্দ অনুযায়ী চাকরি এর জন্য আবেদন করুন।

তো, বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য ?❤️

দেখা হচ্ছে খুব জলদি নতুন কিছু নিয়ে, ততক্ষণ পর্যন্ত trickbd এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

4 thoughts on "চাকরি খুঁজুন এক অ্যাপেই ঘরে বসে !! জেনে নিন বিস্তারিত"

  1. Avatar photo Fardin Ibteda Asad Contributor says:
    App ta pry manusher china jana, tar poreo jara jane na tader kaje lagbe?
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Ji Vai thik bolechen
  2. Avatar photo Sk Shipon Author says:
    দরকারী পোস্ট
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ধন্যবাদ ভাই

Leave a Reply