এন্ড্রয়েড ব্যবহারকারীদের সবচেয়ে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন হচ্ছে একটি ভালো মানের ব্রাউজার। তবে বর্তমানে অনেক ব্রাউজার রয়েছে গুগল প্লে স্টোরে। এমনকি আপনার এন্ড্রয়েড মোবাইলের সাথেও একটি বিল্ট ইন ব্রাউজার দেয়া থাকে। কিন্তু আপনি সেই ব্রাউজার ব্যবহার করতে চান না । আপনি চান যে ব্রাউজার অনেক লাইট, ফাস্ট এবং নিরাপদ । আজ আপনাদের জন্য তেমন একটি ব্রাউজারের বিষয়ে বিস্তারিত নিয়ে এসেছি । CM Browser এমন একটি ব্রাউজার যা দিয়ে আপনি নিরাপদে যেকোনো ওয়েব সাইট ব্রাউজ করতে পারবেন। একই সাথে এন্টিভাইরাস হিসেবেও কাজ করে । যেমন কোন ওয়েব সাউটে প্রবেশ করতে চান আর সে সাইট যদি ভাইরাস কিংবা কোনও ধরণের নিরাপত্তা ত্রুটি থাকে তবে CM Browser ওই সাইটে প্রবেশ করতে আপনাকে সাবধান করে দিবে বা ওয়াব সাইটে প্রবেশ করতে দিবে না ।
এছাড়াও অন্য সকল ব্রাউজার থেকে এই ব্রাউজার অনেক দ্রুতগতির । এতে আপনি খুব দ্রুত গতির ডাউনলোড স্পিড পাবেন ফলে যেকোনো ফাইল এই ব্রাউজার দিয়ে ডাউনলোড দিলে তা অন্য ব্রাউজার থেকে দ্রুত লোড হবে । ব্যাবহার করলেই এর প্রমাণ পাবেন । CM Browser এর সাইজ খুব কম। তাই দেরি না করে এখনই নামিয়ে নিন দুর্দান্ত এই ব্রাউজার টি। সরাসরি ডাউনলোড করতে এই লিংকে যান ঃ-