Site icon Trickbd.com

আপনি কি ভ্রমন করতে ভালোবাসেন বা অচেনা কোথাও ভ্রমন করবেন তাহলে এই সফটওয়্যার টি আপনার ফোনে অবশ্যই রাখবেন।

আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।

আমরা আমাদের দৈনন্দিন কাজের প্রয়োজনে এমন অনেক অপরিচিত জায়গায় গিয়ে থাকি,যেখানে কাজ শেষে বা কাজের জন্যই আমাদের এমন অনেক জায়গার সন্ধান লাগে যা হয়তো ওই এলাকায় কোথায় অবস্থিত তা আমরা জানিনা, এমন সব প্রয়োজনীয় জায়গাই খুঁজে দেবে Nearby Places অ্যান্ড্রয়েড অ্যাপটি।

Nearby Places1Nearby Places2

অ্যাপটি ব্যাংক,রেস্টুরেন্ট,এটিএম বুথ,বাস স্টেশন ,ট্রেন স্টেশন ,ট্যাক্সি স্টেশন ,মসজিদ,পুলিশ স্টেশন ইত্যাদি সহ মোট ২৬ টি জায়গার সন্ধান দেবে যা আপনার আশে পাশে রয়েছে। ধরুন,আপনি এমন জায়গায় আছেন যার আশে পাশে আপনি কিছু চিনেন না, কোন সমস্যা নেই, অ্যাপটির মাধ্যমে আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত সে জায়গাটি,আর প্রয়োজনীয় সে জায়গাটিতে যাওয়ার পথ ও বাতলে দিবে এই অ্যাপটি।। তাই আর দেরি না করে এখনি নামিয়ে ফেলুন অ্যাপটি, আর নির্দ্বিধায় চলে যান অপরিচিত যেকোনো জায়গায়।

Filename: Nearby Places.apk
Size: 2.6 MB

Download Here

অ্যাপটির আরেকটি বিশেষ সুবিধা হল অ্যাপটি ব্যবহার করতে আপনাকে খুব বেশি ইন্টারনেট ডাটা খরচ করতে হবে না,যা আমাদের দেশে গুগল ম্যাপ ব্যাবহারের একটি প্রধান সমস্যা। এই অ্যাপটি আপনি পৃথিবীর যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় Trickbd.Com এর সাথেই থাকুন।

Exit mobile version