আসসালামু আলাইকুম !


Trickbd.com এর সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !



আমি সোহাগ আবারো Trickbd.com এ হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !


•••

•••


আমাদের অনেকেরই প্রতিদিন কোনো না কোনো অ্যাপের ব্যবহার করতে হয় প্রয়োজনীয় কাজগুলো করার জন্য। যার কারণে আমাদের সেইসব অ্যাপসগুলোও ইন্সটল করতে হয়, ফলে বেশি অ্যাপস ইন্সটল হ‌ওয়ার কারণে ফোনে ওপর যে চাপ পড়ে এতে ফোনের ব্যাটারির চার্জ কমানোর পাশাপাশি ফোনের ইন্টার্নাল মেমোরি বা ফোনের স্টোরেজ কম করে দেয়। যার কারণে আমাদের ফোন স্লো কাজ করে।

এমন‌ও অ্যাপস হয়তো আপনার ফোনে ইন্সটল করা আছে যেগুলো আপনার প্রতিদিন বা সবসময় প্রয়োজন হয়না। মাঝেমধ্যে আপনার প্রয়োজন হয়, কিন্তু দেখা গেল যে সেইসব অ্যাপস‌ই আপনার ফোনের ব্যাকগ্ৰাউন্ডে চলে আপনার ফোনের ব্যাটারির চার্জ কম করছে, ফোনের জায়গা কম করছে, আর সবচেয়ে বড় কথা আপনার ফোনকে চাপের মধ্যে রেখে ফোনের পারফরম্যান্স কম করে দিচ্ছে।

এখন কথা হচ্ছে যে যদি আপনি আপনার প্রয়োজনীয় বা পছন্দের অ্যাপস যেমন: Facebook, Instagram, WhatsApp, Tiktok, News Apps, TV Apps etc. সবগুলো যদি একসাথে ফোনে ইন্সটল করেন, তাহলে তো ফোনের ওপর চাপ সৃষ্টি হ‌ওয়াটাই স্বাভাবিক।

কিন্তু আবার যদি এগুলো আন‌ইন্সটল করে দেন তাহলে আপনার লাভ হলো কি ? হুদাই ব্যাটারিতে চার্জ আর ফোনের পারফরম্যান্স নিয়ে কি করবেন যদি এইসব ব্যবহার করতেই না পারেন ?

তো এখন উপায়টা কি ? যেটা করে আপনি আপনার ফোনের ওপর থেকেও চাপ কমাবেন আবার আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অ্যাপস‌ও ব্যবহার করবেন !

এরকমটা করতে পারবেন একটা ৩-৪ এমবির ছোট অ্যাপ ব্যবহার করে। এটা দিয়ে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কাজগুলো আরামে করতে পারবেন। এটা মূলত লাইট‌ওয়েট অ্যাপ এবং এটার যে সার্ভিস সেটা ব্যবহার করার জন্য আপনাকে অন্য কোনো অ্যাপের সাহায্য নিতে হবে বলে আমার মনে হয় না। কারণ এই অ্যাপের ভেতরেই আপনার প্রয়োজনীয় সবকিছু পেয়ে সহজেই।

অ্যাপের নামঃ SiteBazz – Make Your Easy Life

Sitebazz অ্যাপসটিতে রয়েছে জনপ্রিয় নিউজ পেপার, টিভি চ্যানেল, রেডিও চ্যানেল সহ আরো অনেক কিছু। আপনার প্রতিদিনের ছোট বড় কাজকে সহজ করে তুলতে অ্যাপসটি এমনভাবে সাজানো হয়েছে যা একটি ব্যবহার উপযোগী অ্যাপ হতে পারে আপনার জন্য।

অর্থাৎ এমন সবকিছুই একসাথে রয়েছে যা আপনার দৈনন্দিন প্রয়োজন হয়। অ্যাপসটিতে কি রয়েছে তার কিছু বিবরণ। ↓

01. একসাথে সব প্রয়োজনীয় সেবা

02. দৈনিক ইসলামিক সার্ভিস
03. জনপ্রিয় সোশ্যাল মিডিয়া
04. গুগলের জনপ্রিয় সেবা সমূহ
05. জনপ্রিয় সকল AI (কৃত্রিম বুদ্ধিমত্তা) টুলস
06. সকল খেলার আপডেট
07. বাংলাদেশী টিভি চ্যানেল
08. অনলাইনে নিউজপেপার
09. সব রেডিও চ্যানেল
10. অনলাইন কেনাকাটার সুবিধা
11. সরকারি সেবা সমূহ
12. শিক্ষা/লেখাপড়া
13. মিডিয়া এবং বিনোদন
14. বিজ্ঞান এবং প্রযুক্তির টিপস
15. চাকরির খবর
16. বাংলাদেশী সিম কার্ড সার্ভিস
17. অনলাইন টিকিট কেনা
18. অনলাইনে স্বাস্থ্য সেবা
19. ব্যাংকিং আপডেট এবং টিপস
20. অনলাইন ফ্রি স্টোরেজ
21. সকল জেলার তথ্য
22. সকল দেশের তথ্য

এছাড়াও এই অ্যাপের একটা ওয়েবসাইট ও আছে। আরো বিস্তারিত জানতে চাইলে সেখান থেকেও দেখতে পারেন। sitebazz.com

অনেক কথাই বলেছি এইবার এই উদাহরণ হিসেবে অ্যাপের কিছু স্ক্রীনশর্ট দেখুন তাহলে আশা করি আপনার যা জানার তা জানতে পারবেন।

জনপ্রিয় AI টুলস পাবেন যা আপনার কাজে লাগবে।

বাড়তি অ্যাপস ছাড়াই ব্যবহার করতে পারবেন জনপ্রিয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

বাংলাদেশী সকল টেলিভিশন চ্যানেল।

খবর, রেডিও সহ আরো অনেক সুবিধা।

স্ক্রীনশর্টগুলোতে যা দেখানো হয়েছে এগুলো ছাড়াও আরো অনেক কিছু আছে এই অ্যাপে সেটা আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন।

নিচের লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করুন। ↓


°°°
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে Trickbd.com এ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?


4 thoughts on "ছোট অ্যাপের বড় কাজ। ১টা অ্যাপ দিয়ে সব কাজ করুন। [Updated 2023]"

  1. Ferdous Ahmed Author says:
    এই থিমের লিংক দিতে পারবেন কেউ?
    1. Sohag Sjf Author Post Creator says:
      কিসের থিমের কথা বলছেন ?
  2. ujjalmallik Contributor says:
    এটা অনেক স্লো!!
    1. Sohag Sjf Author Post Creator says:
      আমার ফোনে তো ঠিকঠাক ভাবে চলেছে। বিষয়টা বুঝলাম না। ?

Leave a Reply