Site icon Trickbd.com

BlackHole music player review . The best spotify alternative!

Hello, Trickbd Lovers ♥

আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন যাবৎ আলসেমিতে পোস্ট করা হয় না। আজকে লিখতে বসলাম। আশা করি আজকের পোষ্টটি আপনাদের ভালো লাগবে।

আপনারা যারা music lover আছেন তাদের কাছে spotify একটা পরিচিত নাম।এটি এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি অনলাইনে আপনার পছন্দের শিল্পীদের গান শুনতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। এটি মূলত একটা পেইড music অ্যাপ। Ad ছাড়া গান শুনতে হলে আপনাকে এইখানে মাসিক বা বাৎসরিক সাবস্ক্রিপশন নিতে হবে। এছাড়া এইখানে আপনি ইউটিউব এর এমন অনেক গান আছে যেগুলো খুজে পাবেন না।

আচ্ছা যদি এমন একটা অ্যাপ থাকতো যা সম্পূর্ণ spotify এর মত যার মাধ্যমে আপনি অনলাইনে music stream করতে পারতেন এবং সাথে সাথে অফলাইনে শোনার জন্যে কোনো রকম ঝামেলা ছাড়াই ডাউনলোড করতে পারতেন তাহলে কেমন হতো?

Blackhole music player এমনই একটা music player. যার মাধ্যমে আপনি spotify এর মত online এ music stream এবং ডাউনলোড করতে পারবেন। এছাড়া অন্য যেকোন music player এর মত আপনার local music গুলো শুনতে পারবেন।

BlackHole music player features:-

এছাড়া আরো অনেক ফিচার রয়েছে যেইগুলো এপসটি ব্যাবহার করলেই আপনি বুঝতে পারবেন।

Apps এর UI এর কিছু স্ক্রিনশট:

তাই দেরী না করে এখনি music player টি ডাউনলোড করুন। আর উপভোগ করুন আপনার পছন্দের গান।

Blackhole Music player website

Direct DOWNLOAD LINK 

এছাড়া এটি একটি সম্পূর্ণ open source project.. তাই প্রাইভেসি নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

তাদের official Github page এর link-

Click me!

ভবিষ্যতে নতুন আপডেট সম্পর্কে জানতে তাদের github পেজ এ নজর রাখতে পারেন অথবা তার টেলিগ্রাম চ্যানেল এ join থাকতে পারেন।

 

Conclusion

তো এই ছিল আজকের পোস্ট ভালো লাগলে Like,Share,Comment করতে ভুলবেন না।

ভালো থাকুন ,সুস্থ থাকুন , Trickbd এর সাথেই থাকুন। আপনার দিনটি ভালো কাটুক ধন্যবাদ।