Site icon Trickbd.com

পাওয়ার বাটনের ব্যবহার না করেই আপনার এন্ড্রয়েড ফোনের স্ক্রীন অন করুন- মেগা পোস্ট !

আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুরা,  আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।

প্রথমে Trickbd কে Facebook এ Like দিয়ে নিন।

Like Trickbd On Facebook

সকল এন্ড্রয়েড ফোনের একটি পাওয়ার বাটন থাকে,যার মাধ্যমে স্ক্রীন অন/অফ করা হয়।কিন্তু এই বাটনের অধিক
ব্যবহারের ফলে বাটনটি নষ্ট হয়ে যায়।কিছুদিন আগে আমার এক বন্ধুর ফোনের পাওয়ার বাটন নষ্ট হয়ে গেছে।তখন বন্ধুটি আমার কাছে ফোন নিয়ে এসে বলল কি করা যায়?এর সমাধান কি??
আমিও তো চিন্তায় পরে গেলাম।তাই সন্ধানে বের হলাম।গুগলে সার্চ দিতে থাকলাম।এমন কিছুই কি নেই যার মাধ্যমে পাওয়ার বাটন এর ব্যবহার
কমানো যায়?অনেক খোজাখোজির পর একটা এপ পেলাম, এপ টা অনেক ধারুন। এই এপের মাধ্যমে পাওয়ার বাটনের ব্যবহার না করে স্ক্রীন আনলক

করা যায়।

নাম:ভলিউম বাটন আনলকার
সাইজ মাত্র ২ এম্বি
নিচের লিনক থেকে App টি ডাউনলোড করে নিন।

→Download (2 MB)

Always Stay with Trickbd.com