আপনি কি কখনও আপনার মাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা পাঠাতে ভুলে গেছেন? আপনার ভালবাসার মানুষ কি কখনও অ্যানিভারসারিতে কোনো মিষ্টি এসএমএস না পেয়ে পরে আপনার সাথে সম্পর্ক খনন করতে চেয়েছিলেন, আপনি কি কখনও কোন উৎসব এ শুভেচ্ছা পাঠিয়ে আপনার ব্যবসায়িক পার্টনারদের সাথে সম্পর্ক জোরদার করার আশা করেছেন? এখন আপনি আগাম এটা করতে পারেন এবং এটি আর সমস্যা না।
হ্যাঁ,আজকে যে অ্যাপটির কথা বলব তা এসবই খুব সহজে করে দিতে পারে। অ্যাপটির নাম SMS Timer। এটি মূলত একটি টাইমার অ্যাপ যা যেকোনো এসএমএস এর জন্য সেট করা যায়,যে সময় আপনি সেট করবেন ঠিক সে সময়ই এসএমএস টি যে নাম্বার এ সেট করবেন সে নাম্বার এ চলে যাবে।
SMS Timer এ অনেক ধরনের টাইমার সেট করা যায়,আপনি এক এসএমএস প্রতিদিন এর জন্য কিংবা কিছু সময় পর পর এর জন্য,অথবা একি এসএমএস রিপিট করার জন্য এটি ব্যবহার করতে পারবেন।
অ্যাপ ডাউনলোড লিংক:
এসএমএস যাবার পর কিভাবে আপনাকে নটিফাই করবে সেটাও আপনি সেট করে দিতে পারবেন,এটা সাউন্ড দিবে কি দিবে না তাও বলে দিতে পারবেন।কি সাউন্ড ইউস করবেন সেটাও সেট করা যাবে।এক কথায় ইচ্ছা মত আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন।এসব কিছু আপনি পাবেন সেটিংস্ মেন্যুতে।
তাই এখন আর কাউকে বার্থডে wish করার জন্য আপনাকে রাত বারোটা পর্যন্ত জেগে থাকতে হবে না,যেকোনো উৎসব এর আগেই আপনি এসএমএস গুলো সেট করে রাখতে পারবেন যেন সেগুলো ঠিক সময় পৌঁছে যায়।এরকম আরও হাজার টাইপ এর কাজ করা যাবে।
SMS Timer এর ইউজার ইন্টারফেস অত্যন্ত আকর্ষণীয় এবং খুবই ইউজার ফ্রেন্ডলি।