Site icon Trickbd.com

[NoRoot][Apps] Speaker Boost: বাড়িয়ে নিন স্পিকার/ হেডফোন এর সাউন্ড(48kb)

Unnamed

[NoRoot][Apps] Speaker Boost: বাড়িয়ে নিন স্পিকার/
হেডফোন এর সাউন্ড(48kb)

টাইটেল শুনেই সবাই হয়তো বুঝে গেছেন পোস্টটি কি
নিয়ে লেখা হয়েছে। যেসব এন্ড্রয়েড ইউজাররা মনে করেন
তাদের ফোনের স্পিকার/হেডফোন এর সাউন্ড এর কম বা
আরেকটু বাড়াতে পারলে ভালো হত তারা এই এপটি
ব্যবহার করে বেশ উপকার পাবেন।

এটি দিয়ে হয়তো ViperFX
এর মত ডায়নামিক সাউন্ড পাবেন না, তবে আপনার ফোনের
সাউন্ড এর লিমিট কে কয়েক ধাপ বাড়িয়ে নিতে পারবেন।

আর মজার বিষয় হল এটি চালাতে রুট লাগে না । নিচে বিস্তারিত আলোচনা করা
হল।

ফিচার সমূহঃ

১. এপটি যেকোন মোবাইল এ চালানো যাবে। রুট থেকে
ননরুট, স্টক থেকে কাস্টম, জিঞ্জারব্রেড থেকে ললিপপ।

২. এপটি এর সাইজ ৬০কেবি এর মত। তাই কম র্যাম এর ফোনেও

সহজে চলবে।

৩. এপটি চালানো খুবইই সহজ। ভাইপার এর মত অতো ক্যাচাল
নাই।

তাই নুব থেকে এক্সপার্ট সবাই চালাতে পারবে।

যা যা লাগবেঃ

১. Speaker Boost এপ

২. আর কিছুই না।

ডাউনলোডঃ


ডাউনলোড

যেভাবে চালু
করবেনঃ

১.এপটি ডাউনলোড
করে ইনস্টল দিন।

২.এপটির সেটিং এ গিয়ে maximum allowed boost 100% করে
দিন। আর show volume control অন করে দিন। না করলেও সমস্যা
নাই।

৩. এইবার গান শোনার টাইমে এপটির ভিতর ঢুকে দরকার
অনুযায়ী বুস্ট বাড়িয়ে দিন।

সতর্কতাঃ

১. স্পিকার/হেডফোন/কান উড়ে গেলে Author দায়িনা।

২. সেটিংস>বুস্ট লেভেল খুব বেশি দিলে হেডফোন এ ক্লিয়ার শোনা
গেলেও স্পিকার এ ক্লিয়ার নাও আসতে পারে। মানে
চায়না ফোনের মত মনে হতে পারে। আগেই বলছি এইটা
ভাইপার না।

এই পোস্ট এ কারো সমস্যা হয়ার কথা না। তাই কোন স্ক্রিনশট
দিলাম না। তাও সমস্যা হলে কমেন্ট করুন,,,

ধন্যবাদ।

Exit mobile version