Site icon Trickbd.com

হাত তালি দিলেই জেনে যাবেন আপনার এন্ড্রয়েডটি কোথায়

Unnamed

ট্রিকবিডির সকল বন্ধুরা, কেমন আছেন? আজ একটু সকাল সকাল পোস্ট করছি। কারন আমার নয়টায় আবার কলেজে ক্লাস আছে। আপনারা অনেক সাইটেই হয়তো দেখেছেন আজকের এই পোস্ট। যারা দেখেন নি তাদের জন্যই এখন পোস্ট টি লিখছি।

আচ্ছা আমরা যদি কোন সময় মোবাইল হাতের কাছে না রেখে দুরে রাখি, তো পরে খুজতে সমস্যা হয়। কিন্তু এখন আর সে সমস্যা হবে না। কারন আজকে আমি এমন একটা এপ্স আপনাদের সাথে শেয়ার করবো যার মাধ্যমে আপনি হাত তালি দিলেই জানতে
পারবেন আপনার ফোন কোথায় আছে।
এটা কাজ করে সেন্সরের মাধ্যমে, তাই আপনার ফোনে সেন্সর না থাকলে এটা কাজ নাও করতে পারে। কিন্তু বর্তমানে এমন কোন এন্ড্রয়েড নেই যেখানে সেন্সর সাহেব নেই। সো, নো টেনশন, ডু ফুর্তি।

অনেক্ষনই তো ফালতু বকবক করলাম, তো এবার সফটওয়ারের ব্যবহার নিয়ে কিছু বলি?
আসলে এটা এমনি একটি সফটওয়ার যেটা ব্যবহার কারতে আমার সাহায্য লাগবে না। আপনি নিজেই করতে পারবেন। শুধু ডাউনলোড করবেন আর ইন্সটল করবেন। এরপর কি করতে হবে সেটা সফটওয়ার টি চালু করলেই বুজতে পারবেন।

ডাউনলোড লিংক

Size: 2.16 mb

Download Now

কেউ মনে করবেন না আমি আমার সাইটে ভিসিটর নেওয়ার জন্য পোস্টটি করেছি। ভালো করে দেখলে বুজতে পারবেন, এটা আমার সাইট নয়।

আমার সাইটঃ Ft Web BD

দাওয়াত রইলো ঘুরে আসার জন্য।