আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আবার ও আপনাদের সামনে হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজকে টপিক কি সেটা হয়তো আপনি টাইটেল দেখে বুঝতে পারছেন।
Zip File কেন প্রয়োজন ?
একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করা যাক।
ধরেন, আপনি আপনার বন্ধুর থেকে অনেক গুলো ছবি, ভিডিও , Document চাচ্ছেন এখন যদি আপনার বন্ধু একটা একটা করে পাঠায় তাহলে তো অনেক সময় লাগবে সব গুলো যদি একটা ফাইল করে পাঠানো যায় তাহলে কত সহজ হয়ে যায়। এছাড়া দেশের বাহিরে যখন গুরুত্বপূর্ণ কোন Document পাঠাবেন তখন সেটার security জন্য আমরা Zip করে সাথে পাসওয়ার্ড সেট করে দেই যাতে করে third party লোক সেটা ওপেন করতে না পারে। এছাড়া আরো অনেক কাজে এইটা ব্যবহার করা হয়।
Zip File Cracking কি?
আমরা সবাই কমবেশি অনলাইন থেকে বিভিন্ন ধরনের ফাইল ডাউনলোড করে থাকি সেই ফাইলের ভিতরে বেশি ভাগ ফাইল Zip থাকে। কিন্তু কথা হচ্ছে কিছু zip ফাইল extract করা যায় না কারণ যেই ব্যক্তি zip তৈরি করেছে সেই ব্যক্তি পাসওয়ার্ড সেট করে দিছে যার জন্য আমরা সেটা extract করার সময় পাসওয়ার্ড চায়। কিন্তু কেমন হয় যদি zip file কে cracking করে সেটার পাসওয়ার্ড বের করা যায়। চলুন আশ সেটাই দেখাবো।
যা যা লাগবে :
- Termux
- Internet Connection
প্রথমে আমরা termux যাবো এবং আপডেট দিবো ।
pkg update -y
Termux কে আপগ্রেড করে নিবো।
pkg upgrade -y
যদি আপনার python install করা থাকে তাহলে আর করার দরকার নাই। যদি না থাকা তাহলে install করে নিবেন।
pkg install python
একই ভাবে python2 install করবেন।
pkg install python2
গিটহাব থেকে টুলসের ফাইলটি ডাউনলোড দিবো।
git clone https://github.com/robiot/zzCrack.git
ls দিবো এবং ফাইলটির ভিতরে প্রবেশ করবো।
cd zzCrack
pip requirements install দিবো।
pip install -r requirements.txt
মেইন টুলসটি রান করবো।
python zz.py
আমরা যেই zip file টি cracking বা পাসওয়ার্ড বের করতে চাই সেই ফাইলটির লোকেশন দিবো ।
অবশ্যই ফাইলটি স্টোরেজ মেমোরিতে রাখবেন।
/sdcard/(zipfile name. zip)
পাসওয়ার্ড বের করার জন্য দুইটি উপায় আছে
- Bruteforce
- Wordlist
Bruteforce এর অ্যাটাক করার জন্য ৪ টি অপশন পাবেন।
- Only small letter
- Only capital letter
- Only sign’s
- Everything
যেটা দরকার সেটা সিলেক্ট করলেই হবে।
আমি আপনাদের wordlist দিয়ে দেখাবো ।তাই ১ দিয়ে ইন্টার করবো এবং আপনার wordlistএর লোকেশন দিবেন।
যদি slow করতে চান তাহলে y দিবেন।
যদি fast করতে চান তাহলে n দিবেন।
দেখতে পাচ্ছেন আমার Zip file এর পাসওয়ার্ড বের করে দিছে। এখানে টোটাল ১০০৩ টি পাসওয়ার্ড পেয়েছে এবং তিন সেকেন্ড লাগছে আমার পাসওয়ার্ড বের করতে। আশা করি বুঝতে পারেন। তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ্ হাফেজ।