আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামিতে যেন সব সময়ভালো থাকেন Trickbd এর পক্ষ এই কামনা রইলো।
প্রথমেই নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।
এন্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম আমরা সবাই জানি। আর এটার মজা টা এখানেই। যেমন আমরা আমাদের ইচ্ছা মতো ROM চেঞ্জ করতে পারি। যেমন আমি
প্রায় প্রতি মাসেই রম পাল্টাই। আর রম পাল্টাতে গেলে অথবা ডিভাইস এ কোন রকম মডিফাই করতে গেলে সবার আগে সবার একটা প্রশ্ন মাথায় আসে… আর সেটা হলো ব্যাকআপ। আমাদের মাঝে অনেকেই জানেন কিভাবে ব্যাকআপ করতে হয় আবার অনেকেই জানেন না। আবার যারা জানেন তাদের মাঝে অনেকেই জানেন না কিভাবে A-Z সম্পূর্ণ এন্ড্রয়েড ডিভাইস টির ব্যাকআপ নিতে হবে। তাই আজ এটা নিয়ে বিস্তারিত লিখছি। আজ দেখাচ্ছি কিভাবে ফ্রি তে আপনি আপনার ডিভাইস এর কল লগ থেকে শুরু
করে সম্পূর্ণ ডিভাইস এর ব্যাকআপ নিতে পারবেন। ফ্রি তে বলছি কারন আমরা অনেকেই পেইড অ্যাপ ব্যবহার করি
ব্যাকআপ নিতে। তবে আজ যেটা দেখাবো সেটায় এরকম কোন ঝামেলা নেই। চলুন তাহলে দেখি…
ব্যাকআপ নিতে আমরা অনেকে অনেক রকম অ্যাপ ইউজ করি। আবার এক একটি অ্যাপ এক এক রকম ব্যাকআপ নেয়ার কাজে ইউজ করতে হয়। যেমন একটি ইউজ করি অ্যাপস এর ব্যাকআপ এর জন্যে। আরেকটি ইউজ করি
ছবি,ডকুমেন্ট,কল লগ ইত্যাদি এর জন্যে। আবার আরও আছে যা অন্য কাজে ইউজ করি ব্যাকআপ করতে। তবে আজ আমি একটি অ্যাপ ইউজ করে সব কিছুর ব্যাকআপ নিতে পারবো। কারন Super Backup নামক এই অ্যাপ টি
স্ক্রিনশট দেখে বুঝে গেছেন এতক্ষনে যে এই অ্যাপ টি দিয়ে অনেক কিছুই করতে পারবেন এবং একটি অ্যাপ যা সব ব্যাকআপ নিতে পারবে। তবে এখানে বলে রাখছি, আপনার ডিভাইস টি যদি ইন্টারনাল বিল্ট ইন মেমোরি এর হয় মানে এটায় যদি এক্সট্রা
মেমোরি লাগানোর সিস্টেম না থাকে তবে এই অ্যাপ টি নরমাল মেমোরি তেই ব্যাকআপ করবে এবং আপনি তা কপি করে এসডি কার্ড এ নিতে হবে। এটি আপনি সেটিং এ চেক ও পরিবর্তন করে নিতে পারবেন।
Always Stay With Trickbd.com