কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন! চলে এলাম আবারো নতুন একটি পোস্ট নিয়ে আশা করছি সকলের ভালো লাগবে!
তো আজ বুঝতেই পারছেন একটি রেকর্ডিং এপ এর সম্পর্কে জানাতে এসেছি, যেই এপ নাম হলো:
Dolby On
এই Dolby On এপ টি বিশ্বের সেরা অউডি / সাউন্ড রিলেটেড কোম্পানি Dolby দ্বারা নির্মিত!
প্লে স্টোরে “Dolby On” লিখে সার্চ করলেই এই এপ টি পেয়ে যাবেন!
তো এই এপ এ প্রবেশ করলে এমন একটি ইন্টারফেস দেখবেন
উপরে Skip বাটনে চাপ দিলে এমন একটি পেজ ওপেন হবে এবং একাউন্ট করতে বলবে, আপনারা চাইলে করবেন নাহলে Not Now করে দিবেন!
তারপরে ভয়েস রেকর্ড করা শেষ হলে এমন একটি প্রোসেস শুরু হবে, আমরা Got it এ ক্লিক করবো
ব্যাস রেকর্ড করা শেষ এবার Edit এর পালা এডিট করতে এখানে চাপুন
এবার Tools এ চাপ দিন
চাপ দিলেই সেখানে অনেক রকমের এডিটিং টুলস আসবে যেগুলো আপনারা নিজেরাই আপনাদের রেকর্ড অনুযায়ী এডিট করতে পারবেন এবং যা প্রোফেশনাল হবে।
এডিট শেষে অডিও এক্সপোর্ট করতে হবে,
তার জন্য Done এ ক্লিক করবো
এরপর শেয়ার আইকন এ ক্লিক করবো
এবার এখানে ক্লিক করবো
বয়াস এবার ফাইল ম্যানেজার ওপেন হবে, যেখানে চান সেখানে সেইভ করে নিন।
আজ এ পর্যন্তই ।। কোন প্রশ্ন থাকলে কমেন্ট এ যানান, আশা করি ভালো লাগলো।।
Telegram
ধন্যবাদ