Site icon Trickbd.com

(First Look) অবশেষে রিলিজ হয়ে গেলো ChatGPT এর অফিসিয়াল মোবাইল অ্যাপ

 আসসালামুয়ালাইকুম


কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। আজ ট্রিকবিডিতে ChatGPT এ আই এর অফিশিয়াল এপ নিয়ে কথা বলতে চলে এলাম!

আমরা সকলেই জানি যে ChatGPT কিছুদিন আগেই প্লে স্টোরে তাদের এপ এন্ট্রি করে এবং প্রি রেজিস্ট্রেশন চালু করে!!

প্লে স্টোরে ঢুকলেই সবার সামনে আসছিলো এই পপআপ।

অবশেষে রিলিজ হয়েই গেলো এই মোবাইল অ্যাপ।

এপ টি রিলিজ হয় রাতে!

যা রিলিজ হওয়র
কিছুক্ষনের মধ্যেই চলে আসে একটি স্টেবল আপডেট ও!!

এর সাইজ রাখা হয়েছে 4.5 থেকে 5.6 MB এর মধ্যে!!!


তো চলুন এপ টির ফার্স্ট লুক দেখে নিন!! 



এটা এপ এ এর ফার্স্ট পেজ!  এপ এ ঢুকলেই আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন!!
যেখানে Continue With Google করলে ক্রোম বা আপনার মোবাইলের ডিফল্ট ব্রাউজারের কাস্টম ট্যাব দ্বারা আইডি লগিন করতে হবে!

লগিন করা শেষ হলে নিচের মতো ইন্টারফেস পাবেন!

Continue দিলেই নিয়ে যাবে অ্যাপ এর হোম স্ক্রিনে!

সাইডবার লুক

সাইডবার এ আপনারা দেখতে পাবেন, নতুন চ্যাট শুরু করার অপশন, সেটিংস হিসটোরি এবং আপনি প্রিমিয়াম নাকি ফ্রি প্ল্যান ব্যবহার করছেন!!!!
আর সেটিংস এর অপশন তো থাকছেই!!!


এই ছিলো সেটিংস এর ইন্টারফেস!!!
কিন্তু এপ এ যুক্ত করা হয়নি এখনো প্রিমিয়াম প্লান!


আমার মতামত 


ChatGPT অফিশিয়াল এপ টির লুকস খুব বেশি হেভি করা হয়নি!  যা অনেক লাইটওয়েট এবং অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে!
ChatGPT এপ্লিকেশনটি আসলেই অনেক ফাস্ট ওয়েবসাইট এর তুলনায়!!!

 

আজ এপর্যন্তই !!!


কারোর বুস্টিং রিলেডেট সহায়তা লাগলে অবশ্যই জানবেন !!! কম খরচে বুস্ট করতে চাইলেও যোগাযোগ করুন ।


তো আজ এই পর্যন্তই । দেখা হবে আগামী পোস্ট এ সে পর্যন্ত ভালো থাকুন । আল্লাহ হাফেজ ।


টেলিগ্রাম 

ফেসবুক

ইনস্টাগ্রাম