ট্রিকবিডির সকল বন্ধুরা, কেমন আছেন?
আজকের যুগ প্রযুক্তির যুগ। এখন আমাদের সবারই হাতে হাতে মোবাইল। তাও আবার এন্ড্রয়েড। আমরা এন্ড্রয়েডে বাংলা লিখতে পারিনা, কারন গুগোল আমাদের বাংলা ভাষাটা এন্ড্রয়েডে যুক্ত করেনি। তাই বলে কি আমরা বাংলা লিখতে পারবো না? কেন পারবো না? আমাদের দেশের এত সফটওয়ার ইঞ্জিনিয়ার থাকতে কেন পারবো না? তারা তো এর জন্যই বাংলা লিখার জন্য এপ্স তৈরি করে ফেলেছে। আমি শুধু এটা আপনাদের সাথে শেয়ার করছি। যদিও আমি জানিযে, এখন সবার মোবাইলেই বাংলা কিবোর্ড আছে। তারপরেও কেন লিখছি জানেন? কারন এমন অনেকেই আছেন যাদের মোবাইলে এখনো বাংলা কিবোর্ড নেই। মুলত তাদের জন্যই এই পোস্ট।
আপনারা অনেক সাইটেই হয়তো দেখেছেন আজকের এই পোস্ট। যারা দেখেন নি তাদের জন্যই এখন পোস্ট টি লিখছি।
অনেক্ষনই তো ফালতু বকবক করলাম, তো এবার সফটওয়ারের ব্যবহার নিয়ে কিছু বলি?
সফটওয়্যারটির নাম Ridmik Keyboard. এর স্পেসিয়ালিটি হচ্ছে, এটা ইন্সটল করে আপনি কিভাবে লিখতে হবে সেটা না জানলেও লিখতে পারবেন। কারন নিয়ম-কানুন, কোন অক্ষর কিভাবে লিখতে হবে সেটা এর মধ্যেই আছে। তো ডাউনলোড করে ফেলুন এখনই।
ডাউনলোড লিংক
Size: 2.69 mb
কেউ মনে করবেন না আমি আমার সাইটে ভিসিটর নেওয়ার জন্য পোস্টটি করেছি। ভালো করে দেখলে বুজতে পারবেন, এটা আমার সাইট নয়।
আমার সাইটঃ Ft Web BD
দাওয়াত রইলো ঘুরে আসার জন্য।