Howdy,
আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন কিছু নিয়ে।
চলুন বর্তমানে যুগে বসে জাবা ফোনের কিছু games খেলে আসি তাও আবার Termux দিয়ে। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক ।
বর্তমান সময়ে অনেক সুন্দর সুন্দর games চলে আসচ্ছে, আগে যে নোকিয়া ফোনে সাপ খেলা, tetris আরো অন্যান্য যে গেম গুলো ছিলো সেই সময়ে তারা খুব জনপ্রিয়তা লাভ করেছিলো। এখন কার সময়ে আমরা ওই সব গেমের কথা একে বারে ভুলে গেছি ধরতে গেলে। যারা একটু গেম লাভার তাদের কথা ভেবে আগের পুরোনো গেম গুলো সরণ করিয়ে দিতে চাই তাও আবার গেম অ্যাপ ডাউনলোড করে না । android ফোনে জাবা গেম গুলো লেখবো ।তো বেশি কথা না বলে শুরু করা যাক।
প্রথমে Termux এ চলে যাবো ।
এখন গিট প্যাকেজটি ইনস্টল করবো ।
pkg i git -y
এখন গিটহাব থেকে গেম প্যাকটি ডাউনলোড করবো ।
git clone https://github.com/Err0r-ICA/Games/
ডাউনলোড করা হলে আমরা ls দিবো।
এখন ডাউনলোড করা ফোল্ডারের ভিতরে প্রবেশ করবো।
cd Games
আবার ও ls দিবো ।
এখন আমরা Gamea ফোল্ডারের সব গুলোকে পারমিশন দিবো।
chmod +x *
এখন আমরা গেম গুলো ইনস্টল করবো।
আর হ্যাঁ গেম গুলো ইনস্টল হতে ১১ মেগাবাইটের মতো লাগতে পারে । একটু সময় লাগবে ইনস্টল হতে।
bash install sh ; bash Games
গেম গুলো ইনস্টল হলে এই রকম দেখতে পারবো ।
এখন আপনি কত নাম্বার গেমটি খেলবেন সেটা সিলেক্ট করে দিবেন যেমন আমি 1 নাম্বার টা খেলবো তাই ১ দিয়ে ইন্টার দিবো।
এখন শুরু ইন্টার ট্যাপ করলেই গেমে চলে যাবে ।
দেখতে পারছেন সব দিক নির্দেশনা দিয়ে দিছে।
আর হ্যাঁ টুলসটির ভিতরে তাদের key আছে সেটা ইনস্টল করে নিবেন তাহলে সুবিধা হবা ।
গেম থেকে বার হওয়ার জন্য CTRL + C প্রেস. করলে গেম থেকে বের করে দিবে ।
সেম একই ভাবে সব গুলো গেম খেলতে পারেন।
তো যাদের বুঝতে অসুবিধা তারা ভিডিওটি দেখতে পারেন।
তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ্ হাফেজ
3 thoughts on "এখন গেম খেলেন Termux দিয়ে খুব সহজে।"