Site icon Trickbd.com

কোন third party অ্যাপস ছাড়া কিভাবে Hidden Record করবেন।

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। 

বরাবরের মতো আজকে হাজির হলাম নতুন কিছু নিয়ে । টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন আজকের টপিক কি।

Hidden Record কি?

Hidden record অর্থ হলো  আমরা সবার সামনে রেকর্ড করবো কিন্তু কেউ বুঝতে পারবে না বা ধরতে পারবে না সেইটাই হচ্ছে hidden record। আপনারা আমাদের থেকে ভালো জানেন আশা করি hidden record সম্পর্কে।

Third Party অ্যাপস ছাড়া কিভাবে Hidden Record করা যায়।

আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন আমাদের রেকর্ড করা প্রয়োজন পড়ে। কিন্তু আমরা সবাই  প্রায়ই third party অ্যাপস ব্যবহার করে থাকি। কিন্তু এটা জানিনা যে ওই third party app developer আমাদের থেকে রেকর্ড গুলো নিয়ে যাচ্ছে।

Third party ব্যবহার সুবিধা:

Third party ব্যবহার অসুবিধা :

আমরা third party এর পরিবর্তে termux বা Linux ব্যবহার করতে পারি। এখানে ডাটা চুরি হওয়া সম্ভবনা নাই। ফোনের কোন ধরনের  ক্ষতি হবে না। মোট কথা হচ্ছে hidden রেকর্ডের জন্য আমরা termux ব্যবহার করতে পারি।

আমাদের termux api ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আপনি play story

বা f-Droid থেকে termux-api ইনস্টল করে নিবেন।

 

বরাবরের মতো termux কে আপডেট এবং আপগ্রেড করে নিবো।

pkg update -y

pkg upgrade -y

Termux এ api ইনস্টল দিবো।

pkg install termux-api

এখন termux record help  দেখবো ।

Help এ সব কিছু বলে দেওয়া হইছে কিভাবে কি করতে হবে।

termux-microphone-record h

ইন্টার দিলে আপনার ফোনের মাইক্রোফোনের পারমিশন চাইবে আপনি allow করে দিবেন।

এখানে কিছু কথা আছে।

termux-microphone-record -l 0 /sdcard/mymusic

 

আনলিমিটেড রেকর্ড অফ করার জন্য এই কমান্ড।

termux-microphone-record -q

রেকর্ড কে যদি চান একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করতে চান তাহলে এই কমান্ড।

termux-microphone-record -l 10 (your file location)

১০ মানে আমি ১০ সেকেন্ড পর্যন্ত রেকর্ড করো। চাইলে আপনি আরো বাড়িয়ে দিতে পারেন।

 

আপনাদের দেখানোর জন্য আমি দুইটি রেকর্ড করেছিলাম ।

সবাই প্রশ্ন করবেন যে আমার রেকর্ড ফাইল গুলো কোন ফোল্ডারে নাই কেন। ? উত্তর আমি যেই ফোল্ডারের লোকেশন দিছি সেই মানে আমার ফোনে কোন ফোল্ডার নাই যার জন্য সরাসরি নিচে চলে আসচ্ছে।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ্ হাফেজ।

 

Exit mobile version