Howdy,
আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু বেসিক টুলস।
যারা termux এ নতুন তারা সবাই বলে ভাই আমি কিভাবে termux কে সেটআপ করবো কি কি করতে হবে। তাদের কথা বিবেচনা করে আজকে এই পোস্ট করা। এই পোস্টে জানতে পারবেন মাত্র একটা টুলস দিয়ে termux এর প্রয়োজনীয় module , package ইনস্টল করতে পারবেন। আপনার কোন কিছু টাইপ করতে হবে না সে নিজেই আপনার termux কে সেটআপ করে দিবে। আশা করি এই পোস্টের পর কোন নতুন ইউজারের প্রশ্ন থাকবে না। যদি থাকে তার জন্য তো কমেন্ট বক্স আছে।
একটা কথা না বললেই নয় , এই টুলসটি যে সব মডিউল বা প্যাকেজ আছে এবং না কিন্তু বেসিক কাজ গুলো করার জন্য ঠিক আছে । আমরা যে টুলস ব্যবহার করবো তার requirements আগে দেখে নিবো কি কি লাগবে আমাদের তারপর সেই কাজ করবো।
অনেক টুলস আছে তাদের জন্য extra কিছু মডিউল লাগে বা extra প্যাকেজ ইনস্টল করতে হয়। উদাহরণ : কালি ইনস্টল করতে গেলে আমাদের proot প্যাকেজ টি লাগে কিন্তু অন্য কাজ গুলো করার জন্য proot তেমন কাজের না। তাই বলছি যখন যা প্রয়োজন তখন তা ইনস্টল করে কাজ করবেন।
তাছাড়া অনেক সমস্যা থাকে termux এ সেগুলো সমাধান হয়ে যাবে আশা করি।
তো চলুন শুরু করা যাক,
Features :
- Setup termux configuration
- Troubleshoot Termux error
- Change Termux repo
- Package installer
- Python modules installer
- Setup basic termux tools
Requirements :
- Stable internet connection
- 100+MB storage
- Termux version upto date
- Android 7 or higher
- Require modules in requirements.txt
- No root
- No termux knowledge
এখন আমরা termux এ চলে যাবো।
এখন আমরা termux কে আপডেট এবং আপগ্রেড করে নিবো।
apt update && apt upgrade
এখন আমরা গিট প্যাকেজটি ইনস্টল দিবো।
pkg install git -y
এখন পাইথন প্যাকেজ ইনস্টল করবো কারণ টুলসটি পাইথন দিয়ে বানানো ।
pkg install python3 -y
এখন গিটহাব থেকে টুলসটি ক্লোন করবো।
git clone https://github.com/GManOfficial/Termux_HackingLab_Setup.git
এখন ls দিবো । তারপর ফোল্ডারের ভিতরে প্রবেশ করবো।
cd Termux_HackingLab_Setup
pip3 install -r requirements.txt
এখন আমরা টুলসটি রান করবো।
python3 install.py
টুলস এখন নিজ থেকে সব ইনস্টল করে দিবে।
মডিউল ইনস্টল হচ্ছে।
বেসিক টুলস ইনস্টল করতে চাইলে y দিবেন। আর না চাইলে n দিয়ে ইন্টার করবেন ।
আশা করি termux সেটআপ হয়ে যাবে কোন প্রবলেম হবে না ।
তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ্ হাফেজ।
YouTube
Telegram