Site icon Trickbd.com

গেমারদের জন্য সেরা একটি VPN [without ads]

হেই হাই

 

জনপ্রিয় গেম PUBG এবং Free Fire বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কতৃক ব্যান করা হয়েছে ২৫ শে আগষ্ট ২০২১ সালে।প্রায় দেড় বছর হয়ে গেলেও এখনো কিন্তু গেম দুটি আনব্যান করা হয় নি।

 

যার ফলে গেম দুটি খেলতে ব্যাবহারকারীদের VPN (Virtual Private Network) এর সাহায্য নিতে হয়। তবে অনেকেই এখন VPN ছাড়াও গেম খেতে পারে। আর যারা পারে না তাদের জন্য এই পোস্ট আশা করি কাজে লাগবে।

 

আজকে টপিকে Beast VPN নিয়ে আলোচনা করা হবে। এটি খুবই ভালো একটি VPN আমি কয়েকদিন ব্যাবহার করেছি। গেম প্লের সময় Ping 80-120 এর মধ্যে উঠা নামা করে। নেটওয়ার্ক ভালো হলে এর থেকে ভালো সার্ভিস পাওয়া সম্ভব।

 

Play Store এ User রেটিং 4.3। ৩৬ হাজার জন রিভিউ করেছেন যার মধ্যে বেশির ভাগ ৫/৫ রেটিং দিয়েছেন। সবচেয়ে বড় বিষয় এবং প্লাস পয়েট টি হলো এই অ্যাপ কোন ads নেই। connecting, disconnecting এবং app open করার সময় কোন ads দেখতে হবে না।

 

এবার play store এ user রেটিং এবং app এর কিছু screenshots দেখে নেওয়া যাক।

 

 

 

এবার এই অ্যাপ ব্যাবহার করে গেমপ্লে করার কিছু screenshots দেখে নেওয়া যাক।

বি.দ্র. অ্যাপটি আমি ৩ জিবি র্যামের ফোনে চালিয়ে দেখেছি খুবই ভালো ভাবে চলে। সো ভালো লাগলে app টি ডাউনলোড করে নিন আর উপোভোগ করুন।

Download Link

 

 

 

ফেসবুক আইডিঃ Facebook

টুইটার আইডিঃ Twitter 

ইনস্টাগ্রাম আইডিঃ Instagram

টেলিগ্রাম আইডিঃ  Telegram

Exit mobile version