Site icon Trickbd.com

Termux এবং Ubuntu টার্মিনালে অন করে নিন কালি লিনাক্স এর মত অটোসাজেস্টিভ কমান্ড এবং হিস্টোরি।

Unnamed


بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

আসসালামু আলাইকুম ট্রিকবিডি বাসি আশা করি সকলেই ভাল আছেন। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আবার ফিরে আসলাম নতুন কিছু টপিক নিয়ে

তো আজকে যে বিষয় নিয়ে কথা বলব তা হলো কিভাবে আপনারা আপনাদের – -Termux এবং -Ubuntu তে Kali Linux এর মতো টারমিনালে অটো সাজেস্টিভ কমান্ড এবং হিস্টরি ডিফোল্ট হিসেবে অন করে নিবেন।

এতে করে আপনাদের একই কমান্ড বার বার সম্পুর্ন টাইপ করার প্রয়োজন পড়বে না।


আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে আমি Ubuntu এবং Termux এ অন করে নিয়েছি। আপনারা যারা এটা ব্যবহার করতে চান তারা নিচের কমান্ড গুলো অনুসরন করুন।

প্রথমে আমরা Termux এর প্যাকেজ আপডেট এবং আপগ্রেড করে নিবো।

Termux

 pkg update - y && pkg upgrade -y

Ubuntu

 sudo apt update -y && sudo apt upgrade -y

যাদের Termux এ git ইন্সটল করা নেই করে নিন

Termux

pkg install git 

Ubuntu

 sudo apt install git 

তারপর ইন্সটল করে নিবো ZSH এবং Oh My Zsh যা আমাদের উপরের ফিচার গুলো ব্যবহার করতে সাহায্য করবে।

Termux

pkg install zsh 

Ubuntu

 sudo apt install zsh

Termux & Ubuntu

chsh -s zsh 

Termux & Ubuntu

 sh -c "$(curl -fsSL https://raw.githubusercontent.com/ohmyzsh/ohmyzsh/master/tools/install.sh)"


এখানে ডিফোল্ট হিসেবে সেট করতে y চাপুন ও enter করুন।

এখন আমরা Oh my zsh এর প্লাগিন ইন্সটল করব।

Termux & Ubuntu

git clone https://github.com/zsh-users/zsh-autosuggestions ${ZSH_CUSTOM:-~/.oh-my-zsh/custom}/plugins/zsh-autosuggestions

ইন্সটল করা হয়ে গেলে এখন আমাদের অটো সাজেস্টিভ কমান্ড অন এবং থিম চেঞ্জ করতে হবে।

Termux & Ubuntu

 nano ~/.zshrc 

তার পর নিচে স্ক্রল করুন স্ক্রিনশটে দেখানো স্থানে পূর্বের নাম রিমুভ করে টাইপ করুন bira

তারপর আবার নিচে স্ক্রল করুন দেখানো স্থানে git এর পাশে zsh-autosuggestions টাইপ করুন।

এখন সেইভ করুন ( Ctrl+ x +y + enter) চাপুন।

এখন Zsh কে রিলোড করে নিন
Termux & Ubuntu

source ~/.zshrc 

এখন exit টাইপ করে এন্টার করুন
পুনরায় আবার exit টাইপ করে Enter করুন।

Termux পুনরায় ওপেন করুন আর ম্যজিক দেখুন।

এই পর্যন্তই কারো কোন সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই বিষয়ে পরবর্তীতে পোস্ট করা হবে আসসালামু আলাইকুম।