আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
আমাদের জীবনের প্রথম পর্যায় হলো কৈশোর এর পর আসে হলো যৌবনকাল।
এই সময় টা আমরা অনেকেই বাজে কাজে জড়িয়ে পড়ি,, বিশেষ করে হস্তমৈথূন এর মধ্যে জড়িয়ে যায়।
যা আমাদের জীবনের জন্য বেশ প্রভাব ফেলে, এবং একবার যদি কেউ এই সমস্যা তে আকৃষ্ট হয়ে যায় সহজে বের হতে পারে না।
আস্তে আস্তে শরীরের হরমোন নিঃসরণ করে শরীর কে একদম নস্ট করে দেই, মাদকের চাইতেও ভয়ংকর হলো হস্তমৈথূন।
অনেকেই এই সমস্যা থেকে বের হতে চান, অনেক চেষ্টা করেন তবুও নিজের কন্ট্রোল করতে পারেন না।
আজকে আমি এমন একটা অ্যাপ শেয়ার করবো যেটি দিয়ে নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত হবে।
এবং হস্তমৈথুন এর নেশা আসতে আসতে কমবে। এবং মনোবল বৃদ্ধি পাবে বাজে এই নেশা থেকে।
অ্যাপটির নাম হলো “Iron will”
মূলত মোটিভেশনাল অ্যাপ এটি। খুব সহজেই গুগল প্লে স্টোর এ পেয়ে যাবেন অ্যাপটি।
অথবা চাইলে এই লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
অ্যাপটি ওপেন করুন, এইবার এইখানে ক্লিক করুন।
তারপর start now লিখাতে ক্লিক করুন।
এইবার এইটা শুরু হয়ে যাবে, আপনি যতদিন হস্তমৈথূন করবেন না এটা চলতেই থাকবে।
যদি কোনো কারণে হয়ে যায় তাহলে আবার এইখানে ক্লিক করুন।
তারপর reset করুন।
আপনি কতদিন এই বাজে নেশা থেকে মুক্ত হতে পেরেছেন নিজের রাঙ্কিং দেখতে পাবেন।
এইভাবে নিজের মোটিভেশন বাড়বে প্রতিদিন যদি দেখতে থাকেন আপনার মধ্যে মনে হবে আর একটা দিন না করি।
এইভাবে যতবার দেখবেন ততবার এমনটা মনের মধ্যে হতে থাকবে, এবং ধীরে ধীরে এই বাজে নেশা থেকে বের হতে পারবেন।
তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য।
TRICKBD এর সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে
যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে
You must be logged in to post a comment.
Nice post
TNX
Valo post
Nice Post