Site icon Trickbd.com

আপনার এন্ড্রয়েড মোবাইল থেকে এক ক্লিকেই কমিয়ে নিন যে কোন ছবির সাইজ।

Unnamed

আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।
আমাদের দেশে ইন্টারনেট স্পিড কম থাকে (বিশেষ করে গ্রামে)। আবার খরচও অনেক। ছবির সাইজ বড় হলে তা আপলোড করাটাও সমস্যা। এই সমস্যা সমাধানে ছোট এবং সহজ একটা এনড্রয়েড এপ্লিকেশন নিয়ে আসলাম আপনাদের জন্য। এপ্লিকেশনটি ইনস্টল করুন, ছবির সাইজ কমান এবং আপলোড করুন।
অনলাইনে সামাজিক যোগাযোগ এখন আমাদের অবিচ্ছেদ্য অংশ। আমাদের দিনের একটা অংশ কেটে যায় ফেইসবুক। হাজার হাজার স্ট্যাটাস, ছবি আপলোড করে থাকি আমরা।
আমাদের দেশে ইন্টারনেট স্পিড কম থাকে (বিশেষ করে গ্রামে)। আবার খরচও অনেক। ছবির সাইজ বড় হলে তা আপলোড করাটাও সমস্যা। এই সমস্যা সমাধানে ছোট এবং সহজ একটা এনড্রয়েড এপ্লিকেশন নিয়ে আসলাম আপনাদের জন্য। এপ্লিকেশনটি ইনস্টল করুন, ছবির সাইজ কমান এবং আপলোড করুন।
এপ্লিকেশনটি যতটা সম্ভব ঝামেলামুক্ত রাখা হয়েছে। তা ছাড়াও সরাসরি শেয়ারের সুযোগ থাকছে ফেইসবুক, টুইটার বা ইমেইলে। যে যে সুবিধেগুলো পাবেন:
১. এক-ক্লিকে ছবির সাইজ কমানো শেয়ারের জন্য।
২. নিজের ইচ্ছেমত সাইজ করতে পারবেন। আপনি আপনার সুবিধেমত Width and Height দিতে পারবেন। এর মাধ্যমে যে সব জায়গায় নির্দিষ্ট সাইজের ছবি আপলোড করতে হয় সেসব জায়গার জন্য রিসাইজ এবং আপলোড করতে পারবেন।
৩. সরাসরি এপ্লিকেশন থেকে ফেইসবুক বা অন্য কোথায় শেয়ার করতে পারবেন।
এপ্লিকেশনটি ডাউনলোড করুন নিচের লিংক থেকে। ★★Click Here To Download

কিভাবে ছবির ওজন কমাবেন তা নিচের স্ক্রিনশট গুলোতে দেখে নিন।

Creadit by :SK