আমরা যারা এন্ড্রয়েড ইউজ করি আমাদের সবারই স্মার্ট ফোন “ফেসবুক” ও “মেসেঞ্জার” এপ্লিকেশান দুইটা আছে।এই দুইটা এপ্লিকেশানের সাইজ ৫০ এমবি এর মত তাই না??
আচ্ছা এমন যদি একটা এপ্লিকশান পাওয়া যায় যেটাতে এই দুইটা এপ্লিকশানের সবগুলো ফিচার পাওয়া যাবে এবং এপ্লিকশানটার সাইজ যদি হয় মাত্র ৫ এমবি এবং এপ্লিকেশানটা যদি হয় খুব স্পিডি তাহলে কেমন হবে???
একবার ভাবুন তো ?
হুম, এই রকমই একটি চমৎকার এপ্লিকেশান নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। এপ্লিকেশানটির নাম হচ্ছে “ফাস্ট ফেসবুক ব্রাউজিং”! এপ্লিকেশানটি ডেভেলপ করেছেন “মাল্টিথ্রেড এপ্লিকেশান”।
নিচ থেকে ডাউনলোড করে নিনঃ
Download Now
এবার এক নজরে দেখে নিন এপ্লিকেশানটির ফিচার গুলোঃ
১) এই এপ্লিকেশান থেকে আপনি চারটি ভার্সনে ফেসবুক ব্রাউজ করতে পারবেন!
ডেক্সটপ ভার্সনঃ ডেক্সটপ ভিউতে ব্রাউজ করতে পারবেন!
মোবাইল ভার্সনঃ সর্বনিম্ম ডাটা ইউজ করে ফেসবুকিং করতে পারবেন মোবাইল ভিউতে।
ব্যাসিক ভার্সনঃ এই ভার্সনে আপনি মোবাইলে মডিফাইড ভিউতে দেখতে পারবেন এবং চ্যাট করতে পারবেন।
ফ্রী ভার্সনঃ এই ভার্সনে আপনি ফ্রী ফেসবুক ব্রাউজিং করতে পারবেন।
২) এই এপ্লিকেশানের সাইজ মাত্র 3 মেগাবাইট, এই এপ্লিকেশানে খুব স্পিডলী ফেসবুক ব্রাউজিং করতে পারবেন এবং আলাদা করে মেসেঞ্জার ব্যবহার করার প্রয়োজন নাই, এই এপ্লিকেশান থেকেই মেসেঞ্জারের সব ফিচার ইউজ করতে পারবেন।
৩) এই ব্রাউজার দিয়ে ছবি আপ করা, স্ট্যাটাস আপলোড করা, ভিডিও আপ করা সহ ফেসবুকের সবগুলো ফিচার ইউজ করতে পারবেন।